1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তনের হুমকি ‘এক্সট্রিম ওয়েদার’

রিয়াজুল ইসলাম২১ ফেব্রুয়ারি ২০০৯

বিশ্ব উষ্ণায়নের ফলে গোটা বিশ্বের জলবায়ু পরিবর্তন হচ্ছে৷ এর ফলে স্বাভাবিক পরিবেশ হচ্ছে বিঘ্নিত৷ জলবায়ু পরিবর্তনের বিষয়টি কিন্তু আমরা ইতিমধ্যেই টের পেতে শুরু করেছি৷ বিভিন্নভাবে এ পরিবর্তন টের পাওয়া যাচ্ছে৷

চরম আবহাওয়া৷ছবি: picture-alliance/ dpa

যেমন বরফ গলে যাচ্ছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, প্রাণীকূলের বিলুপ্তি হচ্ছে৷ তবে যে বিষয়টি আমরা সকলেই সবচেয়ে বেশী বুঝতে পারছি সেটি হচ্ছে ‘এক্সট্রিম ওয়েদার' বা চরম আবহাওয়া৷ অর্থাৎ একটা সময় ছিলো, যখন কর্কট ক্রান্তি কিংবা মকর ক্রান্তি রেখার আশপাশের নাতিশীতোষ্ণ এলাকাগুলোতে শীত কিংবা গরমের মধ্যে তেমন একটা পার্থক্য দেখা যেতো না৷

বরফ গলে যাচ্ছে৷ছবি: Simon/Alfred-Wegener-Institute

উদাহরণ হিসেবে বাংলাদেশের কথাই ধরুন না৷ বাংলাদেশের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা চলে যাওয়ায় এ এলাকা সবসময় নাতিশীতোষ্ণ অঞ্চল হিসেবে পরিচিত৷ এখন গ্রীষ্মকালে গরমের চোটে মানুষের প্রাণ যেন ওষ্ঠাগত হয়ে ওঠে৷ অপরদিকে শীতের মৌসুমে তীব্র ঠাণ্ডায় সবকিছু যেন জমাট বেধে যায়৷ কয়েক দশক আগেও গরমকালে কিংবা শীতে মানুষকে এতটা কাবু হতে কিন্তু দেখা যায়নি৷ বাংলাদেশের মত নাতিশীতোষ্ণ অঞ্চলে যদি এমন অবস্থা হয়, তাহলে নিরীক্ষীয় অঞ্চল কিংবা মরু অঞ্চলের অবস্থা কি একবার ভাবুন তো৷

বিজ্ঞানীদের মতে পৃথিবী নামক এ গ্রহের জলবায়ু যে পরিবর্তন হচ্ছে তার অন্যতম আলামত হচ্ছে এই চরম আবহাওয়া৷ এবং এই চরম আবহাওয়ার কারণে নানা প্রাকৃতিক সম্পদ বিনষ্ট হচ্ছে৷ দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গল কেবল কোনো অঞ্চল নয় – এই ‘রেন ফরেস্ট' গোটা পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে৷ কিন্তু এ জঙ্গলও এখন হুমকির মুখে৷

জাতিসংঘের পরিবেশ কর্মসূচি বা ইউএনইপি সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷ সেখানে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন এবং চরম আবহাওয়া আমাজনের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে এবং এর ফলে আমাজনের প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে৷ যার পরিণতিতে আমাজন নদী এবং এ জঙ্গলের অস্তিত্ব হুমকির মুখে পড়তে যাচ্ছে৷ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০০৫ সাল নাগাদ ওই এলাকার ১৭ ভাগ বনাঞ্চল হারিয়ে গেছে যার আয়তন পাকিস্তান কিংবা ফ্রান্সের মত দেশের চেয়েও বড়৷ এছাড়া আমাজন নদীর পানিও এখন হুমকির মুখে৷

জলবায়ু পরিবর্তনের শিকার হচ্ছে বাংলাদেশ৷ছবি: AP

উল্লেখ্য, বিশ্বের সুপেয় পানির ২০ শতাংশ বহন করে কেবল আমাজন নদী একাই৷ চরম আবহাওয়ার কারণে যে কেবল তীব্র গরম কিংবা ঠাণ্ডা অনুভূত হয় তাই নয় বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়েরও সৃষ্টি হয়৷ ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কিংবা টর্নেডোর জন্য অন্যতম দায়ী এই চরম আবহাওয়া৷

জলবায়ু পরিবর্তন নিয়ে গোটা বিশ্বের পরিবেশ বিজ্ঞানীরা নানা চিন্তা ভাবনা করছেন৷ চরম আবহাওয়াও তাদের মাথাব্যাথার অন্যতম কারণ হয়ে উঠেছে৷ তাই চরম আবহাওয়া নিয়ে বিগত ২০০৬ সাল থেকে জার্মানিতে অনুষ্ঠিত হয়ে আসছে ‘এক্সট্রিম ওয়েদার কংগ্রেস'৷ সারা বিশ্বের পরিবেশ বিজ্ঞানী, আবহাওয়াবিদরা এ কংগ্রেসে যোগ দেন৷ গত বছর অনুষ্ঠিত কংগ্রেসে সুমেরু বা আর্কটিকের বরফ গলে যাওয়ার বিষয়টি বেশ গুরুত্ব পেয়েছিলো৷ এ বছরও জার্মানির ব্রেমেন শহরে অনুষ্ঠিত হয়েছে ‘এক্সট্রিম ওয়েদার কংগ্রেস'৷ প্রতি বছর এ সম্মেলনের আয়োজন করে থাকে জার্মানির ইনস্টিটিউট ফর ওয়েদার এন্ড ক্লাইমেট কমিউনিকেশন৷ কেবল পরিবেশ বিজ্ঞানী ও আবহাওয়াবিদরাই নন, এবারের সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগন এবং রাজনীতিকেরাও৷

জলবায়ু পরিবর্তন ও চরম আবহাওয়ার বিভিন্ন দিক তুলে ধরে সতর্ক বাণী উচ্চারণ করেছেন বিজ্ঞানীরা৷ একইসঙ্গে চরম আবহাওয়ার ফলে সৃষ্ট নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় এবং জলবায়ু পরিবর্তন কীভাবে রোধ করা সম্ভব সে বিষয়টিও এসেছে এবারের ‘এক্সট্রিম ওয়েদার কংগ্রেস'এ৷ এছাড়া জলবায়ু পরিবর্তনের অর্থনৈতিক প্রভাবটিও উঠে এসেছে এবারের সম্মেলনের আলোচনায়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ