1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলসায় স্টান্ট দেখাতে গিয়ে মাটিতে আছাড় খেলেন পিংক

১৭ জুলাই ২০১০

জার্মানির ন্যুরেনবার্গ শহরে মঞ্চে স্টান্ট দেখাতে গিয়ে দুর্ঘটনায় পড়েছেন মার্কিন পপস্টার পিংক৷ গায়িকা এখন হাসপাতালে৷ তবে,‘তেমন আঘাত লাগে নি আমার’, টুইটারে জানিয়ে দিয়েছেন তিনি ফ্যানদের৷

Pink,Pop,Singer,Stunt,stage,জার্মানি,পিংক,ন্যুরেনবার্গ,স্টান্ট,যুবতী,মঞ্চ,twitter,টুইটার,হাড়গোড়,ফ্যান,দুঃখ,জলসা
পিংক৷ আসল নাম অ্যালিসিয়া বেথ মূরছবি: AP

বেচারা পিংক৷ ন্যুরেনবার্গের জলসায় মঞ্চের ওপর থেকে ফ্যানদের কাছে সার্কাসের ট্রাপিজের খেলার মত হাওয়ায় উড়ে উড়ে যেতে চাইছিলেন তিনি৷ কিন্তু পরপর দুটো ট্রাপিজের তার ছিঁড়ে যাওয়ায় একেবারে ‘পপাত চ মমার চ৷' হলভর্তি ফ্যানেরা কিছু বোঝার আগেই গায়িকা সোজা মাটিতে৷ সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স৷ হাসপাতাল৷ জলসার বারোটা বেজে গেছে ততক্ষণে৷

তবে ভাগ্য ভালো বলতে হবে পিংকের৷ যেভাবে অতটা উঁচু থেকে পড়েছিলেন তিনি, তাতে তিরিশ বছরের এই যুবতীর হাড়গোড় ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল যথেষ্ট৷ কিন্তু পরে টুইটারে গায়িকা তাঁর ফ্যানদের লিখেছেন, ‘কিচ্ছু ভাঙে নি, কোথাও ফুলে ওঠে নি আমার শরীরে৷ আমি মোটের ওপর ঠিক আছি৷ একটু ব্যাথা বেদনা আছে, তবে ও তেমন কিছু নয়৷ আমি সত্যিই দুঃখিত৷ ন্যুরেনবার্গের ফ্যানেদের জন্য ভীষণভাবে দুঃখিত এই জলসাটার করুণ পরিণতির জন্য৷'

মঞ্চের ওপর এইসব জমকালো ব্যাপারস্যাপার পিংকের পছন্দসইছবি: AP

আসলে গানের অনুষ্ঠানে এইসব স্টান্ট করাটা পিংক-এর বেশ প্রিয়৷ এমনিতে তিনি পপ রক, পাংক রক, সাইকেডেলিক পপ এবং আর এন্ড বি গানের জন্যই বেশি পরিচিত৷ সেইসব গান নিজেই লেখেন, সুর দেন, গেয়েও থাকেন৷ তাছাড়া টুকটাক অভিনয় করেন৷ মডেলিং ইত্যাদিও৷ ২০০০ সাল থেকেই এই পিংক-এর উত্থান বেশ চোখে পড়ার মত৷

চোখে পড়ার মত হলেও আপাতত আবার সাংবাদিকদের বিচারে পিংক কিন্তু ততটা সুখে নেই৷ মার্কিন সংস্কৃতি সাংবাদিকদের মতে পিংক নাকি ‘সবচেয়ে কম পরিচিত সুপারস্টার৷' মন্তব্যটা মজার৷ ‘কম পরিচিত ' আবার ‘সুপারস্টার' দুটোই একসঙ্গে হওয়া তো সহজ কথা নয়! তো, পিংক নাকি সেরকমই৷

আপাতত এই স্টান্ট দেখাতে গিয়ে আকাশ থেকে পড়ার পর আবারও এই গায়িকা উঠে দাঁড়াতে পারলে তো ভালোই! সেটা তাঁর নিজের জন্যই দরকারও বোধহয়৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ