1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু কূটনীতি চূড়ান্ত করতে ব্যর্থ ইইউ নেতারা

২১ ফেব্রুয়ারি ২০২৩

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে জাতিসংঘের আয়োজনে যে জলবায়ু সম্মেলন হবে সেখানকার আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের নেতাদের ভূমিকা কী হবে, তা চূড়ান্ত করার শেষ দিন ছিল সোমবার৷ কিন্তু একটি বিষয়ে একমত হতে পারেননি নেতারা৷

জীবাশ্ব জ্বালানির ব্যবহার ক্রমান্বয়ে শেষ করার পক্ষে সমর্থন দিতে একমত হয়েছেন ইইউ নেতারা
জীবাশ্ব জ্বালানির ব্যবহার ক্রমান্বয়ে শেষ করার পক্ষে সমর্থন দিতে একমত হয়েছেন ইইউ নেতারাছবি: INA FASSBENDER/AFP/Getty Images

সেটি হচ্ছে, কী দিয়ে হাইড্রোজেন উৎপাদন করা হবে- আণবিক শক্তি, নাকি নবায়নযোগ্য জ্বালানি দিয়ে?

কার্বন নির্গমন কমাতে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে ভবিষ্যতে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার করতে চায় ইইউ৷

ফ্রান্স তার বিদ্যুতের প্রায় ৭০ শতাংশ পরমাণু শক্তি দিয়ে উৎপাদন করে৷ তাই কার্বন নির্গমন কমাতে পরমাণু শক্তির অবদানকে গুরুত্ব দেয়, এমন ইইউ নীতি চায় তারা৷ এক্ষেত্রে ফ্রান্সের সঙ্গে আছে হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্র৷

অন্য পক্ষে আছে জার্মানি ও স্পেন৷ তারা নবায়নযোগ্য জ্বালানি দিয়ে তৈরি হাইড্রোজেন দিয়ে কার্বন নির্গমন কমাতে চায়৷

এই দুই পক্ষের কারণে ইইউর জন্য নতুন নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা এখনও সম্ভব হয়নি৷ এছাড়া একটি হাইড্রোজেন পাইপলাইন প্রকল্পের বাস্তবায়নও হূমকির মুখে পড়েছে৷

জার্মানিতে তৈরি হাইড্রোট্রেন

03:18

This browser does not support the video element.

সোমবার ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে জলবায়ু কূটনীতির বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা ছিল৷ ইইউ কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, শুধু একটি বিষয় ছাড়া বাকি সব ঠিক হয়ে গেছে৷ জীবাশ্ব জ্বালানির ব্যবহার ক্রমান্বয়ে শেষ করার পক্ষে সমর্থন দিতে একমত হয়েছেন ইইউ নেতারা৷ শুধু হাইড্রোজেন উৎপাদনের কৌশল চূড়ান্ত করা যায়নি বলে জানান তারা৷

তবে ইইউর পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বরেল আশা করছেন, কয়েকদিনের মধ্যে সদস্যরাষ্ট্রগুলো একমতে পৌঁছতে পারবে৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন সংবাদগুলো

সংবাদগুলো

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ