জলবায়ু কর্মীদের ‘শাস্তির’ কথাও বললেন জার্মান মন্ত্রী
১৩ জুন ২০২৩
লাস্ট জেনারেশন নামের একটি সংগঠনের প্রতিবাদ কর্মসূচিতে ব্যাপক চটেছেন জার্মান পরিবহণমন্ত্রী ফলকার ভিসিং৷ তাদের কর্মীদের সঙ্গে বৈঠকের আর কোনো কারণ দেখছেন না তিনি৷
বিজ্ঞাপন
‘‘আমি এই কূটকৌশলকে অগ্রহণযোগ্য, অসহনীয় এবং অপরাধ হিসেবে বিবেচনা করছি৷ এবং আমার মতে আইনের সব শক্তি ব্যবহার করে তাদের বিচারের মুখোমুখি করা উচিত,'' নর্থ সি দ্বীপ স্যুল্টের এক প্রতিবাদ কর্মসূচির দিকে ইঙ্গিত করে মঙ্গলবার টি-অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি৷
পর্যটকদের কাছে জনপ্রিয় দ্বীপটিতে সপ্তাহান্তে একটি ব্যক্তিগত উড়োজাহাজের উপর হলুদ রং ছেটান জলবায়ু প্রতিবাদকারীরা৷ সেখানকার একটি পাঁচ তারকা হোটেলেও রং ছেটান তারা৷
ইউরোপে পরিবেশ রক্ষায় ‘ক্ষতিকর’ কর্মসূচি, ধরপাকড়
লাস্ট জেনারেশন নামের একটি সংগঠন ইউরোপে সাড়া জাগিয়েছে, অনেকের মনে ক্ষোভেরও জন্ম দিয়েছে তাদের নানা রকমের ‘ক্ষতিকর’ কর্মসূচি৷ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে তাদের৷ তবে তাদের পাশে দাঁড়িয়েছে জাতিসংঘ৷ ছবিঘরে বিস্তারিত...
কোথাও রাস্তায় শুয়ে-বসে ঘণ্টার পর ঘণ্টা পার করে দেন তারা৷ বন্ধ হয়ে যায় যানচলাচল৷ কোথাও পরিবেশবাদী হয়েও করেন পরিবেশের ক্ষতি৷ অনেক সময় মূল্যবান শিল্পকর্মের ক্ষতিও করেন তারা৷ ইউরোপের বিভিন্ন দেশে এভাবে সাড়া জাগিয়েছেন, অনেকের মনে ক্ষোভেরও জন্ম দিয়েছেন লাস্ট জেনারেশন-এর সদস্যরা৷
গত সপ্তাহে জার্মানিতে লাস্ট জেনারেশনের সদস্যদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ৷ পরিবেশ সংগঠনটির বিরুদ্ধে চালানো প্রথম এ অভিযানে সরকারি আইনজীবীরাও ছিলেন পুলিশের সঙ্গে৷ বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা পরিবেশকর্মীদের বিরুদ্ধে অপরাধ সংগঠন গড়া বা তাদের সমর্থনেরও অভিযোগ উঠেছে৷
ছবি: JONAS GEHRING/aal/IMAGO
ইটালিতে পানি দূষিত করে সমালোচিত
ইটালিতে লাস্ট জেনারেশন এখন চাপের মুখে৷ পরিবেশ রক্ষার দাবি আদায়ে তাদের নেয়া কর্মসূচিগুলো ব্যাপক সমালোচিত৷ গত সপ্তাহে রোমের ট্রেভি ঝর্ণায় কয়লার গুঁড়ো মেশানো পানি ঢেলে দেয় লাস্ট জেনারেশন৷ এ কর্মসূচি পালনের সময় তাদের কর্মীদের হাতের ব্যানারে লেখা ছিল, ‘‘জীবাশ্ম জ্বালানিতে যাবতীয় ভর্তুকি অবিলম্বে বন্ধ করো৷’’
ছবি: Mauro Scrobogna/ZUMAPRESS/picture alliance
তীব্র নিন্দা
ট্রেভি ঝর্ণার স্বচ্ছ পানিতে কালো পানি ঢেলে দেয়ায় লাস্ট জেনারেশনের কর্মীদের কঠোর সমালোচনা করেছেন রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরি৷ তিনি জানান, পরিবেশকর্মীরা কয়লা গোলানো পানি ঢেলে দেয়ায় এখন তিন লাখ লিটার পানি ঝর্ণা থেকে সরিয়ে আবার নতুন করে পানি ঢালতে হবে৷ এ কাজে প্রচুর জ্বালানি খরচ হবে জানিয়ে রোসের মেয়র প্রশ্ন রাখেন, পানি দূষিত করে জ্বালানি খরচ বাড়ানো কি পরিবেশবান্ধব কর্মকাণ্ড?
ছবি: Mauro Scrobogna/ZUMAPRESS/picture alliance
৬০ হাজার ইউরো জরিমানা!
ইটালিতে বিক্ষোভ কর্মসূচি পালনের সময় সম্পদহানির অভিযোগে গ্রেপ্তার পরিবেশকর্মীদের এখন মোটা অঙ্কের আর্থিক জরিমানা হতে পারে৷ ইটালির আইন অনুযায়ী জরিমানার অঙ্কটা সর্বনিম্ন ১০ হাজার ইউরো এবং সর্বোচ্চ ৬০ হাজার ইউরো হতে পারে৷
ছবি: Vincenzo Livieri/ZUMA Wire/IMAGO
জার্মানিতে পরিবেশকর্মীদের বিক্ষোভের ধরন
জার্মানির লাস্ট জেনারেশন কর্মীরা হঠাৎ কোনো রাস্তায় বসে বা শুয়ে পড়েন৷ এভাবে রাস্তা আটকে দিয়ে তারা মূলত গাড়ির ব্যবহার কমিয়ে জ্বালানি সাশ্রয় করার দিকে সবাইকে উদ্বুদ্ধ করতে চায়৷
ছবি: Christian Mang/REUTERS
‘সংস্কৃতি ধ্বংশ’ করার অভিযোগ
রোমের লাস্ট জেনারেশন কর্মীরা নদীতে কয়লার গুঁড়ো মেশানো পানি ঢেলেছেন৷ ফ্লোরেন্সে ধ্বংস করেছে শিল্পকর্ম৷ পালাৎসো ভেচ্চিওর একটা চিত্রকর্মে কমলা রং ঢেলে দিয়েছে তারা৷ এছাড়া ঐতিহ্যবাহী স্প্যানিশ স্টেপস-এ কালো রং ঢেলে দিয়েছেন লাস্ট জেনারেশন কর্মীরা৷ ভিনসেন্ট ভ্যান গগের একটা ছবিও রেহাই পায়নি তাদের রোশানল থেকে৷ বিখ্যাত শিল্পীর ছবিতে মটরের সস ঢেলেছেন পরিবেশকর্মীরা৷
ছবি: twitter.com/AufstandLastGen
অপরাধ সংগঠনের সঙ্গে পরিবেশকর্মী?
লাস্ট জেনারেশন কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে ইটালির সরকার৷ নানা জায়গায় তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে তাদের৷ পাদুয়ায় গ্রেপ্তার করা পরিবেশকর্মীদের বিরুদ্ধে অপরাধকর্মে জড়িত সংগঠন গড়ার অভিযোগ তুলেছে পুলিশ৷
ছবি: Last Generation/ABACA/picture alliance
স্পেনে ওয়ায় শয়ন
স্পেনে লাস্ট জেনারেশন কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করলেও সেখানে কিছু ধ্বংস করা হয়নি৷ মাদ্রিদে শুধু ফ্রান্সিসকো দে ওয়ার চিত্রকর্মের ওপর শুয়ে পড়েছিলেন তারা৷
ছবি: Jonas Gehring/imago images
রাজনীতিবিদদের সমর্থন, জাতিসংঘের সমালোচনা
লাস্ট জেনারেশনের কর্মসূচির নামে পরিবেশ বা সম্পদের ক্ষতি করার সমালোচনা করছেন সবাই৷ বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন ইউরোপের বিভিন্ন দেশের রাজনীতিবিদরা৷ জার্মানির জোট সরকার এবং সিডিইউসহ কয়েকটি বিরোধী দল মনে করে, জনজীবনে সমস্যা সৃষ্টি করলে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেয়া যেতে পারে৷ তবে জাতিসংঘ পরিবেশকর্মীদের বিরুদ্ধে অভিযানের সমালোচনা করে বলেছে, তরুণদের নীতিগত অবস্থান প্রকাশের অধিকার সংরক্ষণ করতে হবে৷
লাস্ট জেনারেশন অ্যাক্টিভিস্ট গ্রুপের সদস্যরা আগেই ঘোষণা দিয়েছিলেন যে তারা মূলত ধনীদের টার্গেট করবেন৷ কারণ, তারা মনে করেন যে জলবায়ু বিপর্যয় মূলত ‘‘ধনীদের কারণে ঘটছে৷''
লাস্ট জেনারেশন প্রতিবাদকারীরা রাস্তায় নিজেদেরকে আঠা দিয়ে আটকে রাখা, হাইওয়ে ব্রিজ থেকে রশি বেয়ে ওঠানামা, এবং বিভিন্ন বিখ্যাত চিত্রকর্মে খাবার নিক্ষেপ করার মতো নানা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে বিপুল বিতর্ক সৃষ্টি করেছে৷
প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় বৈশ্বিক উষ্ণতা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা বাস্তবায়নে জার্মানিকে আরো সক্রিয় করতে চায় গোষ্ঠীটি৷
ভিসিং অবশ্য শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন করেন বলে জানিয়েছেন৷
তবে, এই অ্যাক্টিভিস্টরা সীমা লঙ্ঘন করেছে বলে মনে করেন তিনি, কেননা তারা মানুষ এবং সম্পদের প্রতি সহিংস আচরণ করেছেন৷ তিনি বলেন, ‘‘আমাদের সাংবিধানিক রাষ্ট্রে জোরজবরদস্তি, ভাঙচুর কিংবা কারো সম্পদের ক্ষতি করার মতো অপরাধের সঙ্গে জড়িত যে কেউ, যিনি তা করার পর কোনো অনুশোচনাও দেখান না, তাদের অপরাধ আইনের আওতায় কৃতকর্মের দায়দায়িত্ব বহন করতে হবে৷''
তিনি গতমাসে লাস্ট জেনারেশনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ এবং তাদের দাবিগুলো নিয়ে আলোচনা করেছিলেন৷
জলবায়ু কর্মীদের এই কর্মকাণ্ডের সমালোচকরাও তাদের কড়া শাস্তির আহ্বান জানিয়েছেন৷ তবে, জার্মানির বিচারমন্ত্রী মার্কো ব্যুশমান অবশ্য জানান যে, এজন্য নতুন করে কোনো কড়া নিয়ম করার দরকার আছে বলে তিনি মনে করেন না৷ বরং প্রচলিত অপরাধ আইনেই এ ধরনের কর্মকাণ্ডের শাস্তি নিশ্চিত সম্ভব মনে করেন বিচারমন্ত্রী৷