1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতিগত বিদ্বেষ: ইসরায়েলের দুই রাজনীতিক নিষিদ্ধ

২৬ আগস্ট ২০১৯

আরবদের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষ ছড়ানোর দায়ে ইসরায়েলের ডানপন্থি রাজনৈতিক দল জিউস পাওয়ারের দুই রাজনীতিবিদকে আগামী নির্বাচনে নিষিদ্ধ করেছে দেশটির আদালত৷

Bildkombo Baruch Marzel Benzi Gopstein
ছবি: Getty Images/AFP/M. Kahana

বেনি গোপস্টাইন ও বারুখ মার্জেল এর বিরুদ্ধে আদালতে আরবদের নিয়ে জাতিগত বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনে দেশটির বেশ কয়েকটি বামপন্থি রাজনৈতিক দল৷

বেনি গোপস্টাইন দেশটির লেভা নামের একটি সংস্থার প্রধান৷ এ সংস্থাটি ইহুদিদের সঙ্গে ভিন্ন ধর্মাবলম্বীদের বিয়ে ও ইসরায়েলে ফিলিস্তিনি এবং আরবদের অবস্থানসহ নানা ইস্যু নিয়ে আন্দোলন করে থাকে৷  আর বারুখ মার্জেল দেশটির কট্টরপন্থি রাজনীতিবিদ রাব্বি মেইর কাহারনের ডানহাত হিসেবে পরিচিত৷

আগামী ১৭ সেপ্টেম্বর দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা৷ আদালতের এ রায়ের ফলে এ দুই রাজনীতিবিদ এ নির্বাচনে অংশ নিতে পারছেন না৷

উল্লেখ্য, জিউস পাওয়ার হলো ইসরায়েলের একটি কট্টর  ডানপন্থি রাজনৈতিক সংগঠন, যেটি আরব-বিরোধী ও উগ্র জাতীয়তাবাদ ধারায় বিশ্বাস করে৷ দলটির অন্যান্য রাজনৈতিক  দাবির মধ্যে রয়েছে পশ্চিমতীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা, ইসরায়েলে বসবাসরত আরবদের পাশ্ববর্তী দেশে স্থানান্তর, এবং ইসরায়েলে রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় আইন চালু করা৷

কট্টরপন্থি রাজনীতিবিদ রাব্বি মেইর কাহারনের দল কাখ পার্টি থেকেই জিউস পাওয়ার নামের এ দলটির জন্ম হয়৷

এপ্রিলে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল৷ নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহু পুননির্বাচিত হলেও দেশটির সংসদের সংবিধানিক ধারা মেনে নেতানিয়াহু সরকার গঠন করতে ব্যর্থ হন৷ ফলে আগামী ১৭ সেপ্টেম্বর পুননির্বাচনের তারিখ ঘোষণা করা হয়৷

আরআর/কেএম (ইএফই, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ