1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রায়ে প্রত্যাশা মেটেনি

সমীর কুমার দে, ঢাকা৬ ফেব্রুয়ারি ২০১৩

জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড না হওয়ায় সন্তুষ্ট হতে পারেন নি মুক্তিযোদ্ধাসহ শহিদ পরিবারের সদস্যরা৷ অধ্যাপক মুনতাসির মামুন বলেছেন, এই রায়ের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের পরাজয় ঘটল৷

People attend a sit-in protest at Shahbagh intersection, demanding capital punishment for Bangladesh's Jamaat-e-Islami senior leader Abdul Quader Mollah, after a war crimes tribunal sentenced him to life imprisonment, in Dhaka February 5, 2013. The war crimes tribunal sentenced Quader Mollah, 64, to life in prison on Tuesday, the second verdict in trials that have reopened wounds about the country's independence war and sparked riots. He was found guilty of charges including murder, rape, torture and arson during Bangladesh's war to break away from Pakistan in 1971. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: POLITICS CIVIL UNREST CRIME LAW)
ছবি: REUTERS

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারা৷ এ রায়ের প্রতিবাদ জানিয়ে হাইকোর্টের বাইরে বিক্ষোভ করছেন তাঁরা৷ তাঁরা বলেন, এতদিন জামায়াতের দেশে-বিদেশে লবিস্ট নিয়োগের যে কথা আমরা শুনে আসছিলাম, এই রায়ের মধ্য দিয়ে তা প্রমাণিত হলো৷ মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবার যে রায় প্রত্যাশা করেছিল এতে তার প্রতিফলন হয়নি বলে মনে করেন তাঁরা৷

একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটির সহ-সভাপতি অধ্যাপক মুনতাসির মামুন বলেন, এই রায়ের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের পরাজয় ঘটল৷ তিনি বলেন, কাদের মোল্লার যদি মৃত্যুদণ্ড না হয়, তাহলে অন্যদের ৫ বছর, ১০ বছর করে কারাদণ্ড হবে, যা জাতি কখনই মেনে নিতে পারে না৷

মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুল কাদের মোল্লাকে দেয়া যাবজ্জীবন কারাদণ্ডের রায় ভুয়া বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধে শহিদ সাংবাদিক খন্দকার আবু তালেবের ছেলে ও মেয়ে৷ তাঁরা বলেন, এই শাস্তি অতি নগণ্য৷ তাই এ রায় কোনোভাবেই মেনে নেয়া যায় না৷ তাঁরা আরও বলেন, আদালতের প্রতি আস্থা আছে৷ তাই আশা করছি, সরকার যখন আপিল করবে, তখন যেন কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়৷

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, এই রায় তারা মেনে নিতে পারেন নি৷ আদালতের প্রতি সম্মান দেখিয়ে তিনি বলেন, জাতির প্রত্যাশা অনুযায়ী রায় ঘোষিত হয়নি৷

আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, প্রসিকিউশন পক্ষ প্রয়োজন মনে করলে উচ্চ আদালতে আপিল করতে পারে৷ রায় পুরোপুরি না দেখে বেশি কিছু মন্তব্য করতে চাননি তিনি৷ আর আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, জাতির প্রত্যাশা অনুযায়ী রায় হয়নি৷ তাই এ রায় তিনি প্রত্যাখান করছেন৷

প্রধান বিরোধী দল বিএনপি অবশ্য এই রায়ের ব্যাপারে কোনো প্রতিক্রিয়াই দেয়নি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ