1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জম্মু-শ্রীনগর হাইওয়েতে দুর্ঘটনা, মৃত ১০

৩০ মে ২০২৩

কাটরার কাছে দুর্ঘটনাটি ঘটেছে। একটি বাস খাদে পড়ে যাওয়ায় ১০জন পর্যটকের মৃত্যু হয়েছে। আহত বহু।

বৈষ্ণবদেবী মন্দির
ছবি: picture alliance/Xinhua News Agency

জম্মু-শ্রীনগর হাইওয়ে বরাবরই দুর্ঘটনাপ্রবণ বলে পরিচিত। সোমবার সকালে পাঞ্জাবের অমৃতসর থেকে বাসটি বৈষ্ণবদেবী মন্দিরের দিকে যাচ্ছিল। অভিযোগ, বাসটিতে জায়গার চেয়ে বেশি যাত্রী ছিল। কাটরার কাছে ঝাজ্জর কোটলি অঞ্চলে একটি ব্রিজে ওঠার সময় বাসের চাকা স্কিট করে। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খাদে গিয়ে পড়ে।

ঘটনাস্থলের কাছেই একটি সেনা ছাউনি আছে। সেনা জেওয়ানরা দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন। এখনো পর্যন্ত ৫৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ১০ জনের মৃত্যু হয়েছে বলে সেনা সূত্র জানিয়েছে।

বছরের এই সময় চারধাম যাত্রা চলে। একই সঙ্গে বহু পূণ্যার্থী বৈষ্ণবদেবী মন্দির দর্শনে যান। কাটরা থেকে পায়ে হেঁটে ওই মন্দিরে যেতে হয়। জম্মু-শ্রীনগর হাইওয়েই ওই মন্দিরে যাওয়ার একমাত্র রাস্তা। এদিন সেখানেই এই দুর্ঘটনা ঘটে।

এসজি/জিএইচ (এনডিটিভি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ