1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিম্মি জেলেরা

১৬ আগস্ট ২০১২

গত একমাসে মুক্তিপণের দাবিতে বাংলাদেশের প্রায় ৩০০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা৷ কোস্ট গার্ডের কমান্ডার লে. কমান্ডার মামুন উর রশীদ ডিডাব্লিউ’কে জানান, গত পাঁচ দিনে একজন জেলে ও একটি ইঞ্জিন বোট উদ্ধার করেছেন৷

ছবি: cc-by-Shovon

দক্ষিণ উপকূলীয় জেলা বরগুনা, পিরোজপুর, বাগেরহাট এবং খুলনার শত শত জেলের জীবন ও জীবিকার একমাত্র অবলম্বন সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর৷ তারা বঙ্গোপসাগরে মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন৷ এবার ইলিশ কম ধরা পড়ায়, এমনিতেই তাদের মাথায় হাত৷ তার ওপর গত একমাস ধরে চলছে জলদস্যুদের অত্যাচার৷ গত এক মাসে তারা কমপক্ষে ৩০০ জেলেকে বঙ্গোপসাগর থেকে অপরহরণ করেছে মুক্তিপণের দাবিতে৷ আর গত সপ্তাহে অপহরণ করেছে ৫০ জনকে ৷ যা ডয়চে ভেলেকে জানান, উপকূলীয় জেলে সমিতির সভাপতি আব্দুল মান্নান মাঝি৷ তিনি জানান, বঙ্গোপসাগরের পাঁচ থেকে ছয়টি জলদস্যু গ্রুপ কাজ করে৷ কোস্ট গার্ডকে জানিয়েও তেমন কোনো কাজ হয়না৷

তিনি জানান, অপহৃতদের পরিবারে এখন চলছে শোকের মাতম৷ তারা জানেন না স্বজনদের আর ফিরে পাবেন কিনা৷

স্থানীয় সাংবাদিক মোখলেসুর রহমান মিঠু জানান, এই জলদস্যুরা অনেক শক্তিশালী৷ তাদের রয়েছে আধুনিক যানবাহন এবং আগ্নেয়াস্ত্র৷

অপহৃত জেলেদের উদ্ধারে গত পাঁচ দিন সুন্দরবন এবং বঙ্গোপসাগরে কোস্ট গার্ড ও নৌ-বাহিনী যৌথ অভিযান চালিয়েছে৷ এই অভিযানে নৌ-বাহিনীর তিনটি জাহাজও ব্যবহার করা হয়েছে৷ কিন্তু একজন জেলে ও একটি জেলে নৌকা উদ্ধার করা ছাড়া আর কোনো ফল আসেনি৷ তবে কোস্ট গার্ডের পশ্চিম জোনের কমান্ডার লে. কমান্ডার মামুন উর রশীদ ডয়চে ভেলকে জানান যে, এই অভিযানের ফলে জলদস্যুরা ভয় পেয়েছে৷ তারা এখন জেলেদের ছেড়ে দিতে শুরু করেছে৷

তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাদের অভিযান এখন বন্ধ আছে৷ তবে টহল চলছে৷ আর আবহাওয়া ভালো হলে তারা বিমান বাহিনীর হেলিকপ্টার নিয়ে জলদস্যুদের বিরুদ্ধে অভিযান চালাবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ