1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা

৪ নভেম্বর ২০১৪

জাতিসংঘের পরিবেশ বিজ্ঞানীদের প্যানেল আইপিসিসি-র চতুর্থ প্রতিবেদন প্রকাশ করা হয় রবিবার৷ তাতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের জন্য মানুষই দায়ী৷ এ শতকের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার জন্যও তাগিদ দেয়া হয়েছে প্রতিবেদনে৷

Symbolbild Klimaschutz Wetterveränderung
ছবি: Daniel Loretto - Fotolia.com

ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ বা আইপিসিসি-র প্রতিবেদনে অবাক হওয়ার মতো কিছু নেই৷ পরিবেশ দূষণ বাড়ছে, তার সঙ্গে তাল মিলিয়ে জলবায়ু পরিবর্তনও হচ্ছে৷ সচেতনতা বৃদ্ধি, রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ – কোনো ক্ষেত্রেই প্রত্যাশা মতো ইতিবাচক পরিবর্তন আসছে না বলে জলবায়ু পরিবর্তন রোধে সাফল্যও আসছে মন্থর গতিতে৷ তাই আইপিসিসি প্রতিবেদনে আশঙ্কা এবং সে আশঙ্কা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদটাই বেশি৷

উষ্ণায়ন বাড়ছে, গলে চলেছে বরফ...ছবি: Reuters

বরাবারের মতো এবারও জলবায়ু পরিবর্তন রোধে পরিবেশ বিজ্ঞানীদের মূল সুপারিশ তেল, গ্যাস পোড়ানো কমিয়ে নবায়নযোগ্য জ্রালানির ব্যবহার বাড়ানো৷ ঘরবাড়ি, গাড়ি আর কারখানায় বায়ু এবং সৌরশক্তি থেকে উৎপন্ন জ্বালানির ব্যবহার না বাড়ালে এ শতকেই জলবায়ু পরিবর্তন ভয়াবহ রূপ নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে৷ এর কিছু লক্ষণের দিকেও মনযোগ আকর্ষণ করা হয়েছে৷ জাতিসংঘের পরিবেশ বিজ্ঞানীদের প্যানেল বলেছে, উষ্ণায়ন বাড়ছে বলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে চলেছে, বিশ্বের অনেক জায়গায় লু-হাওয়াও বইছে ঘনঘন৷

কোপেনহেগেনে জাতিসংঘের মহাসচিব বান কি-মুন বলেন, ‘‘বিজ্ঞান যা বলার বলেছে৷ সেখানে কোনো ধুম্রজাল নেই৷ সবাইকে এখন কাজ করতে হবে, কারণ, সময়টা আমাদের অনুকূলে নেই৷'' আইপিসিসি চেয়ারম্যান রাজেন্দ্র পাচাউরি বলেছেন, ‘‘পরিবর্তনের ইচ্ছাটারই বেশি দরকার আর আমরা মনে করি, জলবায়ু পরিবর্তনের বিজ্ঞান সম্পর্কে জানলে-বুঝলেই তা হবে৷''

উষ্ণায়ন এবং তার প্রভাব পর্যবেক্ষণের লক্ষ্য নিয়ে ১৯৮৮ সালে কাজ শুরু করে আইপিসিসি৷ রবিবার প্রকাশিত প্রতিবেদনটি জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩০ হাজার গবেষণাপত্রের আলোকে করা৷ গবেষণায় দেখা গেছে, বিশ্ব উষ্ণায়নের জন্য মানুষই শতকরা ৯৫ ভাগ দায়ী৷

এসিবি/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ