1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাকার্তা হামলার পেছনে আইএস!

১৪ জানুয়ারি ২০১৬

বৃহস্পতিবার সকালে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কেন্দ্রস্থলে যে সন্ত্রাসী হামলা হয়, তাকে দু'মাস আগের প্যারিস হামলার সঙ্গে তুলনা করছেন বিশেষজ্ঞরা৷ এই হামলার সঙ্গেও তথাকথিত ইসলামিক স্টেট জড়িত বলে জানিয়েছে দেশটির পুলিশ৷

Symbolbild - Flagge ISIS
ছবি: picture-alliance/dpa

মধ্যপ্রাচ্যভিত্তিক এই জঙ্গি দলটির সঙ্গে সংশ্লিষ্ট একটি ওয়েবসাইটেও জাকার্তা হামলার দায় স্বীকার করা হয়েছে৷ দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে আইএস বা আইসিস-এর এটাই প্রথম আঘাত৷

হামলার কেন্দ্র ছিল জাকার্তার সারিনা শপিং মল মোড়, যা রাজধানী শহরের প্রধান বাণিজ্যিক এলাকা৷ এর কাছেই প্রেসিডেন্ট প্রাসাদ, জাতিসংঘ ভবন এবং ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংকটি অবস্থিত৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, হামলায় অন্তত দু'জন বেসামরিক নাগরিক এবং পাঁচজন হামলাকারী নিহত হয়েছে বলে জানা গেছে৷ নিহত বেসামরিক নাগরিকদের মধ্যে একজন ক্যানাডার এবং অন্যজন ইন্দোনেশীয়৷ এছাড়া আহত হয়েছে জাতিসংঘে কর্মরত এক ডাচ নাগরিকসহ আরও ২০ জন৷

ছবি: Getty Images/AFP/B. Ismoyo

বিশ্বের বৃহত্তম মুসলিম দেশটির পুলিশ সূত্র থেকে জানা যায়, বাহরুন নাইম নামের এক ইন্দোনেশীয় নাগরিকই এই হামলার মূল পরিকল্পনাকারী৷ তবে নাইম এ মুহূর্তে সিরিয়ায় অবস্থান করছে বলে খবর৷

হামলা শুরুর পরপরই অবশ্য পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে৷ এরপর দীর্ঘ প্রায় চার ঘণ্টা হামলাকারীদের সঙ্গে গোলাগুলি চলে পুলিশের৷ পুলিশ বাহিনীর মুখপাত্র আন্তন শার্লিয়ানও বলেন যে, হামলাকারীরা প্যারিস হামলার ধরন অনুসরণ করে৷ তাঁর কথায়, গত নভেম্বর মাসেই নাকি আইএস-এর হামলার হুমকি তারা পেয়েছিলেন৷

ছবি: Reuters/Antara Foto/M. Agung Rajasa

হামলাকারীদের মধ্যে দু'জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ৷

ডিজি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ