1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জরুরী অবস্থার মধ্যেই জাতীয় নির্বাচন করবে সরকার

হারুন-উর-রশীদ স্বপন৭ আগস্ট ২০০৮

স্থানীয় সরকার নির্বাচন সফলভাবে করতে পারায় জরুরী অবস্থার মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে দৃঢ় অবস্থানে যাচ্ছে সরকার৷ রাজনীতিবিদদের বিরোধীতা এবং আন্তর্জাতিক মহলের আবেদনকে তেমন আমলে নিচ্ছে না সরকার৷

বাংলাদেশ সেনাবাহিনী (ফাইল ফটো)ছবি: AP

৪ঠা আগষ্ট স্থানীয় সরকার নির্বাচনের পরদিন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান জরুরী অবস্থার মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের ইঙ্গিত দেন৷

এরপর ইউরোপীয় ইউনিয়ন জানায়, জরুরী অবস্থার মধ্যে নির্বাচন হলে তারা কোন পর্যবেক্ষক পাঠাবে না৷ ইউরোপীয় ইউনিয়নের এই বক্তব্যের একদিন পর বৃহষ্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেছেন, জরুরী অবস্থার মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে৷ স্থানীয় সরকার নির্বাচন প্রমান করেছে জরুরী অবস্থার মধ্যে ভোট দিতে ভোটাররা স্বাচ্ছন্দ বোধ করেন৷ কোন প্রার্থী এখনো অভিযোগ করেনি যে, জরুরী অবস্থায় তাদের অসুবিধা হয়েছে৷ নির্বাচনের সময় জরুরী অবস্থা যতটুকু প্রয়োজন ততটুকু শিথিল করা যেতে পারে৷

অন্যদিকে, জরুরী অবস্থার মধ্যে এই নির্বাচনেও দুন অভিযোগে অভিযুক্ত কারাগারে আটক বেশ কয়েকজন নির্বাচিত হয়েছেন৷ তাদের মধ্যে সিলেটে মেয়র পদে নির্বাচিত বদরুদ্দিন আহমেদ কামরান অন্যতম৷ এদের নিয়ে সরকার বিব্রতকর অবস্থায় রয়েছে৷ স্বরাষ্ট্র উপদেষ্টা আবদুল মতিন বলেছেন, তারা নির্বাচিত হলেও তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে৷ তাদের মুক্তির ব্যাপারে আদালতই সিদ্ধান্ত দেবে৷

এদিকে দুর্নীতির অভিযোগে কারাগারে আটক নির্বাচিতদের মুক্তির দাবি তুলেছেন বিভিন্ন মহল৷

হারুন উর রশীদ স্বপন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ