জলবায়ু পরিবর্তন না ঠেকালে বিপর্যয় আসন্ন- বান কি মুন
৪ সেপ্টেম্বর ২০০৯অতি সম্প্রতি জাতিসংঘ মহাসচিব ঘুরে এসেছেন উত্তরমেরুর আর্কটিক এলাকা৷ সেখানে গিয়ে দেখে এসেছেন বিশ্ব উষ্ণায়নের ফলে কত দ্রুত গলে যাচ্ছে আর্কটিকের বরফ৷ তাই জেনেভায় দেশগুলোর প্রতিনিধিদের সামনে দেওয়া তার বক্তব্যের মধ্যে ছিল পেরেশানি৷ বান কি মুন বলেন, 'আমাদের পা গাড়ির এক্সেলেটরের ওপর, আমরা ধেয়ে যাচ্ছি অনিবার্য একটি ভয়াবহ পরিস্থিতির দিকে৷ বিজ্ঞানীরা যেসব বিষয়ের আশংকা করছিলেন ইতিমধ্যেই সেগুলো ঘটতে শুরু করে দিয়েছে৷'
কিয়োটো প্রটোকলের মেয়াদ শেষ হওয়ার আগেই কার্বন নির্গমণ কমানোর ব্যাপারে একটি সিদ্ধান্তে আসার জন্য আগামী ডিসেম্বরে কোপেনহেগেনে হতে যাচ্ছে সম্মেলন৷ কিন্তু সেই সম্মেলনে অ্যাজেন্ডা নিয়ে এখনও তেমন কোন অগ্রগতি হয়নি৷ আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে তার পূর্ব প্রস্তুতি সম্মেলন অনুষ্ঠিত হবে৷ বান কি মুন জানিয়েছেন তিনি চান যে করেই হোক এবার একটি ঐকমত্যে আসতেই হবে৷ তিনি বলেন,' আমি আশা করি নিউইয়র্কে গঠনমূলক আলোচনা হবে এবং একটি সত্যিকারের ঐকমত্য তৈরী হবে৷ আমি শক্তিশালী কিছু ফল আশা করছি৷' বান কি মুন উন্নত দেশগুলো এবং উন্নয়নশীল দেশগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দিয়ে বলেন,' কোপেনহেগেন সম্মেলনের আগে আলোচনার জন্য আমাদের মাত্র ১৫টি দিন সময় আছে৷ আমাদের সীমিত অগ্রগতিতে চলবে না আমাদের দরকার ব্যাপক অগ্রগতি৷
সম্প্রতি আর্কটিক সফরের অভিজ্ঞতার কথা মনে করে জাতিসংঘ মহাসচিব জানান যে যেভাবে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে তাতে করে বড় শহরগুলোর পাশাপাশি ওই অঞ্চলের ১৩ কোটি লোক হুমকির মুখে পড়ছে৷ তিনি সতর্ক করে দিয়ে বলেন পরিবেশ রক্ষায় সত্যিকারের উদ্যোগ না নিলে কেবল আগামী প্রজন্মই নয় বর্তমান প্রজন্মও রক্ষা পাবে না৷
প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়