1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জাকারবার্গের পদত্যাগ করা উচিত’

২ নভেম্বর ২০২১

ফেসবুকের সাবেক প্রোডাক্ট ডেভেলপার ফ্রান্সেস হাউগেন সম্প্রতি কোম্পানির কিছু অভ্যন্তরীণ নথি প্রকাশ করে আলোচিত হয়েছেন৷ এবার তিনি বললেন, মার্ক জাকারবার্গের পদত্যাগ করা উচিত৷

Frances Haugen Facebook-Whistleblowerin
ছবি: Drew Angerer/Pool via AP/picture alliance

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের মুখোমুখি হয়েও সম্প্রতি নানান তথ্য দিয়েছেন হাউগেন৷ তিনি বলেন, ফেসবুক যদি বিভেদ সৃষ্টি করতে পারে এমন কন্টেন্ট প্রচারে তার অ্যালগরিদম নিয়ন্ত্রণ না করে তাহলে বিশ্বে আরও বিশৃঙ্খলা দেখা দিতে পারে৷

এসব কারণে বেশ সমালোচনার মুখে পড়েছিল ফেসবুক৷ এই অবস্থায় কোম্পানির নাম পরিবর্তন করে ‘মেটা' করার ঘোষণা দেন জাকারবার্গ৷ তার দাবি, পরবর্তী প্রজন্মের ইন্টারনেট হতে যাচ্ছে ‘মেটাভার্স'৷ ফেসবুককে সেটার জন্য প্রস্তুত করতে নাম পরিবর্তন করা হয়েছে৷

ছবি: Meta/picture alliance/dpa

তবে ফেসবুকের নাম পরিবর্তনের কড়া সমালোচনা করেছেন হাউগেন৷ সোমবার লিসবনে ওয়েব সামিট টেক কনফারেন্সে দেয়া এক বক্তব্যে হাউগেন বলেন, বর্তমান সমস্যার সমাধান না করে ‘মেটাভার্স' গড়ে তোলার পরিকল্পনা একটি ‘অবিবেকপ্রসূত' পরিকল্পনা৷ ‘‘প্ল্যাটফর্মের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে বিনিয়োগের পরিবর্তে ফেসবুক ভিডিও গেমের জন্য ১০ হাজার প্রকৌশলী নিয়োগ দিচ্ছে,'' বলেন তিনি৷ মেটাভার্স নিয়ে কাজ করতে সম্প্রতি ইউরোপে ১০ হাজার কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে ফেসবুক৷

জাকারবার্গের পদত্যাগ করা উচিত কিনা এই প্রশ্নের উত্তরে হাউগেন বলেন, ‘‘নিরাপত্তা নিয়ে চিন্তা করেন এমন কেউ নিয়োগ পেলে ফেসবুক আরও শক্তিশালী হবে, সুতরাং উত্তর ইতিবাচক৷''

জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ