1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্লয়েডের মৃত্যু: মার্কিন বিচার ব্যবস্থার পরিবর্তন আবশ্যক

১০ মার্চ ২০২১

জর্জ ফ্লয়েডের হত্যাকারী হিসেবে অভিযুক্ত সাবেক মিনিয়াপোলিস পুলিশ অফিসার ডেরেক শওভিনের বিচার নিঃসন্দেহে মার্কিন ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা৷ এমনটাই মনে করেন ডয়চে ভেলের কার্লা ব্লাইকার৷

ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন
ছবি: picture-alliance/AP Photo/S. Walsh

তার মতে, ডেরেক শওভিন শাস্তি পেলে এ ধরনের অপরাধীদের জন্য তা হবে একটি শক্তিশালী বার্তা৷

২০২০ সালের ২৫ মে পুলিশ অফিসার ডেরেক শওভিন মাটিতে ফেলে হাঁটু দিয়ে জর্জ ফ্লয়েডের গলা চেপে ধরেছিল প্রায় নয় মিনিট ধরে৷ সেখানেই ফ্লয়েডের মৃত্যু হয়৷ পরে জানা যায়,মিনিয়াপোলিসে ১৯ বছর ধরে কর্মরত এই পুলিশ অফিসার নানা অপকর্ম করেছেন এবং তার বিরুদ্ধে ১৭টি অভিযোগ আনা হয়েছিল বিভিন্ন সময়ে৷ 

অথচ জর্জ ফ্লয়েডের ঘটনার আগে সেসব অপকর্মের জন্য কোন শাস্তি হয়নি শওভিনের৷ কেবল সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে৷ জর্জ ফ্লয়েডকে হত্যার অভিযোগ প্রমাণিত হলে ৪৪ বছর বয়সি শওভিনের সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড হতে পারে৷ শওভিনের শাস্তি হলে একটা পরিষ্কার বার্তা দেয়া হবে, তাহল পুলিশ ব্যাজ পরে আইনের ঊর্ধ্বে যাওয়া যায় না এবং এই বার্তাটা ভীষণ জরুরি৷

একজন শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের হাতে কৃষ্ণাঙ্গ মার্কিনীদের জীবন-মরণ নির্ভর করছে, এই বিষয়টি পুরো দেশের মানুষের মনে দুঃখ এবং ক্ষোভের জন্ম দেয়৷ সেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে৷

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ এত ব্যাপকতা লাভ না করলে হয়ত এবারও শওভিনকে হুঁশিয়ার করেই ছেড়ে দেয়া হত৷ এই ঘটনা মানুষের মনে এতটাই দাগ কেটেছে যে, যে গ্রোসারি স্টোরের সামনে ফ্লয়েডের মৃত্যু হয়েছিল, সেখানে এখনো কেউ ফুল, মোমবাতি দিয়ে স্মরণ করেন তাকে৷

মার্কিন রাজনীতিবিদরা এরই মধ্যে পুলিশ বিভাগকে ব্যাপক সংস্কারের পরিকল্পনার কাজে হাত দিয়েছেন৷ গত সপ্তাহে মার্কিন প্রতিনিধি পরিষদে এ সংক্রান্ত একটি বিল অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে৷ যদিও এই বিলটি সেনেটে পাস হবে কিনা সে নিয়ে এখনো সন্দেহ রয়েছে৷

মনে হতে পারে একজন পুলিশ অফিসারকে শাস্তি দিলে কী হবে? শওভিনকে শাস্তি দিলে এ ধরনের অপরাধ যেসব পুলিশ অফিসার করে থাকেন তাদের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছাবে, ন্যায় বিচারের পথে এটা হবে এটা মাইলফলক৷ আর যদি শওভিন নির্দোষ প্রমাণিত হয় বা অল্প সাজা পায়, তাহলে যুক্তরাষ্ট্রের ন্যায় বিচার প্রত্যাশীদের জন্য তা হবে সবচেয়ে বড় আঘাত৷

উল্লেখ্য, সোমবার থেকে মিনেসোটা আদালতে শুরু হয়েছে পুলিশ অফিসার ডেরেক শওভিনের বিচার৷ আদালতের চারপাশে জাতীয় নিরাপত্তা বাহিনীর দুই হাজার সদস্য মোতায়েন করা হয়েছে৷

কার্লা ব্লাইকার/এপিবি

গতবছর জুনের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ