1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তনের প্রভাব শুরু, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা

৭ সেপ্টেম্বর ২০১০

জলবায়ু পরিবর্তন এখন সবচেয়ে আলোচিত বিষয়৷ বিশ্বের বিভিন্ন স্থানে এ নিয়ে নানা কথা হচ্ছে৷ হচ্ছে আলোচনা৷ এ ক্ষেত্রে প্রবাসী বাঙালিরাও পিছিয়ে নেই৷ জার্মানির হানোফারে অনুষ্ঠিত হলো এরকম একটি সম্মেলন৷

glaciers, iceberg, Arctic, Ocean, North, Pole, science, জলবায়ু, পরিবর্তন, বরফ,
‘জলবায়ু পরিবর্তনের কারণে গলতে থাকবে বরফের পাহাড়’ছবি: AP

জলবায়ু ঝুঁকিসূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান হচ্ছে প্রথম, উত্তর কোরিয়ার দ্বিতীয়, নিকারাগুয়ার তৃতীয়, ওমানের চতুর্থ এবং পাকিস্তানের পঞ্চম৷ এক কথায় বলে দেয়া যায় যে, জলবায়ু পরিবর্তনের প্রথম শিকার বাংলাদেশ৷ বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যেই৷ লক্ষ্য করলে দেখা যাবে, বাংলাদেশে মৌসুমি ঋতু অতিমাত্রায় অনিশ্চিত হয়ে পড়েছে৷ তাপমাত্রা বৃদ্ধির ফলে আবহাওয়া পরিবর্তিত হচ্ছে এবং ঋতু তার স্বাভাবিক বৈশিষ্ট্য হারাচ্ছে৷ ফলে নানা ধরনের দুর্যোগ আঘাত হানছে৷ এক কথায় বলা যায়, মানুষের জানমালের উপর প্রভাব ফেলতে শুরু করেছে তা৷

এই সব বিষয় নিয়েই জার্মানির হানোফারে গত সপ্তাহে অনুষ্ঠিত হল ‘জলবায়ু পরিবর্তন: বাংলাদেশ ইউরোপ সংলাপ৷' ‘ডাংগুলি' নামের একটি সংগঠনের আয়োজনে এই অনুষ্ঠানটি ছিল দুই দিনের৷ বাংলাদেশ এবং জার্মানি ও ইউরোপের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাঙালি এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষজ্ঞরা এসেছিলেন এখানে৷ এদেরই একজন ড. সিরাজুল ইসলাম ৷ তিনি ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিষয়ক শিক্ষক৷ জাতিসংঘের একটি বৃত্তির আওতায় তিনি আছেন জার্মানিতে৷ তাঁকে জিজ্ঞাস করেছিলাম, বাংলাদেশের সুশীল সমাজ জলবায়ু পরিবর্তন ইস্যুতে যে কাজ করছে তা কি পর্যাপ্ত? তিনি জানালেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সরকারের পাশাপাশি সুশীল সমাজ বেশ কাজ করছে৷ তবে তাদের উচিৎ হবে গুছিয়ে কাজ করা৷ আন্তর্জাতিক সমাজে বাংলাদেশের বিষয়ে আরও দৃষ্টি আকর্ষন করতে তাদেরকে কাজ করতে হবে৷ বোঝাতে হবে জনগণকে৷

জলবায়ু পরিবর্তনের কারণে ডুবে যাবে সমুদ্র উপকূলবর্তী অনেক এলাকা৷ উপকূল আক্রান্ত হবে মাটি ও পানি লবণাক্ততায়৷ এটি নাকি আর ভবিষ্যৎ নয়, বর্তমান৷ সমুদ্রের উচ্চতা বাড়তে শুরু করেছে বলে জানালেন ড. সিরাজুল ইসলাম৷ তিনি বললেন, বিশেষজ্ঞরা যেমনটা বলছেন যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, এটা সঠিক৷ এর প্রমাণও মিলছে৷ সমুদ্রের উচ্চতা ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে৷ বাংলাদেশে এর প্রভাবও পড়ছে৷

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ সরকার ইতিমধ্যেই পদক্ষেপ নিতে শুরু করেছে৷ এ বিষয়ে ড. সিরাজুল ইসলামের মত, সরকার যে সব উদ্যোগ নিয়েছে, তা অনেকাংশেই ভালো৷ তবে এগুলোর সঠিক বাস্তবায়ন প্রয়োজন৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ