1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ুর বদল না চেনে ধনী-গরিব

৫ নভেম্বর ২০২১

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার নাম শুধু বাংলাদেশ কেন দুনিয়ায় জলবায়ু পরিবর্তন নিয়ে যারা কাজ করেন তাদের অনেকের কাছেই পরিচিত৷ সেই গাবুরার ধনী-গরিব সবাই জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের শিকার৷

লবণ পানিতে ডুবে থাকা সাতক্ষীরার এক জনপদছবি: Mahmud Hossain Opu/AP/picture alliance

ওই এলাকার মানুষ ঘূর্ণিঝড় আইলার পর আর দাঁড়াতে পারেননি৷ পানীয় জলের অভাব৷ পুকুরে লবণ পানি ঢুকে গেছে৷ ফসলের ক্ষেতে লবণ পানি ঢুকে ক্ষেত বন্ধ্যা করে ফেলেছে৷ ফসল ফলেনা৷ যারা এলাকা ছাড়তে পেরেছেন তারা চলে গেছেন৷ যারা ধনী তারা শহরে গিয়ে বাসা ভাড়া করে থাকছেন৷ যারা গরিব তারাও কোনো না কোনো শহরে গিয়ে বস্তিতে আশ্রয় নিয়েছেন সপরিবারে৷ তারা কাজ হারিয়েছেন৷ জমি হরিয়েছেন৷ ঘরবাড়ি হারিয়েছেন৷ তারা এখন জলবায়ু উদ্বাস্তু৷

দেশের দক্ষিণের জেলাগুলোতে এখন জলবায়ু পরিবর্তনের প্রভাব খুবই স্পষ্ট৷ বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে পানীয় জলের কষ্ট তীব্র থেকে তীব্রতর হচ্ছে৷ গভীর নলকূপেও পানি পাওয়া যাচ্ছেনা৷ কিছু এনজিও বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করে দিচ্ছে৷ আবার সবাই মিলে দুই-একটি পুকুরের পানি রক্ষা করে তা পানের চেষ্টা করছেন৷ আর এই পানি সংকট নারীদের সবচেয়ে বেশি বিপর্যস্ত করছে৷ কারন তারা পানির অভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারছেন না৷ ফলে নানা রোগে আক্রান্ত হচ্ছেন৷ লবণ পানির কারণে এখন ওইসব এলাকার প্রতি তিনজনে একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত৷

বছর বছর ঝড়-জলোচ্ছ্বাস বেড়ে যাচ্ছে৷ অকাল বন্যা হচ্ছে৷ সাতক্ষীরার অনেক এলাকা এখন পানির নিচে৷ নদী, বিল আর পকুর একাকার হয়ে যাচ্ছে৷ ফসল নেই৷ বাড়ছে নদী ভাঙন৷ আর জলোচ্ছাস বেড়ে যাওয়ায় উপকুলের বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে৷ ফলে লবণ পানি ঢুকে যেমন চাষের জমি নষ্ট করছে৷ তেমনি মানুষের আশ্রয় হরিয়ে যাচ্ছে৷ যারা কৃষির ওপর নির্ভর করে জীবন চালাতেন তারা আর  কাজ পাচ্ছেন না৷ তারা ছুটছেন শহরে৷ কেই সপরিবারে৷ কেউ পরিবার রেখে একা৷

তারা যে শুধু ঢাকায় আসছেন তা নয়৷ তারা বিভাগীয় শহরেও যাচ্ছেন৷ যাচ্ছেন জেলা শহরে৷ যারা পারছেন না তারা বেড়িবাঁধে অস্থায়ী বসতি গড়ছেন৷ নগরের বস্তি এখন গ্রামেও৷ বেড়িবাঁধের উপরে৷

আমার গ্রামের বাড়ি দক্ষিণের একটি জেলায় নদী তীরবর্তী উপজেলায়৷ সেখানে প্রবিছরই বেড়িবাঁধ ভেঙে যায়৷ গত শীতে গিয়ে দেখেছি খেসারির ডালের ক্ষেত হলুদ হয়ে গেছে৷ জানতে পারলাম লবণ পানি ঢুকে এই অবস্থা৷  ধানও আগের মতো আর হয় না৷ নদীর তীরে বানানো গুচ্ছগ্রামের ঘরও পানিতে ভেসে গেছে৷ আর পানির কষ্ট তো আছেই৷ তবে রেইন হারভেস্টিং কিছুটা হলেও পানীয় জলের কষ্ট কমিয়েছে৷

পেশাগত কাজেই দুই বছর আগে ঢাকার কয়েকটি বস্তিতে গিয়েছি৷ সেখানে এখন বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এলাকার লোক বেশি৷ আছে চাঁদপুর এলাকার লোকও৷ তাদের অধিকাংশই নদী ভাঙনের শিকার৷ আর কৃষি জমিতে কাজ হারিয়ে এসেছেন অনেকে৷ তাদের কথা লবণ পানি আর নদী ভাঙন সব শেষ করে দিচ্ছে৷

বিশ্বব্যাংকের হিসেবে ২০৫০ সাল নাগাদ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকুলীয় এলাকার এক কোটি ৩৩ লাখ মানুষ তাদের আবাস্থল হারাবেন৷

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সম্প্রতি এক ভার্চুয়াল সেমিনারে বলেছেন, এরইমধ্যে বাংলাদেশের এককোটি মানুষ জলবায়ু উদ্বাস্তে পরিণত হয়েছেন৷

হারুন উর রশীদ স্বপন, ডয়চে ভেলেছবি: Harun Ur Rashid/DW

বিশ্বব্যাংকের হিসাব বলছে, বাংলাদেশে এখন প্রতিবছর চার লাখ মানুষ শহরে চলে আসছেন স্থায়ীভাবে৷ এই সংখ্যা প্রতিদিন দুই হাজারের মত৷ তাদের মধ্যে শতকরা ৭০ ভাগ জলবায়ু উদ্বাস্তু৷

এই সপ্তাহেই কথা হয়েছে বাগেরহাটের মোংলা উপজেলার একজন পরিবেশ কর্মীর সঙ্গে৷ তিনি স্পষ্ট করেই বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ধনী-গরিব দেখছেনা৷ স্বাস্থ্যের ওপর যে নেতিবাচক প্রভাব পড়ছে তা থেকে কেউই রেহাই পাচ্ছেনা৷ তার মতে প্রতিদিনই জলবায়ু উদ্বাস্তু হচ্ছে মানুষ৷ কাজ হারিয়ে কেউ খুলনা যাচ্ছেন৷ কেউ নারায়ণগঞ্জ, কেউ ঢাকা৷ সেখানে কাজ না পেলে রিকশা চালাচ্ছেন৷

সাতক্ষীরার একজন সাংবাদিক জানান, ওই এলাকায় বিভিন্ন উপজেলায় এখন খাবার পানির জন্য হাহাকার চলছে৷ নারীদের পায়ে হেঁটে কয়েক কিলোমিটার দূরে গিয়ে পানীয় জল আনতে হয়৷

ওই এলকার গাবুরা পদ্মপুকুর, এল্লার চরের অনেক মানুষ যাদের পাকা ঘরবাড়ি ছিলো তারা এখন তা হারিয়ে খুপড়ি ঘরে বসবাস করছেন৷ এখানে ধনী-গরিব সবাই এর শিকার৷

ঢাকার সদরঘাট এলাকায় জলবায়ু উদ্বাস্তুদের একটা আশ্রয় কেন্দ্র করা হয়েছে৷ সরকার সাধ্যমত গৃহহীন মানুষকে ঘর তৈরি করে দেয়ার চেষ্টা করছে৷ আছে জলবায়ু ট্রাস্ট ফান্ড৷ কিন্তু তাতে কি পরিস্থিতি সামাল দেয়া যাবে?

গরিব, দিনমজুরদের টাকা নিয়ে বাঁধ সংস্কার

02:32

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ