1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের ঋতু-প্রকৃতি

২৪ এপ্রিল ২০১১

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের ঋতু বৈচিত্র্য পাল্টে যাচ্ছে৷ অসময়ে বৃষ্টি হচ্ছে৷ আবার সময়ে বৃষ্টির দেখা পাওয়া ভার৷ শীতও তার প্রচলিত সময়ের নিয়ম মানছে না৷ আর তার প্রভাব পড়ছে কৃষি অর্থনীতিসহ পুরো জীবন যাত্রায়৷

মানুষের কাজ, কিন্তু প্রকৃতির দানছবি: DW/Swapan

কৃষি আবহাওয়াবিদ শামীম আহসান ভুইয়া জানান, আগে সুপার সাইক্লোন কমপক্ষে ৩০ বছর পর পর হত৷ কিন্তু এখন তা কয়েক বছরের ব্যবধানেই হচ্ছে৷ গত ৩০ বছরে বৃষ্টির যে ধরণ ছিল গত কয়েক বছরে তার পরিবর্তন লক্ষণীয়৷

ড. আইনুন নিশাত গত বছরের উদাহরণ দিয়ে বলেন, ২০১০ সালে এই পরিবর্তনের প্রবণতা ছিল লক্ষণীয়৷ বৃষ্টি তার প্রচলিত মৌসুমি চরিত্র অনুযায়ী হয়নি৷ যখন কম হওয়ার কথা তখন বেশি হয়েছে৷ আর যখন বেশি হওয়ার কথা তখন কম হয়েছে৷ যা আবহাওয়ার অস্বাভাবিক আচরণেরই প্রমাণ৷

কৃষি অর্থনীতিবিদ ড. মাহবুব হাসান জানান, চলতি বছরের গত দুই মাসে যত বৃষ্টিপাত হওয়ার কথা তার চেয়ে ৬০ ভাগ কম হয়েছে৷ যা ধান উৎপাদনের ওপর প্রভাব ফেলবে৷

আর কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা রাগিব হাসান জানান, সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় কোথাও কোথাও পানির লবণাক্ততা ২০০ ভাগ বেড়ে গেছে৷ যা কৃষি উৎপাদনে প্রভাব ফেলছে৷

তাঁরা জানান, জলবায়ুর এই পরিবর্তন চলতে থাকলে বাংলাদেশের প্রকৃতি থেকে কোন কোন ঋতু হারিয়ে যেতে পারে৷ আবার কোন কোন ঋতু দীর্ঘায়িত হতে পারে৷ আর এতে কৃষি উৎপাদন ব্যাহত হলে দেখা দিতে পারে খাদ্য সংকট৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ