1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তন

১৬ মার্চ ২০১২

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারীরা৷ আর প্রথম শিকারও তারা৷ বিশেষ করে উপকূলীয় জনপদের নারীরা বিপর্যস্ত৷ তারা গৃহহীন হচ্ছেন, ভেঙ্গে যাচ্ছে পরিবার৷ আর নারীরা তার আশ্রয়স্থল ছেড়ে ছড়িয়ে পড়ছেন৷

Sunderbans © Fotolia/lamio #35491590
Sunderbansছবি: Fotolia/lamio

অধ্যাপক ড. ফেরদৌসি বেগম জলবায়ু পরিবর্তনে নারীর ওপর কি প্রভাব পড়ছে তা নিয়ে কাজ করছেন অনেকদিন ধরে৷ তিনি ডয়চে ভেলেকে জানান, জলবায়ু পরিবর্তনে নেতিবাচক প্রভাবের প্রথম শিকারই হচ্ছেন নারীরা৷ আর তারাই হচ্ছেন একটি পরিবারের কেন্দ্রে অবস্থান করেন৷ তাকেই প্রথম যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে৷

নারীরা গৃহহীন হচ্ছেন, ভেঙ্গে যাচ্ছে পরিবারছবি: Thomas Kruchem

একই রমক কথা বলেন সাবেক সংসদ সদস্য এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এশিয়ান ইন্সটিউটের সিনিয়র ফেলো হাসনা জে মওদুদ৷ তিনি বলেন, নারীর ওপরই প্রথম আঘাত হানে যে কোনো দুর্যোগ৷ আর তাতে পুরো পরিবার বিপর্যস্ত হচ্ছে৷

ড. ফেরদৌসি বেগম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে নারী তার আবাসস্থল হারাচ্ছে৷ সে হয়ে পড়ছে ঝড়া পাতার মত৷ মা তার সন্তানকে ঠিকমতো মানুষ করতে পারছেন না৷ যা সামাজিক সঙ্কটেরও সৃষ্টি করে৷ আর হাসনা জে মওদুদদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবর নারীরা বেশি বিপর্যস্ত হওয়ায় ভেঙে যাচ্ছে পরিবার৷

বিশেষ করে উপকূলীয় জনপদের নারীরা বিপর্যস্ত৷ছবি: DW

তাঁরা বলেন, নারী জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত হলেও তাদের রক্ষায় তেমন কোনো উদ্যোগ নেই৷ নেই জলবায়ু পরিবর্তন সম্পর্কে তাদের সচেতন করার কোনো ব্যবস্থা৷

বাংলাদেশ ইন্সটিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটিজ স্ট্যাডিজ (বিআইপিএস) জলবায়ু পরিবর্তনে নারীর ওপর কি প্রভাব পড়ছে - তা নিয়ে কাজ করছে৷ এই দু'জন বিশ্লেষক সেখানে এক সেমিনারে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নারীর নিরাপত্তা হুমকির মুখে৷ তাই নারীকে কেন্দ্রে রেখে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার সব পরিকল্পনা করতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ