1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবর্তনের কুপ্রভাব

সান্ড্রা হাভেনিট / এসি২৮ ডিসেম্বর ২০১৩

জলবায়ু পরিবর্তন চলেছে, বাড়ছে পৃথিবীর তাপমাত্রা, অথচ তর্কাতর্কি আর আলোচনা ছাড়া বিশেষ কিছুই হচ্ছে না৷ তাই ‘ইন্টার-গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ’ যাবতীয় গবেষণার খতিয়ান খুঁটিয়ে দেখেছে এবং তাদের মতামত জানিয়েছে৷

Ice Blog Klima Arktik Schnee
ছবি: Irene Quaile

বরফ গলছে৷ পৃথিবীর তাপমাত্রা ক্রমেই বেড়ে চলেছে৷ স্টকহোমে আইপিসি-র সংবাদ সম্মেলনে জলবায়ু বিশেষজ্ঞরা বললেন, পৃথিবী একদিন মঙ্গলগ্রহ হয়ে দাঁড়াবে৷ রাতের পর রাত বিভিন্ন গবেষণার ফলাফল নিয়ে মাথা ঘামিয়েছেন তারা৷ আইপিসিসি-র চেয়ারম্যান রাজেন্দ্র পচৌরি বলেন, ১৮৫০ সাল যাবৎ বিগত তিনটি দশক ছিল সবচেয়ে বেশি তাপমাত্রার৷

এই তিনটি দশক যেন জলবায়ু পরিবর্তনের এক স্পষ্ট দিশা, যে পরিবর্তনের ফলশ্রুতি হবে ভয়ঙ্কর: সমুদ্রের পানির উচ্চতা বাড়বে, এবং এ যাবৎ যা ভবিষ্যদ্বাণী করা হচ্ছিল, তার চেয়ে এক-তৃতীয়াংশ বেশি৷ বন্যা ও খরার বিপদ বাড়ছে৷

এ এমন একটি সমস্যা, মনুষ্যসমাজের উপর যার প্রত্যক্ষ প্রভাব পড়বে৷ জলবায়ু পরিবর্তনের মূল কারণ হল পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি, বিশেষজ্ঞরা সে বিষয়ে একমত৷ জলবায়ুর উপর মানুষের প্রভাব স্পষ্ট৷ তাপমাত্রা বৃদ্ধি দুই ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার লক্ষ্যও অর্জিত হবে কিনা সন্দেহ৷

কাজেই জলবায়ু পরিবর্তন সংক্রান্ত এই সর্বাধুনিক বিবরণটি উদ্বেগজনক তো বটেই, বরং তা অবশেষে কিছু একটা করার ডাক হিসেবে ধরাটাই হবে বুদ্ধিমানের কাজ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ