1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু তহবিল হস্তান্তরের আহ্বান মেক্সিকোর

১৬ মার্চ ২০১০

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে প্রতিশ্রুত জলবায়ু তহবিল দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নসহ শিল্পোন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে মেক্সিকো৷

ফাইল ফটোছবি: AP

কানকুনে আগামী বিশ্ব জলবায়ু সম্মেলনের আয়োজক দেশটি সোমবার এ আহ্বান জানায়৷

মেক্সিকোর পরিবেশমন্ত্রী হুয়ান রাফায়েল এলভিরা কেসাদা বিশেষত ইইউ, যুক্তরাষ্ট্র এবং জাপানের প্রতিশ্রুত বার্ষিক ১০ বিলিয়ন ডলারের জলবায়ু তহবিলের প্রতি ইঙ্গিত করে একথা বলেন৷ কোপেনহেগেনে গত ডিসেম্বরের বিশ্ব জলবায়ু আলোচনায় ২০১০-২০১২ সালের জন্য দ্রুত ওই তহবিল যোগানোর প্রতিশ্রুতি দেয়৷

ইইউ'র পরিবেশ মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর ব্রাসেলসে এলভিরা বলেন, ‘‘উন্নয়নশীল দেশগুলোর জন্য স্পষ্টভাবে এই বার্তা পাওয়া দরকার যে, কানকুন সম্মেলনে নিজেদের হাতে একটা কিছু পাচ্ছেন তারা৷''

এলভিরা আরও বলেন, ‘‘দীর্ঘমেয়াদী জলবায়ু তহবিল ব্যবস্থাপনার লক্ষ্যে গঠিত জাতিসংঘ জলবায়ু প্যানেলের এই এপ্রিল মাসের লন্ডন বৈঠক উন্নয়নশীল দেশগুলোর হাতে জলবায়ু তহবিল হস্তান্তরের বিষয়ে খুবই খুবই গুরুত্বপূর্ণ''৷

দ্রুত তহবিল যোগানোর বিষয়ে ইইউ'র প্রতিশ্রুত ১০ বিলিয়ন ডলারের তহবিলের বিষয়টি মঙ্গলবার ব্রাসেলসে ইউরোপীয় অর্থমন্ত্রীদের বৈঠকে অনুমোদিত হতে পারে বলে আশা করা হচ্ছে৷

ওদিকে, কোপেনহেগেনের জলবায়ু সম্মেলনে আইনি বাধ্যবাধকতাসহ কোনো চুক্তি না হওয়ায় মেক্সিকোর কানকুন সম্মেলনেও কোনো কার্যকর চুক্তি হবে বলে আশা করছে না কোনো পক্ষই৷ তবে, মেক্সিকোর পরিবেশমন্ত্রী বলেছেন, ‘‘উত্তর এবং দক্ষিণের মধ্যে একটা সেতু হিসেবে কাজ করতে চায় এবং একটি সুনির্দিষ্ট ফলাপল আনতে চায় মেক্সিকো৷ এই ফলাফলের কী ধরণের আইনি কাঠামো হবে তা আমরা জানি না৷ এটা বলার সময় এখনও আসেনি৷''

তিনি আরও জানান, আশা করা হচ্ছে বন উজাড় ঠেকানো, জরুরি তহবিল এবং দীর্ঘমেয়াদী তহবিলের বিষয়ে অগ্রগতি পাওয়া যাবে কানকুনে৷ এছাড়া নতুন একটি বিশ্ব জলবায়ু চুক্তি না হওয়া পর্যন্ত ‘কিয়োটো প্রটোকল' টিকিয়ে রাখা বা ওই চুক্তি মেনে চলার বিষয়ে সবার কাছ থেকে আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাবে৷

সম্প্রতি ইন্দোনেশিয়ার বালি এবং ভারতের জলবায়ু কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আসা এই পরিবেশমন্ত্রী বলেছেন, ‘‘কিয়োটো প্রটোকল হারিয়ে যাওয়ার আগেই উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন ধরণের একটি সমঝোতা প্রয়োজন৷''

কোপেনহেগেন সমঝোতার মুল উদ্যোক্তা ব্রাজিল, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিশেষভাবে আলোচনা চালিয়ে যেতে চায় এবং এই সংকট সমাধানের জন্য তাদেরকে অংশীদার করতে চায় মেক্সিকো৷

প্রতিবেদক: মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ