1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারও ব্যর্থ জার্মানি?

১০ নভেম্বর ২০১৬

আফ্রিকার দেশ মরক্কোর ঐতিহ্যবাহী শহর মারাকাশে ৭ নভেম্বর শুরু হয়েছে ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলন৷ জলবায়ু চুক্তি সংক্রান্ত প্রস্তাবে অর্থনীতি মন্ত্রীর ভেটোর কারণে জার্মান পরিবেশ মন্ত্রী সম্মেলনে যাচ্ছেন খালি হাতে৷

Deutschland Kohlekraftwerk NiederaussemDeutschland Kohlekraftwerk NiederaussemDeutschland Kohlekraftwerk Niederaussem
ছবি: Imago/Westend61

মরক্কোর সম্মেলনে মূল কাজ হলো বৈশ্বিক তাপমাত্রাকে ১ দশমিক ৫ শতাংশের নীচে নিয়ে আসা৷ এক্ষেত্রে প্রত্যেক দেশেরই কিছু করণীয় আছে৷ ১৮ নভেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন৷ বিভিন্ন দেশের প্রতিনিধি ও সরকার প্রধানরা এতে যোগ দেবেন৷ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে প্যারিস চুক্তির বাস্তবায়ন এবারের সম্মেলনের লক্ষ্য বলে জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞ ও পরিবেশ বিজ্ঞানীরা৷

উন্নত দেশগুলোর মধ্যে কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে জার্মানির ভূমিকা অন্যতম৷ অথচ মঙ্গলবার রাতে মন্ত্রিসভার বৈঠকে ‘ক্লাইমেট প্রটেকশন প্ল্যান ২০৫০' সংক্রান্ত প্রস্তাবটি পাসই হলো না৷ অন্যান্য মন্ত্রীদের সমর্থন থাকলেও জার্মান অর্থনীতি মন্ত্রী সিগমার গাব্রিয়েল এতে ভেটো দেন৷ তাই পরিবেশ মন্ত্রী হেনড্রিকস কে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে খালি হাতেই যেতে হচ্ছে৷

মঙ্গলবার ঠিক শেষমুহূর্তে অর্থনীতি মন্ত্রীর ভেটোতে জলবায়ু চুক্তি থেকে আবারো পিছু হটলো জার্মানি৷ এ দিন রাতে সরকারের এক প্রতিনিধি জানান, ‘‘জলবায়ু পরিকল্পনার ভবিষ্যত নিয়ে তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি৷ আর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মন্ত্রিসভার বৈঠক এক সপ্তাহের জন্য পেছানো হয়েছে৷'' আগামী সপ্তাহেই জলবায়ু সম্মেলনে যোগ দেবেন পরিবেশ মন্ত্রী৷

জার্মান পত্রিকা ‘ফ্রাংকফুর্টার আলগেমাইনে সাইটুং' জানিয়েছে, মঙ্গলবারে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন স্বয়ং চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ তার উপস্থিতিতেই জলবায়ু চুক্তি সংক্রান্ত প্রস্তাবটিতে ভেটো দেন অর্থমন্ত্রী৷ তাঁর দাবি বাদামী কয়লার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নিলে তিনি এতে সমর্থন দেবেন না৷ প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী জার্মানির এই প্রস্তাবটি পাস করার কথা৷ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে ২০৫০ সালের মধ্যে জার্মানিতে কার্বন নিঃসরণ ৯৫ শতাংশ কমিয়ে আনাই এ চুক্তির লক্ষ্য৷ আনুষ্ঠানিকভাবে মরক্কোর সম্মেলনে জার্মানির কোনো পরিকল্পনা জানানোর প্রয়োজন নেই৷ তবে বার বার চুক্তি থেকে পিছিয়ে যাওয়ায় বিশ্বে জলবায়ু পরিবর্তন রোধে জার্মানির পদক্ষেপের গ্রহণযোগ্যতার ব্যাপারটি প্রশ্নবিদ্ধ হচ্ছে৷ বিশেষ করে পরিবেশবাদী সংগঠনগুলো এর ব্যাপক সমালোচনা করছেন৷

বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২২) যোগ দেয়ার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও৷ রীতি অনুযায়ী সম্মেলনের প্রথম দিনে প্যারিসের কাছ থেকে এক বছরের জন্য দায়িত্ব বুঝে নিয়েছে মরক্কো৷ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের সরকারি ও বেসরকারি পরিবেশবাদীরা অংশ নিয়েছেন এ সম্মেলনে৷

গত বছর প্যারিসে অনুষ্ঠিত ২১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে গৃহীত প্যারিস চুক্তি বাংলাদেশ গত ২২ এপ্রিল স্বাক্ষর ও ২১ সেপ্টেম্বর অনুসমর্থন করেছে৷ গত ২৪ অক্টোবর পর্যন্ত ১৯১টি দেশ প্যারিস চুক্তিটি স্বাক্ষর করেছে৷ যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নসহ ৮৪টি সদস্য দেশ চুক্তিটি অনুস্বাক্ষর করেছে৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ