1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাসমান ভবন

১৭ সেপ্টেম্বর ২০১৯

জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের অনেক এলাকা হুমকির মুখে পড়েছে৷ ফলে বাসযোগ্য এলাকার অভাব দেখা দিতে পারে৷ আমস্টারডামসহ বিশ্বের অনেক শহরে ভাসমান বাড়ি তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে৷

Arabische Emirate, Dubai: Schwimmendes Seehaus, als Teil des Projekts "Heart of Europe"
ছবি: Reuters/A. Jadallah

আমস্টারডাম শহরের একটি খালের এক দিকে এক সময় একশো'রও বেশি মানুষ বসবাস করবে৷ শহরের কেন্দ্রস্থলে গড়ে উঠবে এক নতুন বসতি৷ ‘পরিষ্কার জাহাজ' নামের এক প্রকল্পের আওতায় সেখানে ৩০টি ভবন গড়ে তোলা হচ্ছে৷ প্রত্যেকটি ভবনের নিজস্ব ডিজাইন থাকবে৷

তবে সবক'টি ভবনের মধ্যে একটি মিল রয়েছে৷ সেগুলি বিশেষভাবে তৈরি কংক্রিটের ভেলার উপর ভাসবে৷ ভাসমান সেই ভিত্তির কয়েকশ' টন ওজন বহন করার ক্ষমতা থাকবে৷ তাই তার নিখুঁত ভারসাম্যও থাকা চাই৷ স্থপতি হিসেবে ইয়রিট হুভ্যার্ট চার নম্বর প্ল্যাটফর্মের ভবনটির নক্সা তৈরি করেছেন৷ ইয়রিট বলেন, ‘‘নৌকার উপর যা কিছু তোলা হবে, তার ওজন ভালো করে হিসেব করতে হয়৷ কারণ অতিরিক্ত ওজন হলে, নৌকা বসে যাবে ও পানি প্রবেশ করতে শুরু করবে৷ তাই আমরা নৌকার ওজন আগে থেকে ভালো করে হিসেব করি৷''

২০ জন স্থপতি এই প্রকল্পে কাজ করছেন৷ বাড়িগুলি ডাঙার উপর তৈরি করে নৌকায় করে বন্দরে নিয়ে আসা হয়৷ বাসিন্দাদের কাছে টেকসই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ প্রকল্পের বোর্ডের সদস্য হিসেবে পেয়ার ডে রাইক বলেন, ‘‘পানির উপর অত্যন্ত টেকসই বাড়িতে সমাজবদ্ধভাবে টেকসইভাবে যে বসবাস করা যায়, আমরা সেই লক্ষ্য পূরণ করতে চেয়েছিলাম৷ আমস্টারডাম ও গোটা বিশ্বের কাছে আমরা অত্যন্ত উচ্চ মান বেঁধে দিতে চেয়েছিলাম৷''

ভাসমান ভবনই কি ভবিষ্যৎ?

04:00

This browser does not support the video element.

অন্যান্য বাড়ির মতো পেয়ার ডে রেইক-এর বাড়িটিও নিজস্ব সৌরশক্তিতে চলে৷ বাড়ি তৈরি করতে টেকসই ও পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করা হয়েছে৷ বাড়ির বাইরের খোলস কর্ক দিয়ে তৈরি৷ পেয়ার ডে রাইক বলেন, ‘‘গত কয়েক বছরে আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি৷ বিভিন্ন উপদেষ্টা আমাদের উপকরণ সম্পর্কে পরামর্শ দিয়েছেন৷ তাই শেষে আমরা সবুজ, কমলা ও লাল তালিকা সৃষ্টি করি৷ লাল তালিকার উপকরণ পুরোপুরি বাতিল করা হলো৷ আর্থিক বা প্রযুক্তিগত কারণে এড়ানো সম্ভব না হলে কমলা তালিকার উপকরণ ব্যবহার করা যায়৷ তবে সম্ভব হলে শুধু সবুজ তালিকার উপকরণই ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হলো৷ কর্ক সবুজ তালিকায়ই ছিল৷ আমাদের ভালো লাগায় আমরা সেটি বেছে নেই৷''

পানির উপর বসবাস আমস্টারডাম শহরের দীর্ঘ ঐতিহ্যের মধ্যে পড়ে৷ প্রায় সব খালেই হাউস বোট চোখে পড়ে৷ অন্যতম প্রথম ভাসমান পাড়া কয়েক বছর আগেই তৈরি করা হয়েছে৷ আইবুর্গ এলাকায় কৃত্রিম দ্বীপের উপর ৫০টি বাড়ি শোভা পাচ্ছে৷ ইউরোপের অন্যান্য শহরেও সেই প্রবণতা দেখা যাচ্ছে৷ ইয়রিট হুভ্যার্ট বলেন, ‘‘পানির উপর বাড়ি তৈরির বিপুল সম্ভাবনা রয়েছে বলে আমার বিশ্বাস৷ সারা বিশ্ব থেকে অনুরোধ আসছে৷ নিউ ইয়র্ক, বাল্টিমোর আগ্রহ দেখাচ্ছে৷ নেদারল্যান্ডসে বেশ কিছু এলাকায় ৫০, ১০০, এমনকি দুশো ভাসমান বাড়িও তৈরি হচ্ছে৷

লন্ডন শহরে বাকা নামের ব্রিটিশ স্থপতিদের কোম্পানি রয়েল ডক্স এলাকায় ভাসমান বাড়ি তৈরির পরিকল্পনা করছে৷ কোপেনহেগেন শহরে ছাত্রছাত্রীদের আবাসনের অভাব মেটাতে তারকা স্থপতি বিয়ার্কে ইঙেল্স তথাকথিত ‘আর্বান রিগার' প্রকল্পের আওতায় ১২টি ভাসমান বাড়ি তৈরি করেছেন৷

বিয়ার্কে এমনকি আরও বড় মাত্রার স্বপ্ন দেখছেন৷ জলবায়ু পরিবর্তনের হুমকির সম্মুখীন অঞ্চলের মানুষের জন্য তিনি ১০ হাজার মানুষের ভাসমান শহরের পরিকল্পনা করছেন৷

আন্টিয়ে বিন্ডার্স/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ