1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উদাহরণ সৃষ্টি করতে হবে

২৩ ডিসেম্বর ২০১০

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশকে উন্নত বিশ্বের সহায়তার জন্য বসে না থেকে নিজস্ব উদ্যোগে অভ্যন্তরীণ সম্পদ দিয়ে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে৷

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ শীর্ষেছবি: AP

বিশ্বের সামনে সৃষ্টি করতে হবে উদাহরণ৷ সদ্য সমাপ্ত কানকুন সম্মেলনে অংশ নিয়ে ফিরে আসা জলবায়ু বিশেষজ্ঞ, গণমাধ্যম প্রতিনিধি এবং জন প্রতিনিধিদের মতবিনিময় সভায় এ কথা উঠে এসেছে৷

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ শীর্ষে৷ এর ফলে দেশের দক্ষিণে যেমন লবনাক্ততা বাড়ছে, উত্তরে বাড়ছে মরুকরণ৷ অতিবৃষ্টি, অনাবৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জনপদের মানুষ৷

কানকুন সম্মেলনে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলো ১০ হাজার কোটি ডলারের গ্রীন ফান্ড গঠনে সম্মত হয়েছে৷ কিন্তু এই অর্থ ক্ষতিগ্রস্ত দেশগুলোর কে, কত এবং কীভাবে পাবে তা ঠিক করা হবে ২০১২ সালে ডারবান সম্মেলনে৷ এ অবস্থায় বাংলাদেশের করণীয় কি- এ নিয়ে ইউএনডিপির উদ্যোগে আলোচনা সভায় জলবায়ু বিশেষজ্ঞ ড. তৌফিক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ যেসব নিজস্ব উদ্যোগ নিয়েছে তা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে৷

পরিবেশ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান সাবের হোসেন চৌধুরী এমপি বলেন, শুধু নীতিমালা করে বসে থাকলে চলবেনা৷ প্রকল্প গ্রহণ এবং তা ধারাবহিকভাবে বাস্তবায়ন করতে হবে৷ ড. আতিক রহমান বলেন, বাংলাদেশ এক্ষেত্রে যেসব ভাল কাজ করেছে তা আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে হবে৷

ইউএনডিপি মনে করে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় বড়ধরনের প্রকল্প বাস্তবায়ন শুরু করলে বাংলাদেশ এ ক্ষেত্রে বিশ্বকে শক্তিশালী নেতৃত্ব দিতে পারবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ