1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাইজেরিয়ায় জঙ্গিবাদ

২৪ মে ২০১৪

নাইজেরিয়ার ইসলামি জঙ্গি দল বোকো হারামকে আল-কায়েদা সংশ্লিষ্ট সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ৷

বোকো হারামের বিরুদ্ধে গোটা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছেছবি: Reuters

বোকো হারামের সদস্যরা দুই শতাধিক স্কুল ছাত্রীকে অপহরণের পাঁচ সপ্তাহ পর নাইজেরিয়া সরকারের আবেদনে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয়৷

কালো তালিকাভুক্ত হওয়ায় বোকো হারামের সব ধরনের সম্পদ জব্দ করা যাবে৷ এর সদস্যদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপিত হবে এবং সংগঠনটিকে অর্থ ও অস্ত্র সরবরাহ নিষিদ্ধ থাকবে৷ অবশ্য বাস্তবে এই নিষেধাজ্ঞা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দেহ রয়েছে৷

বোকো হারাম নেতা আবুবকর শেকাউছবি: picture alliance/AP Photo

বোকো হারাম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে শরিয়াভিত্তিক ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ২০০৯ সাল থেকে সশস্ত্র কর্মকাণ্ড চালিয়ে আসছে৷ আল-কায়েদার মতো এ সংগঠনটিও পশ্চিমা শিক্ষা-সংস্কৃতির বিরোধী৷

সংগঠনটির জঙ্গি কার্যক্রমে গত পাঁচ বছরে অন্তত পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে৷ বোকো হারাম সদস্যরা গত ১৪ এপ্রিল নাইজেরিয়ার রাজধানী আবুজায় বোমা হামলা চালায়, যাতে অন্তত ৭৫ জন নিহত হন৷ এর কয়েক ঘণ্টার মধ্যে চিবোক এলাকার একটি স্কুল থেকে ২২৩ জন স্কুলছাত্রীকে অপহরণ করা হয়৷

পরে ৫৭ মিনিটের একটি ভিডিও বার্তা প্রকাশ করে অপহরণের বিষয়টি স্বীকার করে বোকো হারাম৷ দলটির নেতা আবু বকর শেকাউ হুমকি দেন, নাইজেরিয়ায় পশ্চিমা শিক্ষা বন্ধ করা না হলে ‘আল্লাহর ওয়াস্তে' ওই স্কুলছাত্রীদের বাজারে বিক্রি করে দেয়া হবে৷

তিনি বন্দি বোকো হারাম সদস্যদের মুক্তির বিনিময়ে অপহৃত স্কুলছাত্রীদের মুক্তির শর্ত দিলেও নাইজেরিয়া সরকার তা নাকচ করে দেয়৷ এরপর গত ২০ মে জস শহরে একটি বিপণি বিতান ও হাসপাতালে জোড়া বোমা হামলায় অন্তত ১১৮ জন নিহত হন৷ ওই হামলার জন্যও বোকো হারামকে দায়ী করেছে নাইজেরিয়া সরকার৷

জাতিসংঘে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গ্রে কুইনলান বলেন, ‘‘বোকো হারাম সদস্যরা যে আল-কায়েদার কাছ থেকে বোমা তৈরি ও জঙ্গি কার্যক্রমের প্রশিক্ষণ পেয়েছে, তার যথেষ্ট প্রমাণ আমারা দেখেছি৷....এই সংগঠনকে অস্ত্র ও অর্থ সরবরাহের পথ কীভাবে বন্ধ করা যায়, এখন সেটাই আমরা দেখব৷''

বোকো হারামকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার বলেন, ‘‘জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে নাইজেরিয়াকে সহযোগিতা করতে এবং হত্যা ও সন্ত্রাসের দায়ে বোকো হারামের নেতাদের বিচারের মুখোমুখী করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷''

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে নাইজেরিয়াও রয়েছে৷ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স – এই পাঁচ স্থায়ী সদস্য দেশ ছাড়া নাইজেরিয়াসহ বাকি সবাই এ পরিষদের অস্থায়ী সদস্য৷

জেকে/ডিজি (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ