জলবায়ু ট্রাস্ট ফান্ড গঠনের আহ্বান জানিয়েছেন হাসিনা
১৮ মে ২০১০বিডি নিউজ টুয়েন্টি ফোর, ইত্তেফাক, প্রথম আলো সহ, প্রায় সবগুলো পত্রিকার শিরোনামেই আজ উঠে এসেছে, সোলে অনুষ্ঠানরত এসকাপের ৬৬ তম অধিবেশনের খবর৷ সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত জলবায়ু ট্রাস্ট ফান্ড গঠনের আহ্বান জানিয়েছেন৷ তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় স্বল্পোন্নত দেশগুলোকে সক্ষম করে তুলতে শিগগিরই মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ড গঠন এবং দ্রুত তহবিল সংগ্রহ করতে হবে৷ তিনি বলেন, জলবায়ু সম্মেলনে প্রতিশ্রুত এই তহবিল অবশ্যই বাংলাদেশ, ভুটান, নেপাল ও মালদ্বীপের মতো এলডিসি ভুক্ত অন্যান্য মারাত্তক ঝুঁকিপূর্ণ দেশকে পৃথক ব্যবস্থাপনায় দ্রুত প্রদান করতে হবে৷ শেখ হাসিনা বাংলাদেশে কোরীয় বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানান৷
বিএনপির সমর্থন পেয়েছেন মঞ্জুর
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের জন্যে, চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদের মেয়র প্রার্থী মঞ্জুর আলমকে সমর্থন দিয়েছে বিএনপি৷ দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে গভীর রাতে চট্টগ্রামের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও দীর্ঘদিনের কাউন্সিলর মঞ্জুর আলম সাংবাদিকদের জানান, সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি বিএনপির সমর্থন পেয়েছেন৷
বর্তমান সরকার বিপদে আছে-এরশাদ
জাতীয় পার্টির একটি খবর উঠে এসেছে শিরোনামে৷ দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বর্তমান সরকার বিপদে আছে৷ তিনি বলেছেন বিপদ মোকাবেলায় তাঁর দল প্রস্তুত রয়েছে৷ ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির নেতা, সাংসদ এরশাদ একই সঙ্গে সতর্ক করে দিয়ে বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ না হলে আগামী নির্বাচন ভয়াবহ হবে৷
পদত্যাগে আপত্তি নেই মহিউদ্দিন চৌধুরীর
সেটিও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কিত৷ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মহিউদ্দিন চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশন চাইলে পদত্যাগে তাঁর আপত্তি নেই৷ তিনি বলেন, পদের প্রতি আমার কোনো লোভ নেই৷ নির্বাচন কমিশন বললে আমি পদত্যাগ করবো৷ তিনি আরো বলেছেন, সিটি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সব সিদ্ধান্তই আমি মানব৷
প্রতিবেদক: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: অরুন শঙ্কর চৌধুরী