1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

জলেই লুকিয়ে বিপদ

৯ ফেব্রুয়ারি ২০১৮

জল খেলেই বিপদ৷শরীরে ঢুকে যেতে পারে ভয়ংকর প্যাথোজেন৷ রক্তের সঙ্গে যা মিশে গেলে অ্যান্টিবায়োটিকও কাজ করবে না৷ জার্মানিতে সম্প্রতি এমনই এক রিপোর্ট প্রকাশিত হয়েছে৷

Neues Bakterium entdeckt MCR-1 Antibiotikaresistenz
ছবি: Imago/Science Photo Library

উত্তর জার্মানির লোয়ার স্যাক্সন অঞ্চলের ১২টি জায়গার জলে ভয়াবহ এই প্যাথোজেন পাওয়া গেছে৷ গবেষকেরা জানিয়েছেন, এ ধরনের ব্যাকটেরিয়া শরীরে একবার প্রবেশ করলে বহু অ্যান্টিবায়োটিক কাজ করে না৷ কারণ, এ ধরনের প্যাথোজেন এক ধরনের অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবায়োটিককে যা নিস্তেজ করে দেয়৷

গবেষকেরা লোয়ার স্যাক্সনি অঞ্চলের থেকে জল সংগ্রহ করে তা পাঠিয়েছিলেন ড্রেসডেন বিশ্ববিদ্যালয় এবং জার্মান সেন্টার ফর ইনফেকশন রিসার্চে৷ গবেষণায় দেখা গিয়েছে, প্রতিটি অঞ্চলের জলেই ওই ধরনের ব্যাকটেরিয়া আছে৷ সাধারণ অ্যান্টিবায়োটিক তো বটেই, জীবনদায়ক কোনো কোনো অ্যান্টিবায়োটিককেও অকেজো করে দিচ্ছেএই প্যাথোজেনগুলি৷ কিন্তু কীভাবে এর সঙ্গে মোকাবিলা করা যায়, তা নিয়ে এখনো কেউ আলো দেখাতে পারেননি৷

অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে সতর্কতা জরুরি

02:52

This browser does not support the video element.

গবেষণার ফলাফল জেনে বিশিষ্ট বিজ্ঞানীরা বলছেন, পরিবেশে প্যাথোজেন অনেক আগে থেকেই ছিল৷ কিন্তু এত দ্রুত তা এতটা বৃদ্ধি পেয়েছে, তা তাঁরা কল্পনাও করতে পারেননি৷ বস্তুত, এ ধরনের প্যাথোজেনকে প্রাণনাষক বলেই মনে করছেন তাঁরা৷ তাঁদের ধারণা, দ্রুত এই প্যাথোজেনের সংখ্যা আরো বৃদ্ধি পাবে৷ কিন্তু একই সঙ্গে তাঁদের আক্ষেপ, জলদূষণ নিয়ে ইদানীং বহু গবেষণা হলেও প্যাথোজেনের উপস্থিতি কার্যত দেখাই হয় না৷ কারণ, প্যাথোজেনকে এতদিন পর্যন্ত সমস্যা বলে মনেই করা হতো না৷

উত্তর জার্মানির দু'টি বিখ্যাত সাঁতার কাটার জায়গা হলো সুইশেনআনার এবং ট্যুফেলডার লেক৷ দুঃখজনক বিষয় হলো, এই দু'টি লেকেই প্যাথোজেন পাওয়া গিয়েছে৷ শুধু তাই নয়, বিভিন্ন নদী এবং ঝর্ণার জলেও এই ব্যাকটেরিয়ার উপস্থিতি মিলেছে৷

বিশেষজ্ঞেরা বলছেন, স্বাস্থ্যবান মানুষের শরীরে প্যাথোজেন থাকলেও তা টের পাওয়া যায় না৷ কিন্তু তিনি যখন শিশু বা বৃদ্ধের সঙ্গে শারীরিকভাবে মেলামেশা করেন, তখন তা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে৷ অসুস্থ মানুষের শরীরে খুব সহজেই এ ধরনের ব্যাকটেরিয়া চলে যেতে পারে৷ এবং একবার তা চলে গেলে কোনো অ্যান্টিবায়োটিকই আর কাজ করবে না৷

বিষয়টির গুরুত্ব অনুধাবন করে জার্মানির পরিবেশ বিষয়ক মন্ত্রক ইতিমধ্যেই ব্যাকটেরিয়াটিকে নিয়ে আরো গবেষণার কথা জানিয়েছেন৷ দ্রুত যাতে এই সমস্যার সমাধানে পৌঁছানো যায়, তার জন্য গবেষকদের কাছে আর্জিও জানানো হয়েছে৷

নাটালি ম্যুলার/এসজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ