1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলাভূমি, সবুজের অভাব আর ভবনে উত্তপ্ত ঢাকা

হারুন উর রশীদ স্বপন ঢাকা
১৬ এপ্রিল ২০২৩

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ঢাকাসহ সারাদেশ৷ প্রতিদিনই তাপমাত্রা রেকর্ড ছাড়াচ্ছে৷ বিশেষজ্ঞরা বলছেন ঢাকায় তাপমাত্রা বৃদ্ধির পেছনে বৈশ্বিক উষ্ণতার পাশাপাশি স্থানীয় অনেক কারণও আছে৷

তীব্র তাবদাহে নাজেহাল ঢাকার খেটেখাওয়া মানুষ
তীব্র তাবদাহে নাজেহাল ঢাকার খেটেখাওয়া মানুষছবি: Habibur Rahman/abaca/picture alliance

বিশেষ করে ঢাকা শহরের সবুজ মাঠ, খোলা জায়গা ও পুকুর খাল ধ্বংস করায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়েও কয়েক ডিগ্রি সেলসিয়াস বেশি অনুভূত হচ্ছে৷ ভবন তৈরির নির্মাণ সামগ্রী এবং কাঠামোও তাপ বাড়াতে ভূমিকা রাখছে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা৷

রোববার বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস৷ শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪২.২ ডিগ্রি সেলসিয়াম চুয়াডাঙ্গায়৷

গত দুইদিন ধরে ঢাকা তাপমাত্রার ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে, যা গত ছয় দশকের মধ্যে সর্বোচ্চ৷ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে৷ এই তাপপ্রবাহ আরো তিন চারদিন অব্যাহত থাকবে৷ রাতে তাপ আরো বাড়তে পারে৷ দেশে কোথাও কোনো বৃষ্টিপাত নাই৷ তবে কোথায় কোথাও আকাশ হালকা মেঘাচ্ছন্ন৷

ঢাকার ৮২ ভাগ কংক্রিটে আচ্ছাদিত: ড. আদিল মোহাম্মদ খান

This browser does not support the audio element.

ঢাকায় তাপ না কমে বেড়ে যায়

ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাবেক সাধারণ সম্পাদক নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান বলেন, ‘‘বৈশ্বিক উষ্ণায়ন তো আছেই কিন্তু ঢাকায় বেশি গরম লাগার স্থানীয় কারণ আছে৷ একটি নগরে স্থাপনা থাকবেই৷ তার সঙ্গে সবুজ ২৫ ভাগ এবং ওয়াটার বডি ১৫ ভাগ মোট ৪০ ভাগ জায়গা ছেড়ে দিতে হবে৷ আমরা ২০২০ সালে এক গবেষণায় দেখেছি ঢাকার মোট ভূমির শতকরা ৮২ ভাগ কংক্রিটে আচ্ছাদিত৷ ফলে এখানে তাপমাত্রা কমানো যায় না৷ সবুজ এবং ওয়াটারবডি থাকলে তিন-চার ডিগ্রি তাপ কমে যেত৷''

কিন্তু তাপ কমার বদলে ঢাকা উল্টো তাপ বৃদ্ধিতে ভূমিকা রাখছে৷ তিনি বলেন,  ‘‘বাংলাদেশের পরিবেশ বিবেচনা না করে এয়ার টাইট উঁচু উঁচু ভবন তৈরি হচ্ছে৷ ভবনগুলো কাঁচে আচ্ছাদিত৷ এগুলো উল্টো তাপ উৎপাদন করে৷ আবার যেসব নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয় তা-ও তাপ উৎপাদন করে৷”

ঢাকার আসন্ন মৃত্যু, 'দায়ী নয় জলবায়ু'

07:48

This browser does not support the video element.

এর আশু কোনা সমাধানও নেই বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ৷ তিনি মনে করেন এখন থেকে ভূমি ব্যবহারের নীতিমালা ও বিল্ডিং কোড ঠিক করে তা মেনে চললে ২০-৩০ বছরে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. তৌহিদা রশীদ বলেন, ‘‘গ্রাম এবং শহরের তাপমাত্রায় দুই-তিন ডিগ্রি পার্থক্য থাকে৷ কারণ গ্রামে গাছপালা আছে, জলাশয় আছে৷ ঢাকা শহরে অপরিকিল্পিত নগরায়ন হয়েছে৷ ফলে তাপমাত্রা বেশি অনুভূত হয়৷ আর পরিবেশ দূষণ তো আছেই৷ নগর পরিকল্পনায় যদি পর্যাপ্ত গাছপালা, জলাশয় যোগ করা যায়৷ পরিবেশের উপযোগী করে যদি ভবন নির্মাণ করা যায় তাহলে তাপমাত্রা পাঁচ ডিগ্রি পর্যন্ত কমানো যায়৷”

আবহাওয়ার পরিবর্তন

বাংলাদেশে সার্বিকভাবে তাপমাত্রায় চলতি বছরের পরিবর্তনের পেছনে রয়েছে আবহাওয়াগত কারণও৷ ড. তৌহিদা রশীদ বলেন, ‘‘প্রশান্ত মহামাগরের শীতল রাত থেকে এখন আমরা উষ্ণ রাতে প্রবেশ করছি৷ এটা কয়েক বছর পরপর ফিরে আসে৷ আমরা পুরোপুরি উষ্ণ রাতে প্রবেশ করি জুনের দিকে৷ তখন এই অঞ্চলে এশিয়ার পূর্বাঞ্চলে বৃষ্টি হয় না৷ বৃষ্টি হয় ব্রাজিল, পেরু, উত্তর অ্যামেরিকা ওই অঞ্চলে৷ ফলে আমাদের কয়েক বছর খরা ও উষ্ণতা মোকাবিলা করতে হবে৷''

নগর পরিকল্পনায় তাপমাত্রা পাঁচ ডিগ্রি কমানো যায়: তৌহিদা রশীদ

This browser does not support the audio element.

তার সঙ্গে সমূদ্র পৃষ্ঠের উষ্ণতাও এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানান আবহাওয়া বিজ্ঞানের এই অধ্যাপক৷

সার্বিকভাবে এই তাপপ্রবাহ আরো তিন-চারদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর৷ অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানা সুলতানা বলেন, "গত ৫ এপ্রিল থেকে বাংলাদেশে এই তীব্র তাপপ্রবাহ শুরু হয়৷ এর কারণ, এপ্রিল-মার্চ মাসে সূর্য মাথার উপরে আসে তখন পাকিস্তান, রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বাংলাদেশ এই এলাকায় সূর্য খাড়াভাবে কিরণ দেয়৷ ফলে একটি গরমের প্রবাহ তৈরি হয়৷ এই প্রবাহ এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে যায়৷ পকিস্তান থেকে প্রবাহ আসে৷”

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘‘ঢাকায় জনবসতি, কল কারখানা, গাড়ি বেশি, গাছপালা নেই৷ এ কারণে এখানে গরম বেশি অনুভূত হয়৷” 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ