1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জর্জিয়াতে ই.ইউ. পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত অনুমোদন

রিয়াজুল ইসলাম১৫ সেপ্টেম্বর ২০০৮

ইউরোপীয়ান ইউনিয়ন জর্জিয়াতে পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত সোমবার অনুমোদন করেছে৷ এদিকে ন্যাটোর মহাসচিব ইয়াপ দ্য হুপ শেফার এখন জর্জিয়া সফর করছেন৷

ইইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান খাভিয়ের সোলানা (ফাইল ফটো)ছবি: AP

জর্জিয়ার যুদ্ধ বিধ্বস্ত এলাকায় পর্যবেক্ষক দল পাঠাতে রাশিয়ার সঙ্গে একটি ঐকমত্যে পৌছেছিলো ইউরোপীয়ান ইউনিয়ন৷ সোমবার ব্রাসেলসে ইইউর পররাষ্ট্র মন্ত্রীদের এক সভায় সে সিদ্ধান্তের অনুমোদন দেয়া হয়েছে৷ সিদ্ধান্ত অনুযায়ী কমপক্ষে ২০০ জনের একটি বেসামরিক পর্যবেক্ষক দল পাঠানো হবে যারা জর্জিয়ার দু প্রদেশ আবখাজিয়া ও দক্ষিণ ওসেটিয়া সীমানা সংলগ্ন এলাকাগুলোতে কাজ করবে৷ এই দলে জার্মানি সরবরাহ করবে প্রায় ৪০ জন পর্যবেক্ষক৷

জর্জিয়ার মুল ভুখন্ড থেকে সরে যাচ্ছে রাশিয়ার সৈনিকরাছবি: AP

এর আগে জর্জিয়ার সঙ্গে সম্পাদিত এক অস্ত্র বিরতি চুক্তিতে এসব এলাকা থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছিলো রাশিয়া৷ এদিকে পর্যবেক্ষক দলে অংশ নিতে ইতিমধ্যে ইইউর ১১টি দেশ রাজি হয়েছে বলে জানানো হয়েছে৷

আগামী মাসের শুরুতে পর্যবেক্ষক দলকে জর্জিয়াতে পাঠানো হবে বলে জানিয়েছেন ইইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান খাভিয়ের সোলানা৷ তিনি বলেছেন, অক্টোবরের শুরুতেই আমরা ২০০জন পর্যবেক্ষককে সেখানে মোতায়েন করবো যাতে ওই এলাকা থেকে রাশিয়ান সেনারা পুরোপুরি সরে যায়৷ আরও অন্য এলাকাগুলোতে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টিও আমাদের রয়েছে তবে তার আগে পরিস্থিতির আরও উন্নতি দরকার৷

এদিকে জর্জিয়ার পর্যবেক্ষক দলের নেতা হিসেবে ফরাসী কূটনীতিক পিয়ের মোরেলের নাম ঘোষণা করেছে ইইউ৷ নব্বই দশকের শুরুর দিকে পিয়ের মোরেল জর্জিয়ার রাজধানী তিবলিসিতে ফরাসী রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন৷ অপরদিকে আগামী ২০১০ সাল নাগাদ জর্জিয়াকে ৫শ মিলিয়ন ইউরো সহায়তা দেয়ার ঘোষণাও দিয়েছে ইইউ৷

জর্জিয়াকে সমর্থন যোগাতে সেখানে এখন সফর করছেন ন্যাটোর মহাসচিব ইয়াপ দ্য হুপ শেফার৷ সোমবান ন্যাটো ও জর্জিয়ার মধ্যে একটি সহযোগিতা কমিশন গঠন করা হয়েছে৷ সেখানে জর্জিয়ার পাশে থাকার কথা জানিয়েছেন ন্যাটো মহাসচিব৷ তবে তার আগে জর্জিয়াকে গণতান্ত্রিক প্রক্রিয়া ধরে রাখার পরামর্শ দিয়েছেন তিনি৷ এছাড়া দু দিনের এ সফরে রাশিয়ার আক্রমণে বিধ্বস্ত জর্জিয়ার অবকাঠামো পুনর্নির্মাণে সহায়তা নিয়েও কথা বলবেন ন্যাটো মহাসচিব৷

এদিকে জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল সাকাশভেলি আশা করছেন ন্যাটো মহাসচিবের এ সফরে ন্যাটোর সদস্যপদ পাওয়ার বিষয়টি আরও ত্বরান্বিত হবে৷ এদিকে ন্যাটো ও জর্জিয়ার এই উদ্যোগের পাল্টা ব্যবস্থা হিসেবে দক্ষিন ওসেটিয়াতে গেছেন রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভরভ৷ সেখানে তিনি জর্জিয়ার বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ