1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তপ্ত আসাম

৭ আগস্ট ২০১২

ফের উত্তপ্ত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম৷ জাতিগত দাঙ্গায় গত দু’দিনে নিহত হয়েছে আরও পাঁচজন৷ কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই’কে দিয়ে এই জাতিদাঙ্গার তদন্ত করার দাবি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তরণ গগৈ৷

Indian security personnel patrol on a street during curfew near Kokorajhar town in the northeastern Indian state of Assam July 22, 2012. At least 17 people, including a six-month-old child, were killed and many wounded in fighting between indigenous tribes and Muslim settlers at the weekend in Assam, police said on July 23, 2012. Authorities imposed a night-time curfew to prevent more violence and federal troops moved into remote areas to deal with threats of more violence. Picture taken July 22, 2012. REUTERS/Stringer (INDIA - Tags: CIVIL UNREST)
ছবি: Reuters

গত ১০ দিন শান্ত থাকার পর আসামে নতুন করে জাতিদাঙ্গায় গত দু'দিনে মারা গেছে আরও পাঁচজন৷ ঐ সহিংস ঘটনার পর কোকরাঝাড়ে এবং চিরাং'এ অনির্দিষ্টকালের জন্য আবার কারফিউ জারি করা হয়৷ সহিংসতা আবার ফিরে আসার প্রতিবাদে স্থানীয় মানুষ কোকরাঝাড়-ধুবরি সীমান্তে জাতীয় সড়ক অবরোধ করে৷ নিরাপত্তা বাহিনী তাঁদের হটিয়ে দেয়৷

শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের ভূমিকা প্রসঙ্গে আসামের সাংবাদিক ডয়চে ভেলেকে বললেন, সুশীল সমাজের যেভাবে এগিয়ে আসা উচিত ছিল তা হয়নি৷ হলেও তা বিক্ষিপ্তভাবে৷ তবে তরুণ প্রজন্ম কিছুটা সাড়া দিলেও বুদ্ধিজীবীদের তরফে তেমন চেষ্টা হয়নি৷

আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই'কে দিয়ে জাতিদাঙ্গার তদন্ত করানোর দাবি জানিয়েছেন৷ জাতি দাঙ্গায় এ পর্যন্ত ৭৩ জনের মৃত্যুর কথা স্বীকার করেছেন তিনি৷ ত্রাণ শিবিরে আরো ১৬ জনের মৃত্যুর কথাও বলেছেন মুখ্যমন্ত্রী৷ গ্রেপ্তার করা হয়েছে ১৭০ জনকে৷

অন্যদিকে যে অস্বাস্থ্যকর পরিবেশে সরকারি রিলিফ ক্যাম্পে শরণার্থীদের রাখা হয়, তা এক কথায় অকথ্য৷ গরু-ছাগলের মতো গাদাগাদি করে থাকা, যেখানে ৪০০ লোকের থাকার কথা, সেখানে আছে দু'হাজার৷ ওষুধ নেই, পানীয় জল নেই৷ ম্যালেরিয়া, ডাইরিয়ার মতো রোগের সংক্রমণ বাড়ছে৷ দু'বছরের নীচে ৮ হাজার শিশু অসুস্থ৷ অবিলম্বে ৪ হাজার গর্ভবতী মহিলার জরুরি চিকিৎসা দরকার৷ তবু শরণার্থীরা ঘরে ফিরতে ভয় পাচ্ছে৷

কবে তাঁরা ঘরে ফিরতে পারবে তা অনিশ্চিত৷ তার ওপর বিভিন্ন বোড়ো সংগঠনের দাবি, যাঁদের পুনর্বাসন দেয়া হবে তাঁদের কাছে যেন ভোটার কার্ড বা রেশন কার্ডের মতো সরকারি কাগজপত্র থাকে৷ সরকার তা মেনে নিয়েছে কিছুটা৷ সন্দেহ, বাইরের কিছু লোক শিবিরে আশ্রয় নিয়ে গন্ডগোল পাকাবার চেষ্টা করছে৷ এইসব কারণে পুনর্বাসনের কাজটা জটিল ও প্রলম্বিত হবে এবং ঘরছাড়া মানুষদের দুর্ভোগ দীর্ঘায়িত হবে৷

উল্লেখ্য, জুলাই মাসের প্রথম দিকে আসামে শুরু হয় বাংলাভাষী মুসলিম অভিবাসী ও বোড়ো উপজাতিদের মধ্যে জাতিদাঙ্গা যার কেন্দ্রবিন্দু সম্ভবত জমির দখল৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ