জলবায়ু পরিবর্তন রোধের দাবিতে ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ হয়ে গেল রবিবার৷ বিশ্বের বিভিন্ন স্থান মিলিয়ে প্রায় ৬ লাখ মানুষ এদিন সমস্বরে তুলেছেন, জলবায়ু পরিবর্তন রুখে দিয়ে পৃথিবীকে সমূহ বিপর্যয় থেকে রক্ষা করার দাবি৷
বিজ্ঞাপন
সবচেয়ে বড় সমাবেশটি হয়েছে নিউ ইয়র্কে৷ যুক্তরাষ্ট্রের এ শহরেই মঙ্গলবার, অর্থাৎ আজ শুরু হচ্ছে জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন৷ জাতিসংঘের এ আয়োজনে মহাসচিব বান কি-মুনও থাকবেন৷ নিউ ইয়র্কে রবিবারের সমাবেশেও ছিলেন তিনি৷ হলিউড সুপারস্টার লিওনার্দো ডি ক্যাপ্রিও, নিউ ইয়র্কের মেয়র বিল ডি বাসিওসহ বিশ্বের অনেক পরিচিত এবং তারকামুখই দেখা গেছে সেখানে৷ প্রায় ৩ লাখ ১ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন নিউ ইয়র্কের সমাবেশে৷ বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধ-বৃদ্ধারা এসেছিলেন লাঠি ভর করে, কিংবা হুইল চেয়ারে বসে৷ সদ্যোজাত শিশুকে ট্রলিতে নিয়ে পৃথিবীকে রক্ষা করার দাবি তুলতে সমাবেশে শরিক হয়েছিলেন অনেক বাবা-মা৷ তরুণ-তরুণীরা এসেছিলেন বর্ণীল সব পোশাক পরে৷ সবার হাতে ছিল জলবায়ু পরিবর্তন রোধ করার দাবি সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড অথবা ফেস্টুন৷
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষম ধান
বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে নানাভাবে৷ কৃষিও রয়েছে এর মধ্যে৷ তবে আশার কথা, এই প্রভাব মোকাবিলায় সক্ষম কিছু ধানের জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা৷
ছবি: FARJANA K. GODHULY/AFP/Getty Images
বাংলাদেশেই উদ্ভব
বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে নানাভাবে৷ কৃষিক্ষেত্রও এর মধ্যে রয়েছে৷ তবে আশার কথা, এই প্রভাব মোকাবিলায় সক্ষম কিছু ধানের জাত উদ্ভাবনের কথা জানিয়েছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, ব্রি-র মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস৷
ছবি: N.Nanu/AFP/Getty Images
লবণাক্ততা
উপকূলীয় অঞ্চলে যেখানে জমিতে লবণের পরিমাণ বেশি সেখানে রোপা আমন মৌসুমে ব্রি ধান৪০, ব্রি ধান৪১, ব্রি ধান৫৩ ও ব্রি ধান৫৪ – এই চারটি জাত বেশ কার্যকর৷
ছবি: picture-alliance/dpa
বোরো ধান
লবণাক্ত পরিবেশে জন্মানোর জন্য বোরো ধানের জাতের মধ্যে রয়েছে ব্রি ধান৪৭ এবং ব্রি ধান৬১৷
ছবি: CC/Rishwanth Jayaraj
খরা
খরা মোকাবিলায় সক্ষম দুটো উন্নত জাত হলো ব্রি ধান৫৬ এবং ব্রি ধান৫৭ – দুটোই রোপা আমন ধানের জাত৷ ‘‘আরও কিছু নতুন জাত আমাদের হাতে আছে যেগুলো খরায় আরও ভালো করবে,’’ জানিয়েছেন ব্রি মহাপরিচালক৷
ছবি: AP
হঠাৎ বন্যা
ড. বিশ্বাস বলেন, রোপা আমন মৌসুমে আরেকটি পরিস্থিতি তৈরি হয় যখন ধান লাগানোর পরে দেখা যায় যে আষাঢ়-শ্রাবণ মাসে হঠাৎ করেই পানির নীচে ডুবে যায়৷ ‘‘এই অবস্থা প্রায় সপ্তাহখানেক বা তারও বেশি সময় ধরে থাকে৷ এই পরিস্থিতি মোকাবিলার জন্য রয়েছে ব্রি ধান৫১ ও ব্রি ধান৫২৷’’
ছবি: N.Nanu/AFP/Getty Images
অতি ঠান্ডা, অতি গরম
এই পরিস্থিতির জন্য এখনো কোনো ভালো জাত নেই৷ তবে ব্রি মহাপরিচালক বলেছেন, ‘‘গবেষণা কার্যক্রম এগিয়ে চলছে এবং আমরা আশা করি, অদূর ভবিষ্যতে এমন ধানের জাত আমরা হাতে পেয়ে যাব৷’’
ছবি: DW/P. Mani Tewari
প্রচারণা
সরকারের কৃষি সম্প্রসারণ বিভাগ ও দেশি-বিদেশি বিভিন্ন এনজিওর মাধ্যমে কৃষকদের ব্রি উদ্ভাবিত এসব জাত সম্পর্কে জানানো হয়৷
ছবি: FARJANA K. GODHULY/AFP/Getty Images
7 ছবি1 | 7
সর্বস্তরের মানুষের এমন ব্যাপক অংশ গ্রহণ দেখে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনও অভিভূত৷ শীর্ষ সম্মেলনের দুদিন আগে তাই তিনি বলেন, ‘‘জনগণকে এমন প্রবল কণ্ঠে আওয়াজ তুলতে দেখে আমি অভিভূত৷ আশা করি, ২৩ সেপ্টেম্বরের সম্মেলনেও এই দাবির প্রতিফলন দেখা যাবে৷''
জলবায়ু পরিবর্তন রোধে যত দ্রুত সম্ভব কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘‘আমাদের বিকল্প কিছু নিয়ে ভাবার সুযোগ নেই, কারণ, আমাদের জন্য দ্বিতীয় কোনো গ্রহ (পৃথিবী) নেই৷''
যুক্তরাষ্ট্রের আরো কিছু শহর এবং ল্যাটিন অ্যামেরিকা, ইউরোপ, ভারত আর অস্ট্রেলিয়ার কয়েকটি শহরেও রবিবার জলবায়ু রোধের সোচ্চার দাবি ওঠে৷ আয়োজকদের দেয়া তথ্য অনুযায়ী, লন্ডনে ৪০ হাজার, মেলবোর্নে ১৫ হাজার, বার্লিনে ৫ হাজার এবং প্যারিসে অন্তত ৪ হাজার ৮শ মানুষ এ দাবির পক্ষে আওয়াজ তোলে৷