1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জর্ডানে ড্রোন আক্রমণে মার্কিন সেনা নিহত

২৯ জানুয়ারি ২০২৪

ঘটনার পিছনে ইরানের মদতপুষ্ট সংগঠনের হাত আছে বলে অভিযোগ প্রেসিডেন্ট বাইডেনের। পাল্টা আঘাতের হুমকি।

জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন জো বাইডেন
জর্ডানে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার পেছনে ইরানের মদতপুষ্ট সংগঠনের হাত আছে বলে অভিযোগ প্রেসিডেন্ট জো বাইডেনেরছবি: Jonathan Ernst/REUTERS

উত্তর-পূর্ব জর্ডানে ড্রোন হামলা। কেউ কিছু বুঝে ওঠার আগেই ওই ড্রোন থেকে বোমা ছোঁড়া হয় জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে। আচমকা সেই হামলাতেই তিনজন মার্কিন সেনা ঘটনাস্থলেই নিহত হন। একাধিক সেনা আহত হন। চিকিৎসার জন্য় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মার্কিন ঘাঁটির কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সব মিলিয়ে অন্তত ৩৫ জন সেনাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তার মধ্যে কয়েকজনকে সেখান থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে আরো ভালো হাসপাতালে ভর্তির জন্য।

এদিকে রোববার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার দাবি, সিরিয়া এবং ইরাকে যে সশস্ত্র বিদ্রোহীরা লড়াই করছে ইরানের মদতে তারাই এই কাজ করেছে। এর উত্তর দেয়া হবে বলে এদিন হুমকি দিয়েছেন বাইডেন।

গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত

02:15

This browser does not support the video element.

হামাসের এক নেতা ইতিমধ্যেই এই হামলা নিয়ে মন্তব্য করেছে। তার বক্তব্য, ইসরায়েল এবং হামাসের সংঘাতের পরিণতি হলো এই হামলা। পাশাপাশি, আরো এমন হামলার হুমকি দিয়ে রেখেছে ওই নেতা। বস্তুত, গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে একের পর এক মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে বিভিন্ন গোষ্ঠী। লোহিত সাগরে মার্কিন জাহাজে আক্রমণ চালানো হয়েছে। এর আগে ইয়েমেনের কাছে লোহিত সাগরে দুই মার্কিন নেভি সিল নিখোঁজ হয়েছিলেন। পরে তাদের মৃত বলে ঘোষণা করা হয়।

বিশেষজ্ঞদের বক্তব্য, ইসরায়েলের অভিযান শুরু হওয়ার পর ইরাক এবং সিরিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে অন্তত ১৫০টি আক্রমণ হয়েছে। ইরানের মদতপুষ্ট ইরাকে অবস্থিত ইসলামিক গোষ্ঠী এই হামলার সঙ্গে যুক্ত বলে অ্যামেরিকা জানিয়েছে। ওই অঞ্চলে গিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে স্পষ্ট জানিয়েছেন বাইডেন। এদিকে জর্ডানের মিডিয়ায় বলা হয়েছে, ঘটনাটি তাদের ভূখণ্ডে ঘটেনি। সীমান্তে সিরিয়ার ভূখণ্ডে এই আক্রমণ হয়েছে। অ্যামেরিকার অবশ্য দাবি, তাদের ঘাঁটি জর্ডন সীমান্তে। সেখানেই এই ঘটনা ঘটেছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ