‘জাকারবার্গের পদত্যাগ করা উচিত’
২ নভেম্বর ২০২১যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের মুখোমুখি হয়েও সম্প্রতি নানান তথ্য দিয়েছেন হাউগেন৷ তিনি বলেন, ফেসবুক যদি বিভেদ সৃষ্টি করতে পারে এমন কন্টেন্ট প্রচারে তার অ্যালগরিদম নিয়ন্ত্রণ না করে তাহলে বিশ্বে আরও বিশৃঙ্খলা দেখা দিতে পারে৷
এসব কারণে বেশ সমালোচনার মুখে পড়েছিল ফেসবুক৷ এই অবস্থায় কোম্পানির নাম পরিবর্তন করে ‘মেটা' করার ঘোষণা দেন জাকারবার্গ৷ তার দাবি, পরবর্তী প্রজন্মের ইন্টারনেট হতে যাচ্ছে ‘মেটাভার্স'৷ ফেসবুককে সেটার জন্য প্রস্তুত করতে নাম পরিবর্তন করা হয়েছে৷
তবে ফেসবুকের নাম পরিবর্তনের কড়া সমালোচনা করেছেন হাউগেন৷ সোমবার লিসবনে ওয়েব সামিট টেক কনফারেন্সে দেয়া এক বক্তব্যে হাউগেন বলেন, বর্তমান সমস্যার সমাধান না করে ‘মেটাভার্স' গড়ে তোলার পরিকল্পনা একটি ‘অবিবেকপ্রসূত' পরিকল্পনা৷ ‘‘প্ল্যাটফর্মের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে বিনিয়োগের পরিবর্তে ফেসবুক ভিডিও গেমের জন্য ১০ হাজার প্রকৌশলী নিয়োগ দিচ্ছে,'' বলেন তিনি৷ মেটাভার্স নিয়ে কাজ করতে সম্প্রতি ইউরোপে ১০ হাজার কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে ফেসবুক৷
জাকারবার্গের পদত্যাগ করা উচিত কিনা এই প্রশ্নের উত্তরে হাউগেন বলেন, ‘‘নিরাপত্তা নিয়ে চিন্তা করেন এমন কেউ নিয়োগ পেলে ফেসবুক আরও শক্তিশালী হবে, সুতরাং উত্তর ইতিবাচক৷''
জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স)