1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জম্মুতে সেনাশিবিরে হামলা, তিন সেনা সহ মৃত পাঁচ

১১ আগস্ট ২০২২

জম্মু ও কাশ্মীরে সেনাশিবিরে সন্ত্রাসবাদী হামলা, মৃত তিন সেনা, দুই জঙ্গি নিহত।

কাশ্মীর
ছবি: AFP

স্বাধীনতা দিবসের দিনকয়েক আগে জম্মু ও কাশ্মীরে বড়সড় হামলা সন্ত্রাসবাদীদের। ভোররাতে রাজৌরির সেনাশিবির আক্রমণ করে সন্ত্রাসবাদীরা।

দুইজন সন্ত্রাসবাদী সেনা শিবিরে ঢুকে যায় এবং নির্বিচারে গুলি চালাতে থাকে। সেনাও পাল্টা গুলি চালায়।

পুলিশের এডিজিপি মুকেশ সিং বলেছেন, সন্ত্রাসবাদীরা সেনাশিবিরের তার পেরিয়ে ঢোকার চেষ্টা করেছিল। রক্ষীরা তাদের দেখতে পায়। গুলি বিনিময় হয়।

জম্মুর রাজৌরি ও অন্য অঞ্চল আগে শান্ত ছিল। সন্ত্রাসবাদী হামলা বেশি হয়নি। কিন্তু গত ছয় মাসে এই অঞ্চলে একের পর এক সন্ত্রাসবাদী হামলা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, লস্কর-ই-তইবার সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদীরা এই আক্রমণ চালিয়েছে। সম্প্রতি জম্মুতে পুলিশ লস্করের একটি ঘাঁটি ধ্বংস করেছে এবং তালিব হুসেন নামে এক সাবেক বিজেপি নেতাকে ধরেছে। বিজেপি-র সঙ্গে তার এখন কোনো সম্পর্ক নেই।

পুলিশের দাবি, এই অঞ্চলে একের পর এক সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে এই সন্ত্রাসবাদী যুক্ত। তার কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

গতকাল পুলওয়ামাতে পুলিশ ২৫ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে। তার পরের দিনই সেনাশিবিরে এই হামলা হলো।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ