পোপের বক্তব্যের প্রশংসা
১৯ জুন ২০১৫পরিবেশ নিয়ে পোপের ‘এনসিক্লিকল' বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে৷ এনসিক্লিকল হচ্ছে একটি নির্দিষ্ট বিষয়ে পোপের দেয়া নির্দেশনা, যা ক্যাথলিক শিক্ষাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়৷
পোপ বলেন দরিদ্র দেশগুলো জলবায়ু পরিবর্তনের জন্য খুব বেশি দায়ী না হলেও তারাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ তাই ধনী দেশগুলোর উচিত গরীব দেশগুলোকে সহায়তা করা৷ শুধু তাই নয়, ভবিষ্যতে ইকোসিস্টেমকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ধনী দেশের নাগরিকদের জীবনযাপনে পরিবর্তন ও জ্বালানি ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন পোপ৷
পোপ ফ্রান্সিস তাঁর টুইটার অ্যাকাউন্টে এনসিক্লিকল-এর উল্লেখযোগ্য বক্তব্যগুলো টুইট করেছেন৷ তার কয়েকটি এরকম:
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পোপের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘‘আমাদের সন্তান এবং তাদের সন্তানদের জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষার দায়িত্ব আমাদের৷'' এটি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলেও মনে করেন মার্কিন প্রেসিডেন্ট৷ পোপের এনসিক্লিকল নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দেয়া বিবৃতিটি টুইট করেছে হোয়াইট হাউস৷
জাতিসংঘের জলবায়ু বিষয়ক সংস্থা ইউএনএফসিসিসি বলছে, ‘‘পোপের বক্তব্যে এটাই প্রমাণ হয়েছে যে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে৷''
পোপের বক্তব্যের সমর্থনে নিউ ইয়র্ক টাইমসের টুইট৷
মার্কিন কংগ্রেসম্যান টিম রায়ান পোপের বক্তব্যে তাঁর মুগ্ধতা প্রকাশ করেছেন টুইটারে৷
তবে অস্ট্রেলীয় কার্ডিনাল ও সাংবাদিক টেস লিভিংস্টোন ‘দ্য অস্ট্রেলিয়ান'-এ লেখা এক প্রবন্ধে পোপের বক্তব্যের সমালোচনা করেছেন৷
লন্ডনের কিংস কলেজের অধ্যাপক ও তেল কোম্পানি বিপি-র সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা নিক বাটলার ‘ফিন্যান্সিয়াল টাইমস'এ প্রকাশিত তাঁর ব্লগে পোপের বক্তব্যে ত্রুটি থাকার কথা জানিয়েছেন৷
সংকলন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ