সাম্প্রদায়িক সংঘাতের কারণে দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে শ্রীলঙ্কা সরকার৷ তবে বন্ধ হচ্ছে না কলম্বোয় শুরু হওয়া ত্রীদেশীয় ক্রিকেট সিরিজ৷ যেখানে যোগ দিচ্ছে ভারত-বাংলাদেশ-শ্রীলঙ্কা৷
বিজ্ঞাপন
দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করল শ্রীলঙ্কা সরকার৷ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, দ্বীপ রাষ্ট্রের কোনো কোনো এলাকায় ধর্মীয় হানাহানি শুরু হওয়ার কারণেই এই পদক্ষেপ করা হয়েছে৷
ঘটনার সূত্রপাত গত সপ্তাহান্তে৷ অভিযোগ, শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে এক বৌদ্ধকে খুন করা হয়৷ এরপরেই বিভিন্ন মুসলিম মহল্লায় দোকানপাটে আগুন ধরিয়ে দিতে শুরু করে একটি উগ্র বৌদ্ধ সংগঠন৷ পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ এবং সেনা নামানো হয়৷ কিন্তু ঘটনার রেশ অন্যত্র ছড়িয়ে পড়ায় দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনা৷ তাঁর দফতর সূত্রে জানানো হয়েছে, দেশে শান্তি ফেরানোর উদ্দেশ্যেই এই পদক্ষেপ করা হয়েছে৷
শ্রীলঙ্কায় ৭৫ শতাংশ বৌদ্ধ ধর্মাবলম্বীর বাস৷ মুসিলম জনগোষ্ঠীর পরিমাণ ১০ শতাংশ৷ ১৩ শতাংশ মানুষ হিন্দু ধর্মাবলম্বী৷ বদু বালা সেনা নামে একটি উগ্র বৌদ্ধ সংগঠন বহুদিন ধরেই দেশের মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে নানারকম হিংসামূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে৷ কয়েকবছর আগেই শ্রীলঙ্কায় এক ভয়াবহ ধর্মীয়সংঘর্ষ হয়েছিল৷ প্রচুর মানুষ প্রাণ হারিয়েছিলেন৷ বস্তুত, ২০১৪ সাল থেকে লাগাতার ধর্মীয় সংঘর্ষ অব্যাহত ওই দেশে৷ দেশের বর্তমান প্রধান ক্ষমতায় এসেই উগ্র বৌদ্ধ সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন৷ কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেই বিশেষজ্ঞদের অভিযোগ৷
টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের যা শেখাচ্ছে
টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের অনেকটা শেষ হয়েছে৷ আর এই সময়ের মধ্যে ঘটেছে অনেক ঘটনা৷ চলুন দেখে নেই, সেখান থেকে শিক্ষা নেয়ার মতো কী কী ঘটেছে...৷
ছবি: Reuters
অস্ট্রেলিয়ার এখনো শিখতে হবে
একদিনের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ান আর টেস্টে নম্বর ওয়ান অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি পারফর্মেন্স এখনো সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি৷ চলতি আসরে নিউজিল্যান্ডের কাছে হেরেছে সেদল৷ আর বাংলাদেশের সঙ্গে জিতলেও সেটা অনেক কষ্টে৷ অসি অধিনায়কও স্বীকার করেছেন, টি-টোয়েন্টিতে ভালো করার জন্য তাঁর দলের আরো খাটতে হবে৷
ছবি: Cameron Spencer/Getty Images
নিউজিল্যান্ড পেতে পারে চূড়ান্ত সাফল্য
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন অবধি সবচেয়ে বড় সাফল্য দেখিয়েছে নিউজল্যান্ড৷ স্বাগতিক ভারতকে হারিয়েছে তারা, হারিয়েছে প্রতিবেশী অস্ট্রেলিয়াকে৷ এমন সাফল্য অব্যাহত থাকলে সেদল তাদের প্রথম বিশ্বকাপ এবারই জয় করে নিতে পারে৷
ছবি: Reuters/D. Siddiqui
ইংল্যান্ডের রেকর্ড
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান চেজ করে জেতার রেকর্ডটা এখন ইংল্যান্ডের৷ আট উইকেটে ২৩০ রান তাদের দলের জন্যও এক রেকর্ড৷ বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বড় চমকও এটাই৷ বোঝাই যাচ্ছে, ক্রিকেটের ছোট সংস্করণের জন্য ইংল্যান্ড নিজেদের ভালোভাবেই প্রস্তুত করেছে৷
ছবি: Getty Images/G. Copley
শ্রীলঙ্কার কঠিন সময়
কুমার সাঙ্কাকারা আর মহেলা জয়বর্ধনের অবসরের পর শ্রীলঙ্কা যে খানিকটা দুর্বল হয়ে পড়বে তা আগেই বোঝা গিয়েছিল৷ কিন্তু দলের বোলিংয়ের মন্দা সেই দুর্বলতাকে বাড়িয়ে দিয়েছে শুধু৷ চলতি আসরে সেদলের বড় কিছু করার সম্ভাবনা দেখা যাচ্ছে না৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
স্পিনই সেরা
ভারতের ক্রিকেট মাঠ বরাবরই স্পিনারদের জন্য আদর্শ জায়গা৷ চলতি বিশ্বকাপেও সেকথার প্রমাণ মিলেছে৷ এমনকি নিউজিল্যান্ডও স্পিন দিয়েই কাবু করেছে ভারতকে৷ সেদলের মিচেল স্যান্টনার চার উইকেট নেন ১১ রান খরচায়৷ টুর্নামেন্টের সেরা বোলারদের তালিকায় স্পিনাররাই রয়েছেন উপরের দিকে৷
ছবি: Getty Images/AFP/Stringer
নিষিদ্ধ দুই বোলার!
টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রমাগত সাফল্য দেখানো বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ দুই বোলারের উপর নিষেধাজ্ঞা৷ আইসিসি হঠাৎ করে এবং খুব দ্রুত বাংলাদেশের স্পিনার আরাফাত সানি ও মূল বোলার তাসকিন আহমেদকে ‘অবৈধ বোলিংয়ের’ অভিযোগে সাময়িক নিষিদ্ধ করেছে৷ আইসিসির এই সিদ্ধান্ত ব্যাপক নিন্দা কুড়িয়েছে, বিশেষ করে তাসকিনকে নিষিদ্ধের বিষয়টি অনেকেই মেনে নেয়নি৷ বাংলাদেশ ইতোমধ্যে নিষিধাজ্ঞা প্রত্যাহারের আপিল করেছে৷
ছবি: Reuters/D. Gray
6 ছবি1 | 6
এদিকে কলম্বোয় শুরু হয়েছে ত্রীদেশীয় নিদাহাস ট্রফি৷ ভারত এবং শ্রীলঙ্কার হওয়ার কথা আজ৷ বাংলাদেশও ত্রীদেশীয় সিরিজে যোগ দিতে উপস্থিত হয়েছে শ্রীলঙ্কায়৷ শ্রীলঙ্কা বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, খেলা নির্বিঘ্নেই চলবে৷ কারণ কলম্বোয় কোনো সমস্যা হয়নি৷ ভারতীয় বোর্ড বিসিসিআই-এর তরফ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, জরুরি অবস্থা ঘোষিত হলেও এই মুহূর্তে খেলোয়াড়দের কোনোরকম নিরাপত্তার অভাব আছে বলে মনে করছে না দলের নিরাপত্তা বিশেষজ্ঞ৷ ফলে এখনই দলকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে না৷