1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশমিশর

জলবায়ু সম্মেলনে নেতারা কে, কী বলছেন?

৭ নভেম্বর ২০২২

মিশরে রোববার থেকে শুরু হয়েছে জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলন বা কপ-২৭৷ সম্মেলনে বিশ্বের প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা অংশ নিয়ে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে খারাপ প্রভাব এড়াতে একটি লক্ষ্য নিয়ে কাজ করার আশা রাখছে৷

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘‘আমরা এখন জলবায়ু নরকের হাইওয়েতে আছি এবং আমাদের পা গাড়ির গতিবর্ধকে৷’’
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসছবি: picture alliance/dpa

এই লক্ষ্যকে বাঁচিয়ে রাখতে সম্মেলন ইতিমধ্যেই অনেকে তাদের মতামত ব্যক্ত করেছেন৷ কয়েকজনের মতামত এখানে তুলে ধরা হল৷

জাতিসংঘের মহাসচিব

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘‘গ্রিনহাউস গ্যাস নির্গমন বাড়ছে৷ বৈশ্বিক তাপমাত্রা ক্রমাগতও বাড়ছে৷ এবং আমাদের গ্রহ দ্রুত এমন একটি জায়গায় পৌঁছাবে যে জলবায়ু সৃষ্ট বিশৃঙ্খলাকে আর বিপরীত দিকে আনা যাবে সম্ভব হবে না৷''

তিনি সতর্ক করে বলেন, ‘‘আমরা এখন জলবায়ু নরকের হাইওয়েতে আছি এবং আমাদের পা গাড়ির গতিবর্ধকে৷'' 

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা বলেন, ‘‘আমরা যদি ২০৩০ সালের মধ্যে প্রতি টন কার্বনের গড় মূল্য কমপক্ষে ৭৫ ডলার নির্ধারণ করতে না পারি তাহলে বরং ব্যবসা এবং ভোক্তাদের স্থানান্তরিত করার জন্য প্রণোদনা তৈরি না করাই ভাল৷''

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল-নাহিয়ান জানান, তার দেশ জ্বালানী সরবরাহের ক্ষেত্রে দায়িত্বশীল হিসেবে পরিচিত এবং যতদিন বিশ্বের তেল এবং গ্যাসের প্রয়োজন হবে ততদিন সংযুক্ত আরব আমিরাত এই ভূমিকা পালন করে যাবে৷

সেনেগালের প্রেসিডেন্ট এবং আফ্রিকান ইউনিয়নের চেয়ারপার্সন ম্যাকি সাল বলেন, ‘‘যদিও আফ্রিকা গ্রিনহাউস গ্যাসের নির্গমনে ৪ শতাংশেরও কম অবদান রাখে, তারপরও তারা কার্বন ব্যবহারে মিতব্যয়িতা, জলবায়ু পরিবর্তনে সহনশীলতা এবং একটি যুক্তিসঙ্গত সময়সীমার মধ্যে কার্বন নিরপেক্ষতার লক্ষ্যে পৌঁছানোর জন্য আজ করবে৷''

‘‘আমরা একটি সবুজ পরিবর্তনের পক্ষে যা ন্যায্য ও ন্যায়সঙ্গত৷ এমন কোনো সিদ্ধান্ত আমরা চাই না যা আমাদের উন্নয়নকে ব্যহত করে,'' বলেন তিনি৷

একেএ/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ