1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ভৌগোলিক স্বাধীনতা ও অখণ্ডতা বিপন্ন: ড.জিয়াউদ্দিন

২৮ জুলাই ২০১১

জলবায়ু পরিবর্তন মানবাধিকারের জন্য বড় এক হুমকি এবং সংবিধানে স্বীকৃত অধিকারগুলিও এর ফলে হুমকির সম্মুখীন হচ্ছে বলে মনে করেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ড. আহমেদ জিয়াউদ্দিন৷

ড. আহমেদ জিয়াউদ্দিনছবি: DW

বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সেদেশে জ্বালানির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলন হয়ে গেল জার্মানির বন শহরে৷ ২১ থেকে ২৩শে জুলাই বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা নানা মতামত, প্রস্তাব ও ভবিষ্যৎ দিশায় অগ্রগতির পথ সম্পর্কে আলোচনা করলেন৷ তাঁদের চিন্তা-ভাবনা বাংলাদেশের নীতি-নির্ধারকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করেন ড. আহমেদ জিয়াউদ্দিন৷ তবে সম্মেলনটি জার্মানির বদলে বাংলাদেশে হলে সরকার ও প্রশাসন এবিষয়ে আরও সচেতন হতো বলে মনে করেন তিনি৷

জলবায়ু পরিবর্তনের ফলে প্রবল ঝুঁকির মুখে বাংলাদেশছবি: Sophie Tarr
বন শহরে অনুষ্ঠিত হলো আইসিসিইবি সম্মেলনছবি: DW

প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞদের সঙ্গে সরকারের স্থায়ী যোগসূত্র গড়ে তোলার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ আধুনিক যোগাযোগ প্রযুক্তির এই যুগে স্কাইপ'এর মতো ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে নিয়মিত আলোচনা সম্ভব৷ ফলে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশি বিশেষজ্ঞদের আলোচনার জন্য সশরীরে উপস্থিত থাকার কোনো প্রয়োজন নেই৷

বাংলাদেশের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব ভয়াবহ বলে মনে করেন ড.জিয়াউদ্দিন৷ ভৌগোলিক স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ইত্যাদি প্রায় সব ক্ষেত্রকেই হুমকির মুখে ফেলেছে৷ এমনকি সংবিধানে যে স্বীকৃত অধিকার রয়েছে, তার প্রতিটি এর ফলে হুমকির সম্মুখীন হচ্ছে৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ