1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগ

৮ নভেম্বর ২০১৭

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুল কাদির বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ৩ হাজার ২০০ কোটি টাকা খরচ করেছে৷ এর মধ্যে অ্যাডাপ্টেশন বিষয়ক প্রকল্পে ব্যয় হয়েছে বেশি৷ বাকিটা গেছে মিটিগেশন প্রকল্পে৷

Videostill Nurul Quadir im DW Interview
ছবি: DW

সাক্ষাৎকারে অতিরিক্ত সচিব ড. নুরুল কাদির

10:05

This browser does not support the video element.

জার্মানির বন শহরে চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলনকপ২৩-এ অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে এসেছেন ড. নুরুল কাদির৷ সম্মেলন স্থলে ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হলেও, এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ৷ প্রভাব মোকাবিলায় বিদেশি অর্থ সহায়তার অপেক্ষা না করে বাংলাদেশ ২০০৯ সালে একটি জলবায়ু তহবিল গঠন করে৷ এই তহবিল থেকে এখন পর্যন্ত চারশ'র বেশি প্রকল্পে অর্থ সহায়তা দেয়া হয়েছে৷ এর মধ্যে ২০০'র বেশি প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে বলে জানান তিনি৷

ড. নুরুল কাদির বলেন, অ্যাডাপ্টেশন বা অভিযোজন বিষয়ক প্রকল্পের আওতায় নদীভাঙন রোধে বিভিন্ন স্থানে বাঁধ দেয়া হচ্ছে৷ এছাড়া খাদ্য নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেয়া হচ্ছে৷ জলবায়ু পরিবর্তনের কারণে মাটিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় দক্ষিণাঞ্চলে খাদ্য উৎপাদন হ্রাস পাচ্ছে৷ এই অবস্থার সমাধান হিসেবে বাংলাদেশের বিজ্ঞানীরা লবণ সহিষ্ণু কয়েকটি ধানের জাত উদ্ভাবন করেছেন৷ একই বৈশিষ্যের একটি পাটের জাতও উদ্ভাবিত হয়েছে৷ এছাড়া খরা ও বন্যা সহিষ্ণু ধানের জাতও উদ্ভাবন করেছেন বাংলাদেশের গবেষকরা৷

মানুষ বাঁচায়, পরিবেশ রক্ষা করে ‘বন্ধু চুলা’

02:15

This browser does not support the video element.

সাক্ষাৎকারে অতিরিক্ত সচিব ড. কাদিরভাসমান সবজি চাষের কথাও উল্লেখ করেন৷

এদিকে, মিটিগেশনের আওতায় নেয়া প্রকল্পগুলো সম্পর্কে বলতে গিয়ে ড. কাদির শুরুতেই ‘বন্ধু চুলার' কথা বলেন৷ এটি ব্যবহার করলে একদিকে যেমন কার্বন নিঃসরণ কম হয়, তেমনি এটি রাঁধুনি ও শিশুদের স্বাস্থ্যের জন্যও ভালো বলে জানান তিনি৷ সাধারণ চুলায় যে লাকড়ি ব্যবহৃত হয় তা থেকে সৃষ্ট ধোঁয়ার কারণে রাঁধুনির হাঁপানি সহ বিভিন্ন রোগ দেখা দেয়৷ এতে মৃত্যুর ঘটনাও ঘটে৷ ড. কাদির বলেন, জার্মানি সহ বাংলাদেশের অন্যান্য উন্নয়ন সহযোগীরা বন্ধু চুলার প্রসারে সহায়তা করছে৷ এক্ষেত্রে জার্মানি কারিগরি সহায়তা দেয়ার পাশাপাশি আর্থিক সহায়তা দিচ্ছে বলেও জানান সরকারি এই কর্মকর্তা৷

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকার বনায়নকেও গুরুত্ব দিচ্ছে৷ বিশেষ করে উপকূলীয় এলাকায় বাঁধ দিয়ে সেখানে গাছ লাগানো হচ্ছে৷

বন্ধু, সাক্ষাৎকারটি কেমন লাগলো? আমাদের লিখে জানান, নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ