1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জর্জ ফ্লয়েডের চার বছরের ভাইঝিকে গুলি

৬ জানুয়ারি ২০২২

অ্যামেরিকায় পুলিশের হাতে নিহত জর্জ ফ্লয়েডের চার বছরের ভাইঝির উপরও এবার গুলি চালালো অজ্ঞাত পরিচয় ব্যক্তি।

জর্জ ফ্লয়েড
ছবি: Ryan Rahman/Pacific Press Agency/imago images

হিউস্টনের ইয়েলো স্টোন বুলেভারে বাড়ি জর্জ ফ্লয়েডের ভাইঝির। তার বাবার নাম ডেরিক ডিলেন। সংবাদমাধ্যমকে ডেরিক জানিয়েছেন, ১ জানুয়ারি ভোর তিনটে নাগাদ আচমকাই তাদের বাড়ি লক্ষ্য করে কেউ বা কারা গুলি চালাতে শুরু করে। তার মেয়ে সে সময় ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যেই তার গায়ে গুলি লাগে। তবে প্রাথমিক চিকিৎসার পর সে এখন অনেকটাই সুস্থ।

ডেরিক জানিয়েছেন, তাদের বাড়িটি দোতলা। উপরের তলায় ঘুমিয়ে ছিল তার মেয়ে। মাঝরাতে আচমকাই বাড়ির বাইরে থেকে গুলির শব্দ শোনা যায়। বাড়ির গায়ে গুলি লাগতে থাকে। তখনই উপরে চেঁচিয়ে ওঠে তার মেয়ে। জানায়, তার গায়ে গুলি লেগেছে। খানিকক্ষণ গুলি চালিয়ে দুষ্কৃতীরা গা ঢাকা দেয়। ডেরিকের স্ত্রী দ্রুত মেয়েকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, মেয়েটির ফুসফুস এবং যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি পাঁজরও ভেঙেছে। তবে মৃত্যুভয় নেই। অপারেশনের পর সে এখন অনেকটাই ভালো আছে।

পরিবারের অভিযোগ, ঘটনার পর পুলিশকে খবর দিলেও তারা আসতে বহু সময় লাগিয়েছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। একটি তদন্ত দলও গঠন করা হয়েছে।

২০২০ সালে মিনেসোটায় ঘাড়ে পা তুলে প্রকাশ্য রাস্তায় জর্জ ফ্লয়েডকে হত্যা করেছিল পুলিশ। সম্প্রতি সেই পুলিশ অফিসারের সাজা ঘোষণা হয়েছে। যার জেরে গোটা অ্যামেরিকায় প্রতিবাদের ঢেউ উঠেছিল। অ্যাক্টিভিস্টদের বক্তব্য, জর্জ ফ্লয়েডের সঙ্গে সম্পর্কিত বলেই ওই বাড়িতে হামলা চালানো হয়েছিল। যার জেরে গুলিবিদ্ধ হতে হলো একটি চার বছরের শিশুকে।

এসজি/জিএইচ (নিউ ইয়র্ক টাইমস)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ