পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুল কাদির বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ৩ হাজার ২০০ কোটি টাকা খরচ করেছে৷ এর মধ্যে অ্যাডাপ্টেশন বিষয়ক প্রকল্পে ব্যয় হয়েছে বেশি৷ বাকিটা গেছে মিটিগেশন প্রকল্পে৷
বিজ্ঞাপন
সাক্ষাৎকারে অতিরিক্ত সচিব ড. নুরুল কাদির
10:05
জার্মানির বন শহরে চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলনকপ২৩-এ অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে এসেছেন ড. নুরুল কাদির৷ সম্মেলন স্থলে ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হলেও, এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ৷ প্রভাব মোকাবিলায় বিদেশি অর্থ সহায়তার অপেক্ষা না করে বাংলাদেশ ২০০৯ সালে একটি জলবায়ু তহবিল গঠন করে৷ এই তহবিল থেকে এখন পর্যন্ত চারশ'র বেশি প্রকল্পে অর্থ সহায়তা দেয়া হয়েছে৷ এর মধ্যে ২০০'র বেশি প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে বলে জানান তিনি৷
ড. নুরুল কাদির বলেন, অ্যাডাপ্টেশন বা অভিযোজন বিষয়ক প্রকল্পের আওতায় নদীভাঙন রোধে বিভিন্ন স্থানে বাঁধ দেয়া হচ্ছে৷ এছাড়া খাদ্য নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেয়া হচ্ছে৷ জলবায়ু পরিবর্তনের কারণে মাটিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় দক্ষিণাঞ্চলে খাদ্য উৎপাদন হ্রাস পাচ্ছে৷ এই অবস্থার সমাধান হিসেবে বাংলাদেশের বিজ্ঞানীরা লবণ সহিষ্ণু কয়েকটি ধানের জাত উদ্ভাবন করেছেন৷ একই বৈশিষ্যের একটি পাটের জাতও উদ্ভাবিত হয়েছে৷ এছাড়া খরা ও বন্যা সহিষ্ণু ধানের জাতও উদ্ভাবন করেছেন বাংলাদেশের গবেষকরা৷
মানুষ বাঁচায়, পরিবেশ রক্ষা করে ‘বন্ধু চুলা’
02:15
This browser does not support the video element.
সাক্ষাৎকারে অতিরিক্ত সচিব ড. কাদিরভাসমান সবজি চাষের কথাও উল্লেখ করেন৷
এদিকে, মিটিগেশনের আওতায় নেয়া প্রকল্পগুলো সম্পর্কে বলতে গিয়ে ড. কাদির শুরুতেই ‘বন্ধু চুলার' কথা বলেন৷ এটি ব্যবহার করলে একদিকে যেমন কার্বন নিঃসরণ কম হয়, তেমনি এটি রাঁধুনি ও শিশুদের স্বাস্থ্যের জন্যও ভালো বলে জানান তিনি৷ সাধারণ চুলায় যে লাকড়ি ব্যবহৃত হয় তা থেকে সৃষ্ট ধোঁয়ার কারণে রাঁধুনির হাঁপানি সহ বিভিন্ন রোগ দেখা দেয়৷ এতে মৃত্যুর ঘটনাও ঘটে৷ ড. কাদির বলেন, জার্মানি সহ বাংলাদেশের অন্যান্য উন্নয়ন সহযোগীরা বন্ধু চুলার প্রসারে সহায়তা করছে৷ এক্ষেত্রে জার্মানি কারিগরি সহায়তা দেয়ার পাশাপাশি আর্থিক সহায়তা দিচ্ছে বলেও জানান সরকারি এই কর্মকর্তা৷
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকার বনায়নকেও গুরুত্ব দিচ্ছে৷ বিশেষ করে উপকূলীয় এলাকায় বাঁধ দিয়ে সেখানে গাছ লাগানো হচ্ছে৷
বন্ধু, সাক্ষাৎকারটি কেমন লাগলো? আমাদের লিখে জানান, নীচের ঘরে৷
পানির উপর হচ্ছে সবজি চাষ
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি গ্রামের বেশিরভাগই বছরের পুরোটা সময় জলাবদ্ধ থাকে৷ এ সব গ্রামের মানুষেরা ভাসমান পদ্ধতিতে গাছের চারা এবং সবজি উৎপাদন করে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছেন৷
ছবি: DW
কৃষকের কৌশল
বছর জুড়েই জলাবদ্ধতা, সাথে কচুরিপানার মিছিল৷ ফলে পিরোজপুরের নাজিরপুর এলাকার নিম্নাঞ্চলে স্বাভাবিক উপায়ে কৃষিকাজ কার্যত অসম্ভব৷ তবে বৈরী এই পরিবেশের সঙ্গে লড়াই করে নাজিরপুরের কৃষকরা নিজেদের কৌশলে চালিয়ে যাচ্ছেন কৃষিকাজ৷
ছবি: DW
ভাসমান কৃষিক্ষেত্র
নাজিরপুরের মুগাঝোর এলাকার জলাভূমিতে ভাসমান কৃষিক্ষিত্র৷ নিজেদের উদ্ভাবিত ‘ধাপ’ পদ্ধতিতে চাষাবাদ করেন এ সব এলাকার মানুষরা৷ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ‘কৃষি ঐতিহ্য অঞ্চল’ হিসেবেও স্বীকৃতি পেতে যাচ্ছে নাজিরপুরে উদ্ভাবিত ভাসমান পদ্ধতির এ চাষাবাদ৷
ছবি: DW
যেভাবে তৈরি হয় ধাপ
নাজিরপুরের পানিতে ডোবা নিম্নাঞ্চল কচুরিপানা, দুলালীলতা, শ্যাওলা ও বিভিন্ন জল সহিষ্ণু ঘাসসহ নানান জলজ উদ্ভিদে ভরপুর৷ এ সব জলজ উদ্ভিদকে স্তূপ করে পচিয়ে তারা তৈরি করেন ভাসমান এক ধরণের ধাপ৷ এই ভাসমান ধাপের উপরেই চাষাবাদের এক নতুন পদ্ধতি আবিষ্কার করেন তাঁরা৷
ছবি: DW
পুরনো ধারা
কৃষি জমির বিকল্প হিসেবে জলাশয়ে ভাসমান চাষাবাদ দীর্ঘকাল ধরে চলে আসছে এ অঞ্চলে৷ কৃষি বিশেষজ্ঞদের মতে, এ পদ্ধতিতে কৃষির উৎপাদনশীলতা জমির চেয়ে ১০ গুণ বেশি৷
ছবি: DW
জৈব পদ্ধতিতে চাষাবাদ
ধাপ পদ্ধতির এ চাষাবাদ হয় সম্পূর্ণ জৈব পদ্ধতিতে৷ রাসায়নিক সারের ব্যবহার নেই বললেই চলে৷ ফলে উৎপাদন খরচও কম এবং স্বাস্থ্যকর৷
ছবি: DW
ভাসমান বীজতলা
জলাভূমিতে প্রথমে কচুরিপানা, শ্যাওলা ও বিভিন্ন জলজ ঘাস স্তরে স্তরে সাজিয়ে দুই ফুট পুরু ধাপ বা ভাসমান বীজতলা তৈরি করা হয়৷ এগুলো কয়েকদিন ধরে পচানো হয়৷ একেকটি ভাসমান ধাপ ৫০-৬০ মিটার লম্বা ও দেড় মিটার চওড়া হয়৷
ছবি: DW
চাষ করা যায় অনেককিছু
ভাসমান এ সব ধাপে সাধারণত লাউ, সিম, বেগুন, বরবটি, করলা, পেঁপে, টমেটো, শশা, পুঁইশাক, মিষ্টি কুমড়া, চালকুমড়া, মরিচ ইত্যাদি শাকসবজি ও মশলার চারা উৎপাদন করে থাকেন কৃষকরা৷ অনেক কৃষক আবার লাল শাক, ঢেঁড়স, হলুদ ইত্যাদিও চাষ করে থাকেন৷
ছবি: DW
নেই কোনো কৃষিঋণের ব্যবস্থা
মুগারঝোরের চাষীদের জন্য কৃষি ঋণের কোনো ব্যবস্থা নেই৷ স্থানীয় মহাজনদের কাছ থেকে চরা হারে সুদ নিয়ে গরিব এ চাষীরা তাঁদের কৃষি কাজ চালিয়ে নিচ্ছেন৷ স্থানীয় কৃষক আশুতোষ জানান, সরকার সহজশর্তে ঋণ দিলে তাঁরা ভাসমান এ চাষাবাদের আরও বিস্তৃতি ঘটাতে পারবেন৷
ছবি: DW
বিক্রি হয় কচুরিপানা
নাজিরপুরের মুগারঝোরে নৌকা বোঝাই কচুরিপানা নিয়ে ক্রেতার খোঁজে এক বিক্রেতা৷ এক নৌকা কচুরিপানা সাধারণত বিক্রি হয় ২-৩ হাজার টাকায়৷ এছাড়া নাজিরপুরের বিভিন্ন এলাকায় এসব কচুরিপানার হাটও বসে৷