1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উদ্বাস্তু সংকট নিয়ে চিন্তাভাবনা

৩০ সেপ্টেম্বর ২০১৫

জি-সেভেন গোষ্ঠী, ও ইউরোপ তথা উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশ জাতিসংঘের ত্রাণ সংগঠনগুলিকে প্রায় দুই বিলিয়ন ডলার অর্থসাহায্য দেবার প্রতিশ্রুতি দিয়েছে৷ যুগপৎ চলেছে সিরিয়া সংকট সমাধানের কূটনৈতিক প্রচেষ্টা৷

Türkei Syrische Flüchtlinge 28.01.2015
ছবি: picture-alliance/dpa/S. Suna

জি-সেভেন গোষ্ঠী – অর্থাৎ ব্রিটেন, ক্যানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র – এবং সেই সঙ্গে অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে, সুউডেন, সুইজারল্যান্ড, তুরস্ক, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত-এর পররাষ্ট্রমন্ত্রীবর্গ তাদের যৌথ বৈঠকে ইউএন এজেন্সিগুলিকে এক দশমিক ৮ বিলিয়ন অর্থসাহায্য দেবার সিদ্ধান্ত নিয়েছেন৷ এর মধ্যে জার্মানি দেবে ১০০ মিলিয়ন ইউরো বা ১১৩ মিলিয়ন ডলার৷ জাতিসংঘ বর্তমানে বিশ্বব্যাপী প্রায় ছ'কোটি উদ্বাস্তুকে সাহায্য করার চেষ্টা করছে: এই উদ্বাস্তুরা বিভিন্ন সংঘাত থেকে পালাতে চায়; দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি যাবৎ এত বেশি মানুষ বাস্তু ছেড়ে পলায়ন করেননি৷

জি সেভেন ও অন্যান্যদের প্রতিশ্রুতি মোটামুটি তাদের পূর্বপ্রদত্ত প্রতিশ্রুতির অনুরূপ৷ অপরদিকে জাপান যে পৃথকভাবে এক দশমিক পাঁচ বিলিয়ন সাহায্য দেবার অভিপ্রায় ঘোষণা করেছে, তা থেকে বোঝা যায়, মধ্যপ্রাচ্য তথা ইউরোপের উদ্বাস্তু সংকট এখন বৈশ্বিক মঞ্চে উন্নীত হয়েছে৷ জাপানের অর্থসাহায্যের অর্ধেকের কিছু বেশি ব্যয় হবে সিরিয়া ও ইরাকের অভ্যন্তরে এবং ঐ দু'টি দেশ থেকে পলায়নপর উদ্বাস্তুদের কল্যাণে; বাকি অর্ধেক যাবে মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় শান্তি আনয়নে৷

মনে রাখা দরকার, জাতিসংঘের মহাসচিব বান কি-মুন নিউ ইয়র্কে সাধারণ সম্মেলনের বৈঠক শুরুই করেছিলেন এই বলে যে, জাতিসংঘের মানবিক সাহায্য সংস্থাগুলি বস্তুত ‘‘দেউলিয়া''৷ জাতিসংঘ এ বছর এ কাজের জন্য মোট ২০ বিলিয়ন ডলার চাইছে, যা কিনা একটা রেকর্ড এবং দশ বছর আগের তুলনায় ছ'গুণ বেশি৷

উদ্বাস্তু সংকটের মূল

ইউরোপের উদ্বাস্তু সংকটের মূল যে কোথায়, তা সকলেরই জানা৷ নতুন হলো, এবার আন্তর্জাতিক কূটনীতি সর্বোচ্চ পর্যায়ে সেই সত্যকে স্বীকৃতি দিয়েছে অথবা দিচ্ছে – নয়ত দু'বছর পরে আবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের মধ্যে সিরিয়া – ও সেই সঙ্গে ইউক্রেন – নিয়ে কথোপকথন সম্ভব হতো না – জাতিসংঘের সাধারণ সম্মেলনের অবকাশে৷ দু'পক্ষের মনোভাব ও অবস্থানে পার্থক্য থেকে গেলেও, সিরিয়ায় সংঘাতের অবসানের আর কোনো পন্থা দৃশ্যত এ যাবৎ কারো জানা নেই৷

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আজ বুধবার নিরাপত্তা পরিষদের যে বৈঠকটিতে সভাপতিত্ব করবেন, তার আলোচ্য বিষয় হবে, সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি থেকে যে বিপদ সৃষ্টি হচ্ছে, তার মোকাবিলা করা৷ সিরিয়ায় ইসলামিক স্টেট গোষ্ঠীর মোকাবিলা করার জন্য আসাদকে রাখা প্রয়োজন, না বিদায় দেওয়া প্রয়োজন, সে'বিষয়ে ঐকমত্য অর্জন এখানেও সম্ভব হবে, বলে মনে হয় না৷

গ্লোবাল কোটা

হাঙ্গেরি ইতিমধ্যেই ‘ইউরোপের' উদ্বাস্তু সমস্যার একটি ‘বিশ্বায়িত' সমাধানের প্রস্তাব দিয়েছে৷ হাঙ্গেরির বক্তব্য হলো, ইউরোপের পক্ষে সিরিয়া থেকে পলাতক উদ্বাস্তুদের ভার একা বহন করা সম্ভব নয়; এ জন্য বিশ্বব্যাপী ‘কোটা' চালু করা উচিত৷ বিশ্বের সব ‘মেজর প্লেয়ারদের' কিছু ভার বহন করা উচিত, বলেছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পেটার সিয়ার্তো৷ তিন লক্ষের বেশি উদ্বাস্তু এ বছর হাঙ্গেরি পৌঁছেছেন৷

কড়াকড়ি

জার্মানিতে উদ্বাস্তুদের আগমনের হার বর্তমানে দিনে প্রায় আট থেকে দশ হাজার৷ কাজেই জার্মানিও এখন তথাকথিত ‘‘অর্থনৈতিক উদ্বাস্তুদের'' জার্মান আসা থেকে নিরস্ত করার চেষ্টা করছে৷ আলবানিয়া, কোসোভো এবং মন্টেনিগ্রোকে এবার ‘নিরাপদ' দেশগুলির পর্যায়ে ফেলা হয়েছে, অর্থাৎ এ সব দেশ থেকে আগত উদ্বাস্তুদের জার্মানিতে রাজনৈতিক আশ্রয় পাবার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে৷ সেই সঙ্গে বার্লিন সরকার উদ্বাস্তুদের যে নগদ অর্থ দেওয়া হয়, তা কমাতে চাইছেন, এছাড়া নগদের পরিবর্তে জামাকাপড়, খাবারদাবার ইত্যাদি দেওয়ার কথা ভাবছেন৷

এসি/ডিজি (ডিপিএ, এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ