1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটাতে তহবিল গঠনের প্রস্তাব দিচ্ছে বাংলাদেশ

২ সেপ্টেম্বর ২০০৯

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ডা. দিপু মনি জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির শিকার হওয়া দেশগুলোর জন্য একটি বিশেষ ক্ষতিপূরণ তহবিল গঠনের প্রস্তাব করবে বাংলাদেশ৷ ডয়চে ভেলে কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে একথা জানান তিনি৷

ছবি: DW

সেই সঙ্গে কেবল তহবিল গঠনের ঘোষণা নয়, তা যেন সঠিকভাবে বাস্তবায়িত হয় বাংলাদেশ বিশ্ব নেতৃবৃন্দের প্রতি সেই আহ্বানও জানাবে৷

ডয়চে ভেলে কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে ডা. দিপু মনি বাংলাদেশের এই অবস্থানের কথা স্পষ্ট করেছেন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এখন বিশ্ব জলবায়ু সম্মেলন-এ যোগ দিতে জেনেভায় রয়েছেন৷ এই প্রতিনিধি দলের অন্যতম সদস্য পররাষ্ট্র মন্ত্রী দিপু মনি৷ এই সম্মেলনকে সামনে রেখে জাতিসংঘ একটি রির্পোটে জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে বাংলাদেশের মত উন্নয়শীল দেশগুলোকে সাহায্য করার জন্য ৫০০ থেকে ৬০০ বিলিয়ন মার্কিন ডলার অর্থ প্রয়োজন৷ আর এই অর্থ সংস্থানের দায়িত্ব ধনী দেশগুলোর৷

একান্ত সাক্ষাৎকারে পররাষ্ট্র মন্ত্রী দিপু মনি এই সম্মেলনে যোগ দেয়ার উদ্দেশ্য প্রসঙ্গে বলেন, বিশ্ব জলবায়ু পরিবর্তনের জন্য যে দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ সেগুলোর মধ্যে অন্যতম৷ আমরা এই কারণে যে ক্ষতিগুলোর সম্মুখীন হবো তা কি করে মোকাবিলা করবো, কি করে আমরা আমাদের এডাপটেশন প্রোগ্রামগুলো নেবো, সে বিষয়ে আমাদের যে সহযোগিতা প্রয়োজন তা নিয়ে আমরা এই সম্মেলনে কথা বলবো৷ একই সঙ্গে আমরা এখানে ইতিমধ্যেই কি কি ব্যবস্থা গ্রহণ করেছি এবং আরও কি কি করার প্রয়োজন রয়েছে এবং সে ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশ এবং দাতা সংস্থাগুলো কোন ধরণের সহায়তা করতে পারে তা নিয়েই আলোচনা করবো৷ তিনি বলেন, এ পরিস্থিতিতে বিশ্বের কাছ থেকে আমাদের মত দেশগুলোর সহযোগিতা প্রয়োজন সে ব্যাপারটিকেই আমরা বড় আকারে তুলে ধরতে চাই৷

জলবায়ু পরির্বতনের ক্ষতি মোকাবেলায় বড় ধরণের তহবিল গঠনের ব্যাপারে বাংলাদেশের প্রস্তাব প্রসঙ্গে ডা. দিপু মনি বলেন, আমরা বারবারই বলছি, তহবিল এ ক্ষেত্রে খুবই জরুরি৷ জলবায়ু পরিবর্তনের ঝক্কি মোকাবিলায় আমাদের মিটিগেশন এবং অ্যাডাপটেশন প্রোগ্রাম বাস্তবায়নের জন্য অর্থ একটি বড় ইস্যু৷ শুধু যে সব দেশ এই কার্বন এমিশনের জন্য দায়ী তাদেরকে যে এই এমিশন কমাতে হবে, তাই ই নয়, এখানে তাদের তহবিল গঠনের পাশাপাশি ইকো ফ্রেন্ডলি টেকনোলজি ট্রান্সফার-এর প্রয়োজনও রয়েছে৷

তিনি জানান, বাংলাদেশ নিজস্ব সম্পদ থেকেই এর জন্য একটি তহবিল গঠন করেছে৷ আমরা চাই যেসব তহবিল গঠনের কথা বলা হচ্ছে, সেগুলো নিশ্চিত হোক এবং সেই তহবিলগুলো কাজ করুক৷ তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের কথা উল্লেখ করে বলেন, তিনিও আমাদের মত দেশগুলোর জন্য একটি তহবিলের কথা বলেছেন৷ আমরা চাই যে এই তহবিলগুলো হোক এবং এগুলো যেন বাস্তবায়িত হয়৷ কারণ, আমরা এর আগে দেখেছি বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় তহবিলের ঘোষণা হয়, কিন্তু তারপরে হয়তো তা বাস্তবায়িত হয় না৷ আমরা চাই এর বাস্তবায়ন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে যে সব দেশ তারা যেন এই তহবিল নিশ্চিত ভাবে পায় এবং তারা যেন সঠিকভাবে এই চ্যালেঞ্জটি মোকাবিলা করতে পারে সেই কথাই বলবে বাংলাদেশ৷

তিনি বলেন, এ বছরের শেষ নাগাদ কোপেনহেগেন সম্মেলনের আগে এ ধরণের আরও যে সম্মেলন হবে, তার সব কটিই খুবই গুরুত্বপূর্ণ৷ জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে বিরাট ক্ষতির সম্মুখীন হচ্ছে তা তুলে ধরা হবে এ সম্মেলনগুলোতে৷

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই সম্মেলন শুরু হচ্ছে৷ সম্মেলনের প্রথম দিনেই বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

প্রতিবেদক: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ