1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তন মানসিক স্বাস্থ্যের উপর ব্যাপক প্রভাব ফেলছে

১৬ সেপ্টেম্বর ২০২৩

খুলনার দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নে রিপন মণ্ডলদের গ্রামের চারপাশে পাঁচটি নদী আছে৷ গতবছরের খরায় তার বাবার তরমুজের ফলন নষ্ট হয়ে গিয়েছিল৷ রিপন তার বাবার কষ্ট বুঝতে পারেন৷

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব দিন দিন বাড়ছে
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব দিন দিন বাড়ছেছবি: Mohammad Ponir Hossain/REUTERS

‘‘আমি বাবার মানসিক কষ্টটা বুঝতে পারি৷ তাকে আমাদের পড়ালেখার খরচ দিতে হয়৷ তিনি যে ঋণে ডুবে যাচ্ছেন সেটা বুঝতে পারি,'' থমসন রয়টার্স ফাউন্ডেশনকে বলেন রিপন৷

তাদের বাড়ি প্রত্যন্ত এলাকায় অবস্থিত৷ ‘‘সবচেয়ে কাছের হাসপাতালে গিয়ে মানসিক চিকিৎসক দেখাতে অন্তত দুটি নদী পার হতে হয়৷ সময়ও অনেকক্ষণ লাগে'' বলে জানান তিনি৷

জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ ঘরছাড়া হতে পারে বলে বিশ্বব্যাংক সতর্ক করে দিয়েছে৷

এদিকে, এই অবস্থায় ক্ষতিগ্রস্ত মানুষদের মানসিক স্বাস্থ্যের সম্ভাব্য অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যখাতে কাজ করা পেশাজীবীরা৷ তারা বলছেন, চরম আবহাওয়া এবং জলবায়ু বিপর্যয়ের কারণে উদ্বেগ ও বিষণ্ণতা বাড়তে পারে৷ প্রশিক্ষিত মনোবিজ্ঞানীর সংখ্যা খুব কম হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা তাদের৷

২০১৯ সালে সরকারের করা এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশেরপ্রতি পাঁচজন মানুষের মধ্যে একজনের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আছে৷ বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ও ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নালে প্রকাশিত গবেষণাটি বলছে, বন্যার সংখ্যা বেড়ে যাওয়া এবং বাড়তি তাপমাত্রা ও আর্দ্রতা মানুষের উদ্বেগ ও বিষণ্ণতায় ভোগার সম্ভাবনা বাড়িয়ে তোলে৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজির অধ্যাপক সৈয়দ তানভীর রহমান বলছেন, প্রায় ১৭ কোটি জনসংখ্যার বাংলাদেশে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা পেশাজীবীর সংখ্যা খুবই কম৷ 

মানসিক স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ে বলে মনে করে বাংলাদেশ সরকার৷ তাই ২০২২ সালের জলবায়ু অভিযোজন পরিকল্পনায় বিষয়টি পর্যবেক্ষণে রাখার অঙ্গীকার করা হয়েছে- বিশেষ করে নারী ও প্রতিবন্ধীদের উপর৷

পরিস্থিতির উন্নয়নে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা পেশাজীবী, এনজিও ও বিভিন্ন স্টার্ট-আপ চেষ্টা করছে৷ প্রযুক্তির ব্যবহার এবং প্রত্যন্ত ও বিচ্ছিন্ন এলাকার মানুষকে সহায়তা দিতে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে৷

যেমন ‘মনের বন্ধু' নামের একটি সংস্থা জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির সঙ্গে মিলে খুলনার দাকোপ এলাকার মানুষদের মানসিক সহায়তা দিচ্ছে৷ ২০১৬ সালে প্রতিষ্ঠিত সংস্থাটির প্রধান নির্বাহী তৌহিদা শিরোপা বলেন, দুর্যোগ শুধু ভৌত অবকাঠামোরই ক্ষতি করে না, বিভিন্নভাবে মনেরও ক্ষতি করে৷

মানসিক স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্বব্যাপী স্বীকৃতি৷ তাই ‘জলবায়ু উদ্বেগ' এবং ‘ইকো-শোক' নামে দুটি বিষয় বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে৷

এদিকে, মানসিক চিকিৎসা বিষয়টি বাংলাদেশে এখনও ট্যাবু হওয়ায় অনেক মানুষ, বিশেষ করে গ্রামবাসীরা এখনও চিকিৎসকের পরামর্শ নিতে চান না৷ পটুয়াখালী মেডিকেল কলেজের শিশু মনোবিদ দীপন চন্দ্র সরকার বলছেন, ‘একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে না গেলে' মানুষ এখনও মানসিক চিকিৎসা নিতে চায় না৷

দীপন চন্দ্র সরকার জানান, এখনও বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় বিশেষ করে দুর্যোগপ্রবণ দক্ষিণাঞ্চলের অনেক জেলা ও উপজেলা হাসপাতালে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা পেশাজীবীর অভাব রয়েছে৷ সে কারণে সরকার ও এনজিওগুলো মাঝেমধ্যে ঐসব এলাকায় সাইকোথেরাপিস্ট পাঠিয়ে থাকেন৷ কিন্তু এমন স্বল্পমেয়াদী কর্মসূচি খুব একটা ফলপ্রসু হয় না বলে জানান কয়েকজন মনোবিদ৷

তাই বাংলাদেশের জলবায়ু অভিযোজন পরিকল্পনায় টেলিহেলথ সেবার পরিধি বাড়ানোর পরামর্শ দেয়া হয়েছে৷

‘মনের বন্ধু' সংস্থা তৃণমূলের স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দিচ্ছে, যেন তারা মানসিক স্বাস্থ্য সেবা প্রয়োজন এমন মানুষদের কোনো পরামর্শকের সঙ্গে ফোনে কথা বলিয়ে দিতে পারেন৷

এছাড়া বাগেরহাটের সরকারি মনোরোগ বিশেষজ্ঞ মেহেদী হাসান ‘জুম' এর মাধ্যমে স্বাস্থ্যকর্মী ও জরুরি সেবা কর্মীদের দুর্গত এলাকার মানুষদের কীভাবে মানসিক স্বাস্থ্য সেবা দিতে হবে, সেই প্রশিক্ষণ দিয়ে থাকেন৷

একজন ক্লাইমেট চ্যাম্পিয়নের সাথে

25:56

This browser does not support the video element.

জেডএইচ/আরকেসি (থমসন রয়টার্স ফাউন্ডেশন)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ