1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ডে পাঁচটি প্রকল্প অনুমোদন

৩০ জানুয়ারি ২০১২

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব বাংলাদেশে পড়ছে – তা নতুন করে বলার প্রয়োজন নেই৷ সম্প্রতি বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে এবং নতুন করে পাঁচটি প্রকল্প অনুমোদন করা হয়েছে৷

ঢাকা শহরছবি: picture-alliance/dpa

এই প্রকল্পের মধ্যে অবকাঠামো উন্নয়ন, ড্রেজিং, নদীর তীর সংরক্ষণ উল্লেখযোগ্য৷ কীভাবে এই প্রকল্প ক্ষতিকর প্রভাব থেকে বাংলাদেশকে বাঁচাবে? এ প্রসঙ্গে ঢাকাস্থ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড: হাবিবুর রহমান বললেন, ‘‘জলবায়ু পরিবর্তনের কারণে আমরা জানি যে বাংলাদেশের অবস্থা হচ্ছে সবচেয়ে নাজুক৷ এই অবস্থা থেকে রক্ষা পেতে বাংলাদেশে নিজস্ব অর্থায়নে একটি জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করা হয়৷ সবাই জানি যে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়বে উত্তরাঞ্চলে৷ সেখানে খরা হওয়ার সম্ভাবনা খুবই বেশি৷''

বন্যায় প্রতি বছর এভাবে সব কিছু তলিয়ে যায়ছবি: Tom Felix Joehnk

অধ্যাপক হাবিবুর রহমান আরো জানান, বাংলাদেশের নদী সমূহ উত্তর থেকে দক্ষিণ এসে সমুদ্রে পড়ে৷ আর এই নদীর পানির গতি ভিন্ন সময়ে ভিন্ন রকমের হয়ে থাকে৷ বর্ষার সময় নদীতে প্রচুর পানি থাকে, ঢেউ থাকে কারণ নদীতে বন্যার পানির সঙ্গে প্রচুর পলি আসে৷ এর ফলে নদীর নাব্যতা হ্রাস পায়৷ এর ফলে নিম্নাঞ্চলে নদীর বেডগুলো উঁচু হয়ে যায়৷ এবং পরবর্তীতে বৃষ্টি বা বন্যার ফলে নদী এই অতিরিক্ত পানি জায়গা দিতে পারে না৷ ফলশ্র্রুতিতে বন্যা৷ এই বন্যার হাত থেকে মানুষদের রক্ষা করার জন্যই নদীর পুনর্খনন প্রয়োজন৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ