1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

জাতিসংঘের ত্রাণ সংস্থা নিষিদ্ধে আইন পাস করলো ইসরায়েল

৩০ অক্টোবর ২০২৪

জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএকে নিষিদ্ধ করতে ইসরায়েলের সংসদ সোমবার একটি আইন পাস করেছে৷ দেশটির পশ্চিমা মিত্ররা বিষয়টি নিয়ে শঙ্কিত, কারণ, এর ফলে গাজার মানবিক পরিস্থিতি আরো করুণ হয়ে উঠতে পারে৷

ইউএনআরডব্লিউএ-র প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন, ইসরায়েলের সংসদের এই সিদ্ধান্ত জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি৷
ফিলিস্তিনে ত্রাণ সরবরাহ করা ইউএনআরডব্লিউএ-র একটি ট্রাকছবি: Gehad Hamdy/picture alliance/dpa

ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলায় ইউএনআরডব্লিউএ-র কয়েক হাজার কর্মীর মধ্যে কয়েকজন জড়িত ছিলেন৷

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘‘ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ইউএনআরডব্লিউএ কর্মীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে৷'' 

বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তা বেড়েছে ইসরায়েলে

02:41

This browser does not support the video element.

ইউএনআরডব্লিউএ-র প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন, ইসরায়েলের সংসদের এই সিদ্ধান্ত জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি৷ তিনি বলেন, ‘‘ফিলিস্তিনি শরণার্থীদের মানব-উন্নয়ন সহায়তা প্রদানে ইউএনআরডব্লিউএ-র ভূমিকাকে অবৈধ করতে এবং এটিকে কলঙ্কিত করতে ধারাবাহিক প্রচারণার সর্বশেষ এটি৷''

ইসরায়েল সংসদে এমন একদিন এই আইন পাস করা হলো যখন ইসরায়েলি ট্যাংক উত্তর গাজার আরো গভীরে অভিযান পরিচালনা করেছে৷ সেখানে একলাখের মতো মানুষ আটকা পড়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের জরুরি সেনা কর্তৃপক্ষ৷ ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, সেখানে হামাস জঙ্গিরা যাতে আবারও জড়ো হতে না পারে সেজন্য অভিযান পরিচালনা করা হয়েছে৷ 

ইসরায়েলের সেনাবাহিনী আরো জানিয়েছে যে জাবেলিয়া ক্যাম্পের এক হাসপাতালে অভিযান চালিয়ে একশোর মতো সন্দেহভাজন জঙ্গিকে আটক করা হয়েছে৷ তবে হামাস এবং চিকিৎসকরা সেখানে কোনো জঙ্গি উপস্থিত ছিল না বলে জানিয়েছে৷

গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সেখানে ইসরায়েলি বিমানহামলায় অন্তত ১৯ ব্যক্তি নিহত হয়েছেন৷

এআই/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ