1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু নিয়ে ফ্রান্স ও ব্রাজিলের যৌথ ঘোষণা

১৫ নভেম্বর ২০০৯

জলবায়ু সম্মেলনকে সামনে রেখে দেশগুলোর মধ্যে একটি ঐকমত্য সৃষ্টির প্রথম পদক্ষেপটি নিলো ফ্রান্স এবং ব্রাজিল৷ শনিবার দুই দেশের প্রেসিডেন্ট বৈঠক শেষে এক যৌথ ঘোষণা দেন৷

ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাছবি: AP

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে পরবর্তী জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ই ডিসেম্বর৷ কিন্তু কার্বন নির্গমন কমানোর ব্যাপারে এখন পর্যন্ত কোন ঐকমত্যে পৌঁছতে পারেনি শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলো৷ বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং চীনের দ্বিমত অন্যান্য দেশগুলোকে বেশ ভাবিয়ে তুলেছে৷ কারণ কার্বন নির্গমনের ক্ষেত্রে এই দুটি দেশ বর্তমানে শীর্ষে৷ শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা যুক্তরাষ্ট্র এবং চীনের প্রতি আহ্বান জানিয়েছেন যেন এই দুটি দেশ যথেষ্ট পরিমাণ কার্বন নির্গমন কমানোর ব্যাপারে একটি ঐকমত্যে পৌঁছয়৷ দুই দেশের প্রেসিডেন্ট এক যৌথ বিবৃতির মাধ্যমে জলবায়ু সম্মেলনের আগে তাদের অভিন্ন অবস্থান এবং বার্তার কথা জানিয়ে দিয়েছেন৷ একই সঙ্গে তারা সম্মেলনের আগে বিভিন্ন দেশকে তাদের প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন৷ তাদের যৌথ ঘোষণায় আগামী ২০৫০ সালের মধ্যে গোটা বিশ্বে কার্বন নির্গমনের মাত্রা কমপক্ষে ৫০ শতাংশ কমিয়ে আনার ওপর জোর দেওয়া হয়েছে৷

আসন্ন কোপেনহেগেন সম্মেলন যাতে কথার নয় কাজের হয় সেজন্য জোর দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি৷ তিনি বলেছেন, আমরা চাই কোপেনহেগেনে সফলতা আসবে, কেবল কার্বন কমানোর কোন চুক্তি নয়৷ এদিকে সারকোজি আগামী সপ্তাহেই জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে সঙ্গে নিয়ে বৈঠক করবেন ড্যানিশ প্রধানমন্ত্রী লার্স লোয়েকে রাসমুসেনের সঙ্গে৷ এরপর তিনি ব্রাজিলে যাবেন আমাজন অঞ্চলের ১০টি দেশের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে৷ এরপর ২৭ ও ২৮ নভেম্বর কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মেলনেও যোগ দেবেন এবং জলবায়ু সম্মেলনের ব্যাপারে তাদের সমর্থন আদায়ের চেষ্টা করবেন৷ ফরাসি প্রেসিডেন্ট সারকোজি জানিয়েছেন আফ্রিকা সফরের পরিকল্পনাও রয়েছে তাঁর৷

অপরদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাও বসে থাকবেন না এই সময়ের মধ্যে৷ আগামী সোমবার তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কথা বলতে চান৷ সেদিন বেইজিং এ চীনা প্রেসিডেন্ট হু জিনতাও এর সঙ্গে বৈঠকের কথা রয়েছে ওবামার৷ লুলা দা সিলভা চান দুই নেতার বৈঠকে যেন জলবায়ু বিষয়টিও গুরুত্ব পায়, সেজন্য আগেভাগেই তিনি ওবামার মনোযোগ আকর্ষণের চেষ্টা করবেন৷ ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে যৌথ ঘোষণাকে ইতিমধ্যেই 'জলবায়ুর বাইবেল' বলে আখ্যা দিয়েছেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুলা দা সিলভা৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ