1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু তহবিলের টাকা কোথায় খরচ হচ্ছে?

১১ নভেম্বর ২০২৪

বাংলাদেশে জলবায়ু তহবিলের অর্থ নানাভাবে নয়-ছয় হওয়ার অভিযোগ পাওয়া গেছে৷

বাংলাদেশের একটি জলাভূমি
জলবায়ু তহবিল থেকে অর্থ বরাদ্দ পেলেও তা বাংলাদেশে পরিকল্পনামাফিক ব্যবহার করা হয়নি বলে অভিযোগ রয়েছেছবি: AFP via Getty Images

সড়ক বাতি স্থাপন, পার্ক তৈরি, পুকুরের ঘাট বাঁধানোসহ নানা কাজে এই অর্থ ব্যবহার করা হয়েছে৷ এমনকি জলবায়ুর টাকায় ভবন বানিয়ে ব্যক্তিগত রিসোর্টে পরিণত করারও নজির আছে৷

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালি ইউনিয়নে গত সরকারের আমলে ইকো রিসোর্টের নামে ১০০ বিঘা জমিতে একটি ব্যক্তিগত রিসোর্ট ও পার্ক গড়ে তোলা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল৷ সরকারি খাস জমির ওপর এই পার্ক করা হয়েছে জলবায়ু তহবিলের টাকায়৷ ভান্ডারিয়া উপজেলা সদরের রিজার্ভ পুকুরের চারপাশে ওয়াকওয়ে, ঘাটও বানানো হয় জলবায়ুর টাকায়৷ ওই পুকুরে রঙিন মাছ, পানির ফোয়ারাও বানানো হয়েছে৷ অথচ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট লবণাক্ত পানির কারণে ফসলি জমি নষ্ট হওয়ার কোনো প্রতিকার করা হয়নি৷

একইভাবে জলবায়ু ট্রাস্টের তহবিলে খুলনায় গড়ে তোলা হয়েছে শেখ রাসেল ইকো পার্ক৷ খুলনার রূপসা এলাকায় প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে ওই পার্ক তৈরি করা হয়৷

খুলনার তিন উপজেলায় এই তহবিলের টাকায় লাগানো হয়েছে সৌর বাতি৷ কিন্তু ওই এলাকায় এই ধরনের কোনো প্রকল্পই ছিলো না৷ ছিলো সুন্দরবন এবং আশপাশের উপজেলায় সুপেয় পানির প্রকল্প৷

ভোলার চরফ্যাশনে একইভাবে জলবায়ু ট্রাস্টের টাকায় তৈরি করা হয়েছে সুউচ্চ ‘জ্যাকব টাওয়ার' ও ইকোপার্ক৷ ভোলার চর কুকরি-মুকরিতেও জলবায়ু প্রকল্পের টাকায় করা হয়েছে বিনোদন কেন্দ্র৷

২০২০ সালে জলবায়ু তহবিলের টাকায় কেনা চারটি বাস আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে পড়ে থেকে ধুলোবালিতে নষ্ট হয়ে গেছে৷ ওই বাস চারটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ সচেতনতার কাজে লাগানোর কথা ছিলো৷

অনেক কষ্টে বহু দূর থেকে পানি এনে জীবন চলছে: পিযুষ বাউলিয়া পিন্টু

This browser does not support the audio element.

ক্ষতিগ্রস্তদের কথা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের বাসিন্দা পিযুষ বাউলিয়া পিন্টু৷ ওই এলাকার মানুষ পানীয় জলের সংকটে আছেন প্রায় ১৫ বছর ধরে৷ মুন্সিগঞ্জ ছাড়াও আরও পাঁচটি ইউনিয়নে চলছে পানীয় জলের হাহাকার৷ পিযুষ বাউলিয়া পিন্টু বলেন, ‘‘এলাকায় কোনো সুপেয় পানি নেই৷ সরকারের দিক থেকেও উদ্যোগ তেমন নাই৷ অনেক কষ্টে বহু দূর থেকে পানি এনে জীবন চলছে৷'' তিনি জানান, পানি সংকটের কারণে উপজেলার অনেক মানুষ এলাকা ছেড়ে চলে গেছেন৷ নারী ও শিশুদের ৭০ শতাংশই নানা পানিবাহিত রোগে আক্রান্ত৷ ফসলি জমিও লবণ পানির কারণে নষ্ট হয়ে গেছে বলে জানান তিনি৷

ওই এলাকার আরেক বাসিন্দা সামিউল মনির বলেন, ‘‘লবণ পানির কারণে এখানে গবাদি পশুর খাদ্যেরও সংকট রয়েছে৷ অনেকেই কাদাপানির মধ্য দিয়ে সুপেয় পানি সংগ্রহের চেষ্টা করেন৷ তারা কাদাপানি সংগ্রহ করেন৷ পরে তা থিতিয়ে উপর থেকে পানি সংগ্রহ করা হয়৷''

শ্যামনগর উপজেলার জলবায়ু পরিষদের সদস্যসচিব অধ্যক্ষ আশেক ই ইলাহী বলেন, ‘‘জলবায়ু ট্রাস্টের কোটি কোটি টাকা থাকলেও তা আমাদের জন্য এতদিন খরচ হয়নি৷ এই এলাকায় কোনো প্রকল্প নেয়া হয়নি৷ সুপেয় পানির কোনো উৎস তৈরি করা হয়নি৷''

এখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে পরিকল্পনামাফিক কোনো কাজ হয়নি: ড. আহসান উদ্দিন

This browser does not support the audio element.

সংখ্যায় জলবায়ু তহবিল

জলবায়ু তহবিলের টাকায় ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৩২২টি প্রকল্প নেওয়া হয়েছে৷ এর মধ্যে ২০৯টি সড়কবাতি বসানোর প্রকল্প, যা মোট প্রকল্পের ৬৫ শতাংশ৷ এসব প্রকল্পে বরাদ্দ ৩৩৮ কোটি টাকা৷ ২৩টি প্রকল্প অনুমোদিত হয়েছে নর্দমা নির্মাণের জন্য৷ এতে ব্যয় ৪১ কোটি টাকা৷

আর ২০০৯ সাল থেকে এ পর্যন্ত তহবিলটির মাধ্যমে ৯৬৯টি প্রকল্প নেয়া হয়েছে৷ ব্যয় হয়েছে ৩ হাজার ৯৬৮ কোটি টাকা৷

গত বছরের ১৮ জুন সংসদে জানানো হয়, ২০০৯-১০ অর্থবছর থেকে ওই সময় পর্যন্ত সর্বমোট তিন হাজার ৮৫২ কোটি টাকা জলবায়ু তহবিলে বরাদ্দ করা হয়েছে৷ এই অর্থ দিয়ে ৮৫০টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে৷

গত ২০ অক্টোবর প্রকাশিত এক গবেষণায় বলা হয়, আওয়ামী লীগ সরকার যখন ২০০৯ সালে ক্ষমতায় আসে তখন দেশে জলবায়ু খাতে কোনো ঋণ ছিল না৷ গত ১৫ বছরে এ খাতে জনপ্রতি ঋণ দাঁড়িয়েছে ৭৯.৬১ ডলার, দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৯ হাজার ৪৮৫ টাকা৷ ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ জলবায়ু পরিবর্তন খাতে ১৪. ৪৭ বিলিয়ন ডলার ঋণ গ্রহণ করেছে, যা মোট ঋণের ৯.৭ শতাংশ৷

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতির শিকার শীর্ষ দেশগুলোর একটি বাংলাদেশ৷ অলাভজনক সংস্থা জার্মান ওয়াচের ২০২১ সালের একটি প্রতিবেদনে বলা হয়, ২০০০ থেকে ২০১৯ সাল পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতির শিকার ১০টি দেশ ও অঞ্চলের মধ্যে সাত নম্বরে রয়েছে বাংলাদেশ৷

সাতক্ষীরায় সুপেয় পানির অভাবে বিপন্ন শিশুদের শিক্ষাজীবন

07:00

This browser does not support the video element.

বিশ্লেষকদের কথা

পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ প্রকৌশলী ইনামুল হক বলেন, ‘‘আসলে এই খাতে নানা প্রকল্প নেয়া হয়েছে যার সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার কোনো সম্পর্ক নেই৷ অপ্রয়োজনীয় প্রকল্পে অর্থ খরচ করা হয়েছে৷''

তার কথা, ‘‘শেখ হাসিনার সময়ে এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে যে জলবায়ুর জন্য অনেক কাজ হচ্ছে৷ আসলে জনস্বার্থে কোনো কাজ হয়নি৷ যেসব প্রকল্প নেয়া হয়েছে সেগুলো নিয়ে এখন তদন্ত হওয়া প্রয়োজন৷''

বুয়েটের অধ্যাপক এবং জলবায়ু ও পরিবেশবিদ ড. আহসান উদ্দিন বলেন, ‘‘আমাদের এখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আসলে পরিকল্পনামাফিক কোনো কাজ হয়নি৷ এর কোনো চেষ্টাও হয়নি৷ আর যখন ফান্ড তৈরি করা হলো তখন তার জন্য জাতীয় প্রয়োজনে কোনো নীতিমালা বা নির্দেশনাও তৈরি করা হয়নি৷''

তিনি বলেন, ‘‘এখানে ট্রাস্ট গঠনের পর খেয়ালখুশি মতো অর্থ খরচ করা হয়েছে, অপ্রয়োজনীয় প্রকল্প নেয়া হয়েছে৷ প্রয়োজনীয় কাজ করা হয়নি৷''

এবিষয়ে কথা বলার জন্য গত সরকারের সময়ে জলবায়ু ট্রাস্ট ফান্ডের দায়িত্বে থাকা পিকেএসএফ-এর সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী খলিকুজ্জামান আহমেদকে চেষ্টা করেও পাওয়া যায়নি৷

এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কপ২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে সোমবার আজারবাইজানের রাজধানী বাকুর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন৷

বাংলাদেশ উপকূলে জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততা উসকে দিচ্ছে বর্ণবাদ

09:37

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ