1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জহির রায়হানের ‘বরফ গলা নদী' নিয়ে ছবি করতে চাই - সুচন্দা

১৯ অক্টোবর ২০১১

বাংলাদেশের চলচ্চিত্র জগতের স্বনামধন্য ব্যক্তিত্ব কোহিনূর আক্তার সুচন্দা৷ ষাটের দশকে অভিনেত্রী এবং পরবর্তীতে পরিচালক হিসেবে দেশের কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি৷ সম্প্রতি আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন সুচন্দা৷

কোহিনূর আক্তার সুচন্দাছবি: Arafat Raihan

ডয়চে ভেলের সাথে একান্ত সাক্ষাৎকারে সুচন্দা বলেন, আসলে আমি ছোট থেকেই ব্যারিস্টার হওয়ার স্বপ্ন দেখছিলাম৷ কিন্তু কলেজে ভর্তি হওয়ার পর প্রথম বর্ষ থেকেই আমি চলচ্চিত্র জগতের সাথে জড়িয়ে পড়ি৷ সেসময় সামাজিকভাবে এই জগতের শিল্পীদের দিকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখা হতো৷ কিন্তু তবুও নানা বাধা-বিপত্তি মাড়িয়ে অনেকটা অজানার পথেই পা বাড়ায়৷ কিন্তু কাজ করতে করতে আমি এই অঙ্গনটাকে এতোটাই ভালোবেসে ফেলি এবং দেখি যে আসল অবস্থা তো আসলে ভিন্ন৷ চিত্র জগতের মানুষগুলো এবং পরিবেশ এতোটাই ভালো ছিল যে আমি আমার অপর দুই বোন ববিতা এবং চম্পাকেও নিয়ে আসলাম৷

আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন সুচন্দাছবি: Arafat Raihan

অদূর ভবিষ্যতে কাজের পরিকল্পনা সম্পর্কে সুচন্দা জানান, জহির রায়হানের বিখ্যাত উপন্যাস ‘হাজার বছর ধরে' এর উপর ভিত্তি করে ছবি তৈরি করার পর প্রচুর সাড়া পেয়েছি৷ এই ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৭০-৮০টি সংগঠন থেকে পুরস্কার পেয়েছি৷ এছাড়া বেশ কয়েকটি জাতীয় পুরস্কারও পেয়েছি৷ এটা আমাকে আরো ছবি করার ব্যাপারে উৎসাহ দিয়েছে৷ আমার ইচ্ছা জহির রায়হানের আরো একটি বিখ্যাত উপন্যাস ‘বরফ গলা নদী' এবং তাঁরই আরেকটি উপন্যাসের উপর ভিত্তি করে একুশে ফেব্রুয়ারির উপর একটি চিত্রনাট্য তৈরি করার৷

সাক্ষাৎকার: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ