1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ুর পরিবর্তনে বাড়ছে হৃদরোগের ঝুঁকিও

১৩ আগস্ট ২০১০

জলবায়ুর পরিবর্তন শুধু যে পরিবেশকেই প্রতিকূল করে তুলছে তা নয়, এর সরাসরি প্রভাব পড়ছে মানব দেহেও৷ বিশেষজ্ঞরা বলছেন, উষ্ণায়নের এই ধারা চলতে থাকলে সামনে অনেক মানুষকে হৃদরোগে প্রাণ হারাতে হবে৷

ছবি: AP

চিকিৎসকরা বলছেন, জলবায়ুর পরিবর্তনের ফল হয়ে কখনো দেখা দিচ্ছে খুব গরম, আবার কখনোও বা খুব শীত৷ যা মানুষের হৃদযন্ত্রে নেতিবাচক প্রভাব ফেলছে৷ বৃটিশ মেডিকেল জার্নালের একটি সমীক্ষায় বলা হয়েছে, যুক্তরাজ্যে একদিনে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে যাওয়ার সঙ্গে অতিরিক্ত ২০০ মানুষের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্পর্ক রয়েছে৷

আবার লু হাওয়ার কারণেও হার্ট অ্যাটাক বেড়ে গেছে, যা ইতোমধ্যেই প্যারিসে দেখা গেছে৷ ২০০৩ সালে গ্রীষ্মের সময় ফ্রান্সে তাপমাত্রা উঠেছিলো ৪০ ডিগ্রি সেলসিয়াস৷ এতে আগস্টের প্রথমার্ধেই ১১ হাজারের বেশি মানুষ মারা গিয়েছিল৷ এর বেশিরভাগই মারা গিয়েছিল হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে৷ সে বছর গ্রীষ্মে যুক্তরাজ্যেও রেকর্ড ভেঙেছিল গরম৷ অন্য সময়ের চেয়ে সেখানে তখন মারা গিয়েছিল অতিরিক্ত ২ হাজার মানুষ৷

ছবি: AP

বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী দিচ্ছেন, ২০৮০ সাল পর্যন্ত প্রতিবছরই এমন ঘটতে থাকবে৷ তাঁরা বলছেন, একটানা দু'সপ্তাহ ধরে অতিরিক্ত গরম বা শীত বয়স্ক মানুষদের দুর্বল করে দিচ্ছে, বিশেষ করে আগে থেকেই যাদের হৃদযন্ত্রে সমস্যা রয়েছে৷

হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ২০০৩ ও ২০০৬ সালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এমন ৮৪ হাজারের বেশি রোগীর ওপর গবেষণা চালান দ্য লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন এর গবেষকরা৷ ইংল্যান্ড ও ওয়েলস এর প্রতিদিনের তাপমাত্রার সঙ্গে এসব রোগীর হার্ট অ্যাটাকের তুলনা করে তারা খুঁজে পেয়েছেন, গ্রীষ্মকালেও তাপমাত্রা প্রতিদিন গড়ে ১ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সঙ্গে শতকরা ২ ভাগ করে হার্ট অ্যাটাকের ঝুঁকির সম্পর্ক রয়েছে৷

গবেষকরা বলেন, শতকরা ২ ভাগ ঝুঁকি বাড়ার কথা শুনলে মনে হতে পারে একজন মানুষের ক্ষেত্রে এই ঝুঁকির পরিমাণ বুঝি কম৷ কিন্তু এই সংখ্যা যুক্তরাজ্যে প্রতিদিন অতিরিক্ত দু'শ' মানুষের হার্ট অ্যাটাকের সমান৷ তারা ধারণা করছেন, অতিরিক্ত শীতে রক্তের জমাট বাঁধার প্রবণতা দেখা দিতে পারে, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে তোলে৷

দেখা গেছে, গত বছর তাপমাত্রা বেশি নেমে যাওয়ায় অন্য বছরের চেয়ে অনেক বেশি মানুষ মারা গেছে৷ মৃত্যুর এই সংখ্যা গত দশকের অন্যান্য সময়কে ছাপিয়ে গেছে৷ ২০০৮ ও ২০০৯ সালের শীতকালে ইংল্যান্ড ও ওয়েলস-এ অতিরিক্ত ৩৬ হাজার মানুষ মারা গিয়েছিল, যা আগের বছরগুলোর চেয়ে শতকরা প্রায় ৫০ ভাগ বেশি৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: মনিরুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ