1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জর্ডানের শরণার্থী শিবিরে জার্মান পররাষ্ট্রমন্ত্রী

৬ এপ্রিল ২০১৮

ইসরায়েল ও ফিলিস্তিন সীমান্ত অঞ্চল সফরের পরপরই জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস জর্ডান সফর করেন৷ জর্ডানের জনসংখ্যার অর্ধেক ফিলিস্তিনি বংশোদ্ভূত৷ সেখানে শরণার্থী সংকট মোকাবেলায় জর্ডানকে আরো সাহায্যের প্রতিশ্রুতি দেন মাস৷

Heiko Maas in Jordanien
ছবি: DW/M. Küfner

জর্ডানের শরণার্থী শিবিরে সফর করে আরও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস৷ ডয়চে ভেলের প্রতিবেদক মিশায়েলা ক্যুফনারের প্রতিবেদন অনুযায়ী, এই শরণার্থীদের নিয়ে জার্মান সরকারের আরো বড় কৌশলগত পরিকল্পনা রয়েছে৷

বৃহস্পতিবার জর্ডানের শরণার্থী শিবির সফরের সময় হাইকো মাসকে বেশ অপ্রস্তুত দেখাচ্ছিল৷ এ সময় ১২ বছর বয়সি এক কিশোর তাঁর কানে কানে কিছু বললে, উপস্থিত ফটোসাংবাদিকরা একের পর এক ছবি তুলতে থাকেন৷ ছবি তোলার পর্ব শেষ হলে জার্মান পররাষ্ট্রমন্ত্রী যেন হাফ ছেড়ে বাঁচেন৷ জার্মানির নতুন এই মন্ত্রী যে সংবাদমাধ্যমের সামনে এখনো ততটা সাবলীল হয়ে ওঠেননি!

ইসরায়েল এবং ফিলিস্তিন সীমান্ত অঞ্চল সফরের পরপরই জার্মান পররাষ্ট্রমন্ত্রী মাস জর্ডান সফর করেন৷ জর্ডানের মোট জনসংখ্যার অর্ধেক ফিলিস্তিনি বংশোদ্ভূত৷ জার্মানমন্ত্রী মাসের জর্ডান সফরের ঠিক আগেই সৌদি সিংহাসনের সম্ভাব্য উত্তরাধিকার যুবরাজ মোহাম্মেদ বিন সালমান ‘ইসরায়েলিদের স্বাধীন রাষ্ট্র গঠনের পূর্ণ অধিকার অধিকার রয়েছে' বলে মন্তব্য করেন৷  

বুধবার জর্ডান সফরের প্রথমদিন জার্মান পররাষ্ট্রমন্ত্রী মাস ‘ইতিবাচক উন্নয়নে'-র ঘোষণা দেন৷ পাশাপাশি মধ্যপ্রাচ্যে চলমান নানা সংকট ও এ সবের সাথে সংশ্লিষ্টদের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন যে, এর সমাধানে জার্মানি পূর্ণ সহযোগিতা করবে৷

জর্ডানে থাকার সময় মাস বলেন, তিনি ‘শরণার্থী সংকটের অপরদিকটা দেখতে চান' এবং ‘এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদারকে সহযোগিতা করতে চান'৷

সফরের সময় তিনি বারবার উল্লেখ করেন যে, ছোট দেশ জর্ডান শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে তাদের সামর্থ্যের শেষ বিন্দুতে পৌঁছেছে৷ জর্ডান সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ১ কোটি ৩০ লাখ সিরিয়ান শরণার্থী জর্ডানে বসবাস করছে৷ এছাড়াও ৭৫ হাজার ইরাকি শরণার্থী রয়েছে সেখানে৷ দেশটির শিক্ষা, বাসস্থান এবং স্বাস্থ্যসেবায় যা অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে৷      

অনেক পশ্চিমা দেশই জর্ডানকে মধ্যপ্রাচ্যের নিরপেক্ষ দেশ হিসেবে মনে করে৷ যুক্তরাষ্ট্র সম্প্রতি জর্ডানকে সরাসরি অনুদানের পরিমাণ আগের তুলনায় প্রায় চারভাগের একভাগ বাড়িয়েছে, যা বর্তমানে বছরে ১ বিলিয়ন ডলার বা ৮১৫ মিলিয়ন পাউন্ডে ঠেকেছে৷ জর্ডানকে সাহায্যের দিক থেকে জার্মানির অবস্থান দ্বিতীয়৷ তারা বছরে দেশটিকে ৫৯৬ মিলিয়ন পাউন্ড অনুদান দেয়৷

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস-এর বিরুদ্ধে তাদের কঠোর অবস্থানের নিদর্শন হিসেবে গত বছরের আগস্ট মাসে জর্ডানের মুবাফ্ফাক এয়ার বেইজে জার্মান বিমান বাহিনি এক সামরিক মহড়া চালায়৷

বুধবার সন্ধ্যায় দ্বিপক্ষীয় আলোচনার শুরুর আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি৷ সিরিয়ার সংকটের অবসান সামরিক সামাধানে হবে না বলে আলোচনায় দু'দেশের মন্ত্রী একমত হন৷

এইচআই/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ