1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে কৃষ্ণাঙ্গ জীবন

২ জুন ২০২০

জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড ঘিরে অ্যামেরিকা বিক্ষোভের আগুনে জ্বলছে৷ ইউরোপে কেমন আছে কৃষ্ণাঙ্গরা৷ অ্যামেরিকা থেকে ভালো, নাকি এখানেও তাদের বর্ণবাদের শিকার হতে হচ্ছে৷

ছবি: picture-alliance/NurPhoto/O. Messinger

ডয়চে ভেলের সংবাদকর্মী শিপন্দে চিম্বালু নিজের অভিজ্ঞতার আলোকে একজন কৃষ্ণাঙ্গ হিসেবে ইউরোপে জীবনযাপনে চিত্র তুলে ধরেছেন৷

‘‘আমি জার্মানিতে বসবাস করি মানে এই নয় যে আমি শান্তিতে আছি,’’ বলেন চিম্বালু৷

গত ২৫ মে যুক্তরাজ্যের মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিস শহরে পুলিশি নির্যাতনে মারা যান ৪৬ বছরের জর্জ ফ্লয়েড৷ যিনি হিউস্টনে একটি বারে বাউন্সার হিসেবে কাজ করতেন৷ কিন্তু করোনা সংকটে বারটি বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছিলেন ফ্লয়েড৷

ঘটনার সূত্রপাত একটি খাবারের দোকান থেকে৷ দোকানের কর্মচারীরা ৯১১ এ কল করে অভিযোগ করেন, এক ক্রেতা সিগারেট কেনার পর জাল নোট দিয়েছে৷ পুলিশ এসে ওই অভিযোগে ৪৬ বছর বয়সি জর্জ ফ্লয়েডকে গ্রেপ্তার করে৷

ফ্লয়েড হত্যাকাণ্ডের পর অনেক বন্ধু ও পরিচিত জন বর্ণবিদ্বেষের কারণে হত্যা নিয়ে চিম্বালুর সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের ক্ষোভের কথা জানান৷

চিম্বালু বলেন, তারা তাদের অনুভূতির কথা আমাকে জানায়৷ কেউ কেউ জানায় তারা আমার পাশে আছে৷ তবে হোয়াটসঅ্যাপে একটি ম্যাসেজে আমার চোখ আটকে যায়৷ এক জার্মান বন্ধু আমাকে লিখেছে৷ ‘এই মুহূর্তে তুমি অ্যামেরিকায় নেই, সেজন্য কি তুমি খুশি? সেখানে এখন যা হচ্ছে সেটা সত্যি দুঃখজনক৷’

‘‘আমি পুরো একদিন ভেবে তার ম্যাসেজের উত্তর দেই৷ জার্মানিতে আছি বলেই স্বস্তিতে আছি, বিষয়টা এমন নয়৷ আমি হতাশ, আমি বিধ্বস্ত৷ বছরের পর বছর ধরে কৃষ্ণাঙ্গরা অ্যামেরিকা ও ইউরোপে সহিংসতার শিকার হচ্ছে৷  এমনকি পুলিশের কাছেও তারা নিরাপদ নয় এর একমাত্র কারণ তারা কালো৷ তাই আমাদের জন্য জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড বড় সতর্কবার্তা- বর্ণবিদ্বেষ কখনো কখনো মৃত্যু পর্যন্ত গড়ায়৷’’

পশ্চিমা দেশগুলোতেও আছে বিরোধী বর্ণবিদ্বেষ:

২০১১ সালে পুলিশের গুলিতে মার্ক ডুগান নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহতের ঘটনায় লন্ডন বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল৷

২০০৫ সালে বুনা তাওহে ও জিয়েঁদ বিনা নামের দুই কিশোর পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে একটি সাবস্টেশনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা পড়ে৷ যে ঘটনার জেরে পুরো ফ্রান্সে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল৷ ওই বছরই জার্মানির ডেসাউয়ে পুলিশ সেলে গুলিতে সিয়েরা লিওনের শরণার্থী ওউরি জালহ মারা যায়৷

অ্যামেরিকার গত কয়েক বছরে কৃষ্ণাঙ্গ হত্যাকাণ্ডের ঘটনা দেখে অনেক ইউরোপীয় হয়তো সহজেই ভেবে নিচ্ছে, এখানে কৃষ্ণাঙ্গরা ভালো আছে৷ কিন্তু সত্যি হচ্ছে, এই বিলাসিতা এখানেও নেই৷ এখানেও তাদের বর্ণবাদের শিকার হতে হয়৷ হয়তো অ্যামেরিকার মত পুলিশি নির্যাতনের খবর এখানে সংবাদের শিরোনাম হয় না৷ কিন্তু ইউরোপের বেশিরভাগ মানুষের কৃষ্ণাঙ্গ সম্পর্ক ধারণা দাসত্ব ও উপনিবেশবাদের আমলেই আটকে আছে৷

ইউরোপকে বর্ণবিদ্বেষ স্বীকার করতে হবে:

শুধু জার্মানিকে দিয়ে পুরো ইউরোপ বিচার করলে হবে না৷  ইউরোপের অন্যান্য দেশে সাধারণ মানুষের মধ্যে বর্ণবিদ্বেষ নিয়ে সচেতনতার অভাব আছে৷ শুধু গায়ের রঙের কারণে কিভাবে মানুষকে প্রতিদিন বৈষম্যের শিকার হতে হয় তার কোনো তথ্য যদিও জমা হয় না৷ তাই এ সম্পর্ক স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব না৷

তাই অ্যামেরিকায় এখন যেটা চলছে সেটা দেখে ইউরোপীয়দের ভাবার অবকাশ নেই যে এখানে কৃষ্ণাঙ্গরা ভালো আছে৷ শুধু গ্রিসের দিকে তাকালেই সেটা বোঝা যায়৷ তার শরণার্থীদের সঙ্গে কতটা অমানবিক আচরণ করছে৷

কালো রঙের কারণে বিশেষ করে কৃষ্ণাঙ্গ এবং আফ্রিকানদের সব জায়গায় কর্তৃপক্ষের হাতে ও সমাজে প্রতিপদে প্রতিনিয়ত ভুগতে হয়৷

শিপন্দে চিম্বালু/এসএনএল

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ