1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জলবায়ু তহবিলের প্রতিশ্রুতি অবশ্যই পূরণ করতে হবে’

৪ মে ২০১১

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-টিআই এর প্রধান হিউগেট লাবেল ডয়চে ভলেকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, উন্নত বিশ্ব জলবায়ু তহবিলের যে প্রতিশ্রুতি দিয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে৷ তাদের প্রতিশ্রুতি ভঙ্গের কোন সুযোগ নেই৷

Cyclone Sidr was the strongest named cyclone in the Bay of Bengal. The storm eventually made landfall in Bangladesh on mid November, 2007. The storm caused large-scale evacuations here. 3,447 deaths were blamed on the storm. International groups pledged US$95 million to repair the damage, which was estimated at $1.7 billion (2007 USD). Copyright: DW
জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় প্রতিশ্রুত অর্থ চায় বাংলাদশ৷ ছবি: আরাফাতুল ইসলামছবি: DW

যারা এই জলবায়ু তহবিল ব্যবহার করবেন তাদেরও স্বচ্ছতা রাখতে হবে, বলেছেন টিআই-প্রধান৷ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ যে উদ্যোগ নিয়েছে তিনি তার প্রশংসা করেছেন৷

টিআই এর প্রধান হিউগেট লাবেল জলবায়ু তহবিল ব্যবহারে সম্ভাব্য দুর্নীতির রিপোর্ট প্রকাশ উপলক্ষে ৩ দিনের সফরে ঢাকায় এসেছিলেন৷ সফর শেষে সোমবারই তিনি ঢাকা ত্যাগ করেন৷ ঢাকায় অবস্থানকালে তিনি ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে জানান, জলবায়ু তহবিলের ব্যাপারে দেয়া প্রতিশ্রুতি থেকে উন্নত বিশ্বের সরে আসার কোন সুযোগ নেই৷ আর একারণেই টিআই কোপেনহেগেন, কানকুনসহ সব জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে এই দাবি জানাচ্ছে৷ তারা রাষ্ট্রগুলোর ওপর চাপ সৃষ্টি করছে সঠিক সময়ে এই অর্থ দেয়ার জন্য৷ এবং এই অর্থ যেন স্বচ্ছতার সঙ্গে বিভিন্ন দেশকে দেয়া হয়৷

টিআই প্রধান জানান, এক্ষেত্রে যেসব দেশ এই অর্থ পাবে তাদেরও তা স্বচ্ছতার সঙ্গে খরচ করতে হবে৷ পুনর্বাসন এবং অভিযোজনের জন্য সঠিক পরিকল্পনা তৈরি করতে হবে৷ সুশীল সমাজসহ দেশের সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে স্বচ্ছতার সঙ্গে অর্থ ব্যয় নিশ্চিত করতে হবে৷

তিনি বলেন, বাংলাদেশ ইতিমধ্যেই তার কমর্পরিকল্পনা ঠিক করছে যা আশাব্যঞ্জক৷ কিন্তু সহায়তা যেন প্রকৃত ক্ষতিগ্রস্তরা পায় তা নিশ্চিত করতে হবে৷

জলবায়ু তহবিল নিয়ে উন্নত বিশ্ব ইতিমধ্যেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিযোগ৷ দুই বছরের মধ্যে ৩০ বিলিয়ন ডলার দেয়ার কথা থাকলেও ২ বছর পার হয়ে যাওয়ার পরও তা দেয়া হয়নি৷ ১০০ বিলিয়ন ডলারের তহবিলও অনিশ্চয়তার মধ্যে রয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ